বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > ধোনি-কন্যা জিভাকে ধর্ষণের হুমকি, গুজরাত থেকে গ্রেফতার ১৬ বছরের ছাত্র

শুভব্রত মুখার্জি

সময়টা একেবারে ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও অত্যন্ত সাদামাটা দেখাচ্ছে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন মিডল অর্ডার, টপ অর্ডার-সহ প্রায় সব ব্যাটসম্যানরা। কিছুটা আম্বাতি রায়াডু এবং ফ্য়াফ ডু'প্লেসিস ছাড়া ফর্মের ধারেকাছে নেই কোনও ব্যাটসম্যান।

লিগ টেবিলের সাত নম্বরে রয়েছেন ধোনিরা। আইপিএলের ইতিহাসে এটি এখনও পর্যন্ত ধোনিদের সবথেকে খারাপ মরশুম। আর তার ফলে নানাবিধ সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ধোনি বাহিনীকে। তীব্র কটাক্ষ থেকে সমালোচনা বাদ যাচ্ছে না কিছুই। 

তার মধ্য়ে আবার বহিঃপ্রকাশ ঘটেছে বিকৃত মানসিকতার। বাবা ভালো ব্যাট করতে না পারা, ব্যাট হাতে ম্যাচ না জেতাতে পারার ‘অপরাধে’ ছোট্ট পাঁচ বছরের কন্যা জিভা ধোনিকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওযা হয়েছিল। সেই ঘটনায় গুজরাতের কচ্ছ এলাকার মুন্দ্রা থেকে এক ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া নিজের দোষ কবুল করেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন