বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > CSK vs DD-শোচনীয় ব্যাটিং চেন্নাইয়ের, ৪৪ রানে জিতল দিল্লি
বড় হার চেন্নাইয়ের (PTI)

CSK vs DD-শোচনীয় ব্যাটিং চেন্নাইয়ের, ৪৪ রানে জিতল দিল্লি

লাগাতার দুটি ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। 

লাগাতার দুটি ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। এবার আরো শোচনীয় ভাবে। অন্যদিকে প্রথম ম্যাচে সুপার ওভারে জিতলেও এদিন খুব সহজে জিতল দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতার ফলে এদিন ৪৪ রানে হারল ধোনির দল। তবে বোলিংয়েও তেমন দাগ কাটতে পারেনি চেন্নাইয়ের স্পিনাররা। সব মিলিয়ে দিল্লি অসাধারণ খেলে জিতল আইপিএল ২০২০-র সপ্তম ম্যাচ। নিচে পড়ুন ম্যাচের হাইলাইটস। আইপিএলের সব আপডেট দেখুন এখান থেকে।  

25 Sep 2020, 11:28:51 PM IST

দুরন্ত দিল্লি

প্রথম ম্যাচে অল্পের জন্য জয়। কিছুটা ভাগ্যের সহায় নিয়ে। এদিন অবশ্য সেই সব নয়। রীতিমত প্রথম থেকেই দাপটে খেলে এল জয়। পৃথ্বী শাহ দেখালেন কেন নিজের দিনে তিনি অন্যতম সেরা। নিঁখুত  ব্যাটিং করলেন তিনি ৪৩ বলে ৬৪। যোগ্য সংগত করেন পন্ত, আইয়ার ও ধাওয়ান। তবুও আরেকটু পরিকল্পনা করে খেললে ৩০ রান বেশি করতে পারত দিল্লি। যদিও সেটা কোনও ম্যাচের ফলাফলে ছাপ ফেলেনি। তিন উইকেট নিয়ে পার্পেল ক্যাপ পেলেন রাবাডা। প্যাটেল একটি ও অ্যান্ডরিচ দুটি উইকেট পেয়েছেন। কোনও সময়ই চেন্নাই ব্যাটারদের মারার সুযোগ দেন নি দিল্লির বোলাররা। অশ্বিনের জায়গায় আসা অমিত মিশ্রও ভালো বল করেন। শুধু ফিল্ডিং নিয়ে একটু চিন্তা থাকবে কারণ বেশ কিছু ক্যাচ পড়েছে। মোটের ওপর এদিন খাসা খেলে পয়েন্টস টেবিলের শীর্ষে গেল শ্রেয়স আইয়ারের দল। 

25 Sep 2020, 11:21:57 PM IST

ফ্যাকাশে চেন্নাই

হার-জিত থাকেই কিন্তু যেভাবে চেন্নাই হারছে, তাতে প্রশ্ন উঠে যাচ্ছে কিছু ক্রিকেটারের উপযোগীতা নিয়ে। ধোনিও ম্যাচের শেষে বলেন যে তাঁরা শুরুতে কোনও মোমেন্টাম পাচ্ছেন না তাই বাদে খুব মুস্কিল হয়ে যাচ্ছে। লাগাতার তিনটি ম্যাচে ব্যর্থ বিজয় ও ওয়াটসন। কেদার যাদবও তেমন কিছু করতে পারলেন না। ঋতুরাজ গায়েকওয়াড়ও তথৈবচ। ফের কেন এত পরে এলেন ধোনি, কোনও উত্তর নেই। বোলিংয়ে স্পিনাররা দাগ কাটতে পারলেন না। ধোনি অবশ্য বললেন যে পেসাররাও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ব্যাটিংয়ে ডু প্লেসি ছাড়া কেউ দাগ কাটতে পারছেন না। বোলিংয়ে কারেন কিছুটা ভালো করেছেন। প্রথম ম্যাচ হিসেবে ভালো জস হেজেলউড। কিন্তু স্পিনারদেরকে আরও কম রানে বেশি উইকেট নিতেই হবে। তবে সিএসকে-র ব্যাটিং এই মুহূর্তে ফ্লেমিংয়ের রাতের ঘুম ওড়াবে। 

25 Sep 2020, 11:05:30 PM IST

আউট ধোনি

১২ বলে ১৫ রান করে পন্তের হাতে রাবাডার বলে ক্যাচ আউট হলেন ধোনি। শেষ বলে আউট হলেন জাডেজা। চার ওভারে তিন উইকেট নিলেন রাবাডা। ৪৪ রানে হারল সিএসকে। 

25 Sep 2020, 10:58:26 PM IST

অসহায় আত্মসমর্পণ

১৯ তম ওভার থেকে এল মাত্র ৬ রান । ধোনিও তেমন ভাবে কিছু মারতে পারলেন না। ছটি বৈধ বল করলেই জিতে যাবে দিল্লি। 

25 Sep 2020, 10:49:39 PM IST

আউট ডু প্লেসি

রাবাডার প্রথম বলে তাঁর ক্যাচ ফস্কালেন হেতমেয়ার। দ্বিতীয় বলে অবশ্য সেই ভুল করেননি ঋষভ। ৩৫ বলে ৪৪ করে আউট তিনি। এদিন কোনও সময়ই প্রয়োজনীয় রান রেটের ধারে কাছে পৌঁছাতে পারেনি সিএসকে। ১৮ ওভার শেষে ১২১-৫

25 Sep 2020, 10:46:19 PM IST

আবেশকে দুটি চার ধোনির 

৭ বলে ১২ রানে অপরাজিত মাাহি। ১২ ওভারে ৬৫ রান চাই। কোনও মিরাকাল না হলে জেতা খুবই শক্ত। 

25 Sep 2020, 10:39:24 PM IST

ক্রিজে ধোনি

গতদিন সাত নম্বরে নামলেও আজ ছয় নম্বরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। খুব শক্ত টার্গেট। দেখা যাক কি করতে পারেন তিনি। 

25 Sep 2020, 10:38:03 PM IST

আউট কেদার যাদব

সাদামাটা ২১ বলে ২৬ করে অ্যানরিচের বলে এল বি হলেন তিনি। ৯৮-৪ চেন্নাই।

25 Sep 2020, 10:33:10 PM IST

১৫ ওভারে ৯৫-৩

রাবাডার ওভারে এল ১১। কিন্তু এখনও অনেক রান চাই। ডু প্লেসি ৩৮ নট আউট, যাদব অপরাজিত ২৫ রানে। 

25 Sep 2020, 10:28:51 PM IST

১৪ ওভারে ৮৪-৩

আবেশ খানের বলে রিভার্স স্কুপ শট খেলতে গেলেন ডু প্লেসি। ভাগ্য ভালো আউট হলেন না তিনি। ২৬ বলে ৩৩ অপরাজিত ডুপ্লেসি। অন্যদিকে ১৭ বলে ২০ রানে কেদার। 

25 Sep 2020, 10:21:07 PM IST

১৩ ওভারে ৭১-৩

চার ওভার শেষ করলেন অমিত মিশ্র (০-২৩)। ১৮ রানে এক উইকেট দিয়ে চার ওভার বল করেছেন অ্যাক্সার প্যাটেল। ৭ ওভার অবিশষ্ট। তার মধ্যে তিনটি করবেন রাবাডা। ১০৫ রান চাই চেন্নাইয়ের। এই মুহূর্তে সেটি অনেক দূর মনে হচ্ছে। 

25 Sep 2020, 10:16:00 PM IST

ডু প্লেসির ক্যাচ ফস্কালেন হেতমেয়ার

আবেশ খানের বলে ডিপ কভারে ক্যাচ দিলেন ডু প্লেসি। সহজ ক্যাচ নিতে পারলেন না তিনি। এই জীবন দানই কি হবে ম্যাচের টার্নিং পয়েন্ট। ১২ ওভারে ৬০-৩, অনেকটা পিছিয়ে আছে চেন্নাই। 

25 Sep 2020, 10:06:32 PM IST

রান আউট ঋতুরাজ

পাঁচ রান করে রান আউট ঋতুরাজ গায়েকওয়াড়। উদ্দেশ্যহীন ভাবে রান নেওয়ার চেষ্টা, ভুল বোঝাবুঝিতে ক্রিজে ফিরতে পারলেন না তিনি। ডু প্লেসি রান নিতে চান নি, অনেকটা এগিয়ে গিয়েছিলেন ঋতুরাজ। ১০ ওভারে ৪৭-৩

25 Sep 2020, 10:02:05 PM IST

মিশ্রার ওভারে মাত্র তিন রান

নয় ওভারে ৪৪-২। আগের ম্যাচের মতোই মাঝের দিকে খেই হারাচ্ছে সিএসকে। পরে অনেক না দেরি হয়ে যায়, সেটাই চিন্তা করছেন সমর্থকরা। বিজয় কি এরপরেও ম্যাচ পাবেন, পরপর তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর। রায়াডু ও রায়নার অভাব প্রবল ভাবে বোঝা যাচ্ছে চেন্নাই ব্যাটিংয়ে।

25 Sep 2020, 09:58:09 PM IST

৮ ওভারে ৪১-২

১২ রানে ডু প্লেসি ও চার রানে ঋতুরাজ নট আউট। ক্রমশ বাড়ছে আস্কিং রেট। খেলায় পিছিয়ে চেন্নাই। 

25 Sep 2020, 09:51:11 PM IST

আউট বিজয়

চালাতে গিয়ে আউট হলেন বিজয়। অ্যানরিচের বলে ১৫ বলে ১০ রান করে আউট তিনি। সহজ ক্যাচ নিলেন রাবাডা।

25 Sep 2020, 09:43:13 PM IST

আউট

অ্যাক্সারের শর্ট বলে পুল করতে গিয়ে হেতমেয়ারকে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়াটসন। আউট হওয়ার মতো বল ছিল না, আনলাকি বলতেই হবে অজি ক্রিকেটারকে। ৫ ওভার শেষে ২৬-১। নতুন ব্যাটার ডু প্লেসি। 

25 Sep 2020, 09:39:04 PM IST

আবেশের প্রথম ওভারে ১২

একটি লাকি চার ও একটি বিশাল ছক্কা মারলেন ওয়াটসন। ১৪ রানে নট আউট তিনি। ৪ ওভারে চেন্নাই ২২-০ 

25 Sep 2020, 09:34:41 PM IST

৩ ওভারে ১০-০

নর্জের বলে ফ্লিক করতে গিয়ে মিউ উইকেটে ক্যাচ দিলেন ওয়াটসন। কিন্তু ধরতে পারলেন না পৃথ্বী। একেবারে সহজ ক্যাচ, দুবারের চেষ্টাতেও ধরতে পারলেন না তিনি। 

25 Sep 2020, 09:29:28 PM IST

দ্বিতীয় ওভারেই স্পিন

অ্যাক্সার প্যাটেলকে বল দিলেন শ্রেয়স। শেষ বলে মুরলী বিজয় তাঁকে মিড অনের ওপর দিয়ে চার মারলেন। 

25 Sep 2020, 09:26:10 PM IST

১ ওভারে ২-০

রাবাডার বলকে সম্মান দিলেন মুরলী বিজয়। শেষ বলে ফ্লিক করে দুই রান নিলেন তিনি। বাকি সব ডট বল।

25 Sep 2020, 09:15:58 PM IST

দুই উইকেট চাওলার

৩৩ রানে দুই উইকেট নিলেন চাওলা, এক উইকেট নিলেন কারেন, ২৭ রানে। অভিষেকেই কোনও উইকেট না নিয়ে ২৮ রান দিয়েছেন জস হ্যাজেলউড। 

25 Sep 2020, 09:13:43 PM IST

টপ স্কোরার পৃথ্বী

দিল্লির হয়ে টপ স্কোর করলেন পৃথ্বী শাহ। ৪৩ বলে ৬৪ করেন তিনি। তরুণ ক্রিকেটার জানালেন যে পরিকল্পনা মতোই তারা শুরুতে একটু ধরে খেলেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ঋষভ পন্ত, অপরাজিত ৩৭, মাত্র ২৫ বলে। ধাওয়ান করেন ৩৫ ও আইয়ার  ২৬। 

25 Sep 2020, 09:07:40 PM IST

শেষ ওভারে ১৪ রান

তিনটি চারের সহযোগে হেজেলউডের ওভারে চোদ্দো রান নিল দিল্লি। ২০ ওভারে ১৭৫-৩। 

25 Sep 2020, 09:03:12 PM IST

১৯ ওভারে ১৬১-৩

মাত্র চার রান দিলেন উনিশতম ওভারে কারেন। পেলেন শ্রেয়সের উইকেট। অনবদ্য ক্যাচ নিলেন ধোনি। চার ওভারে এক উইকেট দিয়ে ২৭ রান দিলেন কারেন। 

25 Sep 2020, 08:57:25 PM IST

দুটি চার ১৮তম ওভারে

হেজেলউডের ওভারে দুটি চার এলেও খুব অখুশি হবে না চেন্নাই। মাত্র দুটি উইকেট পড়লেও সেভাবে মোমেন্টাম পাচ্ছেনা দিল্লি। 

25 Sep 2020, 08:52:27 PM IST

১৭ ওভারে ১৪৬-২

তেরো রান এল চাহারের চতুর্থ ওভার থেকে। ৩৮-০, ৪ ওভার থেকে। ১৭ ওভারে ১৪৬-২ দিল্লি। তিন ওভারে কমপক্ষে ৩০ করতে চাইবে দিল্লি। 

25 Sep 2020, 08:47:09 PM IST

১৬ ওভারে ১৩৩-২

নিজের বলে ওভার থ্রোতে চার রান দিলেন স্যাম কারেন। শেষ বিচারে এটি গুরুত্বপূর্ণ হয়ে কিনা, সেটাই দেখার। 

25 Sep 2020, 08:40:48 PM IST

১৫ ওভারে ১২৪-২

১৫ রানে নট আউট পন্ত, ৭ রানে অপরাজিত শ্রেয়স। পরবর্তী পাঁচ ওভারে কম করে ৫০ করতে চাইবে দিল্লি। কারেন ও হেজেলউডের দুটি করে ওভার এখনও বাকি আছে। 

25 Sep 2020, 08:34:08 PM IST

১৪ ওভারে ১১৩-২

দুটি উইকেট পড়তেই কিছুটা রান রেট কমেছে দিল্লির। ক্রিজে পন্ত ও আইয়ার। ৪ ওভারে ৪৪-০ দিলেন জাডেজা। 

25 Sep 2020, 08:30:35 PM IST

আউট পৃথ্বী

স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন পীযূষ চাওলাকে। প্যাডে লেগে বল পিছনে গেল, অনবদ্য স্টাম্পিং করলেন ধোনি। ৪৩ বলে ৬৪ করলেন তিনি। দুই ওপেনারকে আউট করলেন চাওলা। চার ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট নিলেন তিনি। ১২ ওভার শেষে ১০৫-২

25 Sep 2020, 08:26:56 PM IST

৩ ওভারে ৩৬ রান গলালেন জাডেজা

একদমই ছন্দ পাচ্ছেন না তিনি। সুযোগও দিচ্ছেন না পৃথ্বী শাহ। উইকেটের দুই দিকেই মারছেন তিনি। ১২ ওভারে ১০২-১। দুশো টার্গেট করবে দিল্লি ক্যাপিটালস। 

25 Sep 2020, 08:21:55 PM IST

আউট ধাওয়ান

২৭ বলে ৩৫ রান করে আউট হলেন ধাওয়ান। চাওলাকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবি হলেন তিনি। ৯৪-১। ১১ ওভার শেষ, নতুন ব্যাটসম্যান পন্ত। 

25 Sep 2020, 08:20:58 PM IST

অর্ধশতরান পৃথ্বীর

৩৫ বলে ৫০ রান করে পৃথ্বী শাহ। অন্যদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছেন ধাওয়ান। ১০ ওভারে ৮৮-০ এখন দিল্লি ক্যাপিটালস। খারাপ বোলিং করছেন জাদেজা ও পীযূষ। 

25 Sep 2020, 08:15:08 PM IST

৯ ওভারে ৭৩-০

বেশ ভালো খেলছেন পৃথ্বী। ৪৯ রানে নট আউট তিনি। অপর দিকে ধাওয়ান। ২ ওভারে ২৪ গলিয়েছেন চাওলা। 

25 Sep 2020, 08:07:14 PM IST

কল্কে পেলেন না জাডেজা 

৮ ওভারে ৬২-০। এবার হাত খুলে মারছেন ধাওয়ান। জাডেজার প্রথম ওভারেই একটা চার ও একটি ছয় মারলেন তিনি। 

25 Sep 2020, 08:02:30 PM IST

চাওয়ালার প্রথম ওভারে ১৩ রান

গত ম্যাচে মার খাওয়ার পর এই ম্যাচে ভালো শুরু করতে চেয়েছিলেন পীযূষ চাওলা। কিন্তু সে গুড়ে বালি। এদিন সামনে পৃথি শাহ। প্রথম ওভারেই দুটি চার মারলেন তিনি অনায়াসে। 

25 Sep 2020, 07:57:35 PM IST

৬ ওভারে ৩৬-০

২৭ রানে নটআউট পৃথ্বী, ছয় রানে ধাওয়ান। ভালো শুরু দিল্লির, এখনও কোনও উইকেট পাওয়ার সুযোগ পায়নি চেন্নাই। 

25 Sep 2020, 07:48:35 PM IST

ফর্মে পৃথ্বী

খারাপ বল এলেই বাউন্ডারিতে পাঠাচ্ছেন এই মারকুটে ওপেনার। স্যাম কারেনের ওভারে থেকে এল ১২ রান। ৪ ওভারে ২৭-০, ২২ রানে নটআউট পৃথ্বী। 

25 Sep 2020, 07:44:41 PM IST

৩ ওভারে ১৫-০

তৃতীয় ওভার করলেন হেজেলউড। সাবধানে খেললেন দুই ওপেনার। ১১ রানে পৃথ্বী, তিন রানে নট আউট ধাওয়ান। 

25 Sep 2020, 07:39:26 PM IST

আউট ছিলেন পৃথ্বী!

দীপক চাহারের দ্বিতীয় বলেই এজ লেগেছিল, কিন্তু বুঝতে পারেননি ধোনি বা চাহার। বেঁচে গেলেন পৃথ্বী। 

25 Sep 2020, 07:35:49 PM IST

১ ওভারে ৯-০

প্রথম ওভারে দুটি চার মারলেন পৃথ্বী। দীপক চাহারের বলে অনবদ্য কভার ড্রাইভে এল বাউন্ডারি। কিন্তু বল সুইং করছে। তাই উইকেট পাওয়ার সম্ভাবনা আছে সিএসকের। 

25 Sep 2020, 07:28:59 PM IST

কুয়াশার জন্যই টসে জিতে ফিল্ডিং

এখনও পর্যন্ত টসে জিতে ফিল্ডিং নিয়েছে সবকটি দল। এর মধ্যে পাঁচ বার হেরেছে তারা। তবুও এই ট্রেন্ড বদলাচ্ছে না, সৌজন্যে কুয়াশা। শ্রেয়স আইয়ারও টস জিতলে ফিল্ডিং করতেন বলে জানালেন। 

25 Sep 2020, 07:27:22 PM IST

খেলছেন না অশ্বিন

ঝুঁকি নিল না দিল্লি ক্যাপিটালস। চোট পাওয়া অশ্বিনকে আজ খেলাচ্ছে না তারা। খেলবেন অভিজ্ঞ অমিত মিশ্র। এছাড়াও দলে ঢুকেছেন আবেশ খান মোহিত শর্মার জায়গায়।

25 Sep 2020, 07:24:17 PM IST

চেন্নাই দলে একটি বদল

গত ম্যাচে খুব খারাপ বোলিং করায় বাদ পড়লেন এনগিডি। তার জায়গায় চেন্নাইয়ের হয়ে অভিষেক করছেন জস হ্যাজেলউড। 

25 Sep 2020, 07:23:16 PM IST

দুবাইয়ে মহারণ 

পাটা উইকেটে টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছেন ধোনি। কত করে শ্রেয়স আইয়ারের দল, সেটাই দেখার। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.