বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > CSK vs SRH : তরুণ রক্তে বাজিমাত সানরাইজার্সের, ধোনি-জাদেজার লড়াইয়েও ৭ রানে হার চেন্নাইয়ের
সাত রানে চেন্নাইকে হারাল সানরাইজার্স (ছবি সৌজন্য আইপিএল)

CSK vs SRH : তরুণ রক্তে বাজিমাত সানরাইজার্সের, ধোনি-জাদেজার লড়াইয়েও ৭ রানে হার চেন্নাইয়ের

কাজে এল না মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার ইনিংস।

রান তাড়া করতে নেমে প্রথম থেকে কার্যত ম্যাচেই ছিল না চেন্নাই সুপার কিংস। পরে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার সৌজন্যে অনেকটা কাছে এসে গিয়েছিল। কিন্তু তাঁরা দলকে ফিনিশিং লাইন পার করিয়ে দিতে পারলেন না। শেষপর্যন্ত চেন্নাইকে সাত রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

03 Oct 2020, 12:13:36 AM IST

২০১৪-র পর টানা ৩ ম্যাচে হার চেন্নাইয়ের, দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ধোনি কী বললেন?

২০১৪-র পর টানা ৩ ম্যাচে হার চেন্নাইয়ের, দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ধোনি কী বললেন — পড়ুন এখানে

02 Oct 2020, 11:51:58 PM IST

ম্যাচের সেরা হলেন প্রিয়ম গর্গ

ম্যাচের সেরা হলেন প্রিয়ম গর্গ।

02 Oct 2020, 11:31:29 PM IST

তীরে এসে তরী ডুবল চেন্নাইয়ের, দলকে জয়ের লাইন পার করিয়ে দিতে পারলেন না আহত ধোনি

তাঁর দায়বদ্ধতা নিয়ে কোনওদিন কেন প্রশ্ন ওঠে না, তা আবারও প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। তা সত্ত্বেও প্রাণপণে চেষ্টা করেছিলেন।  আহত অবস্থায় চেন্নাইকে জেতাতে পারলেন না ধোনি। শেষপর্যন্ত সাত রানে হারল চেন্নাই।

02 Oct 2020, 11:25:54 PM IST

বাধ্য হয়ে সামাদের হাতে বল দিলেন ওয়ার্নার

বাধ্য হয়ে সামাদের হাতে বল দিলেন ডেভিড ওয়ার্নার।

02 Oct 2020, 11:25:19 PM IST

শেষ ওভারে চেন্নাইয়ের চাই ২৮ রান, স্ট্রাইকে ধোনি

১৯ তম ওভারে ১৬ রান নিল চেন্নাই। শেষ ওভারে চাই ২৮ রান। স্ট্রাইকে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।

02 Oct 2020, 11:21:39 PM IST

চোট পেয়ে মাঠ ছাড়লেন ভুবি, এবার চোটের ভ্রূকূটি ধোনির

চোট পেয়ে ইতিমধ্যে মাঠ ছেড়েছেন ভুবনেশ্বর কুমার। এবার কিছুটা সমস্যায় মহেন্দ্র সিং ধোনি। ১৮.৩ ওভারে দু'রান নিতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন। চতুর্থ বলেও 

02 Oct 2020, 11:19:51 PM IST

শেষ ওভার কে করবেন?

ভুবনেশ্বরের ওভার শেষ করছেন খলিল আহমেদ। তাহলে শেষ ওভার কে করবেন?

02 Oct 2020, 11:16:07 PM IST

বড় ধাক্কা সানরাইজার্সের, ১৯ তম ওভারের এক বল করেই চোট ভুবির

দলের সেরা বোলার পান ১৯ তম ওভার। আর সানরাইজার্সের সেরা বোলার কে, তা বলার জন্য কেউ পুরস্কার দেবে না। কিন্তু সেই ওভারে এক বল করে বাঁ-উরুতে চোট পান ভুবনেশ্বের কুমার। গুরুত্বপূর্ণ পাঁচ বল বাকি ছিল সানরাইজার্সের। বল করতে পারলেন না তিনি।

02 Oct 2020, 11:10:12 PM IST

১২ বলে চেন্নাইয়ের চাই ৪৪ রান

১২ বলে চেন্নাইয়ের চাই ৪৪ রান। ক্রিজে আছেন ধোনি ও স্যাম কারান। যিনি ক্রিজে নেমেই প্রথম বলে ছক্কা মেরেছেন।

02 Oct 2020, 11:06:23 PM IST

অর্ধশতরানের পরই আউট জাদেজা, এবার দায়িত্ব ধোনির উপর

অর্ধশতরানের পরের বলেই আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ডিপ স্কোয়ার লেগের আশপাশ দিয়েই ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু আবদুল সামাদের হাতে জমা পড়ে যান। এবার দায়িত্ব ধোনির উপর। ১৭.৪ ওভারে চেন্নাইয়ের স্কোর পাঁচ উইকেটে ১১৪ রান।

02 Oct 2020, 11:04:58 PM IST

ঢিমেতালে শুরুর পর জাদেজা ধামাকা, পূরণ করলেন ৫০

ঢিমেতালে শুরুর করেছিলেন। সেভাবে মারতে মারছিলেন না। মহেন্দ্র সিং ধোনিও খুব একটা ছন্দে ছিলেন না। তাই নিজের হাতেই দায়িত্ব তুলে নেন। ৩৪ বলে ৫০ রান পূরণ করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এটাই আইপিএলে জাদেজার সর্বোচ্চ স্কোর। ছয় মেরে ৫০ করেন তিনি।

02 Oct 2020, 11:04:58 PM IST

তিন ওভারে ৬৩ রান চাই চেন্নাইয়ের

১৭ তম ওভারে ১০০ রান পূরণ করল চেন্নাই। ভুবনেশ্বর কুমারের সেই ওভারে এল ১৫ রান রান। প্রথম তিন বলে তিনটি চার মারেন রবীন্দ্র জাদেজা। প্রথমটি ভাগ্যের জোরে হলে পরের শট দুটি ভালো ছিল। চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ১০২ রান।

02 Oct 2020, 10:58:07 PM IST

ভ্যান চালিয়ে প্রিয়মকে বড় করেছেন বাবা, ছেলের দ্যুতি দেখে যেতে পারলেন না মা

ভ্যান চালিয়ে প্রিয়মকে বড় করেছেন বাবা, ছেলের দ্যুতি দেখে যেতে পারলেন না মা – পড়ুন এখানে

02 Oct 2020, 10:55:51 PM IST

IPL-এ ৪,৫০০ রান পার ধোনির, মাহি ধামাকার অপেক্ষায় দুবাই

আইপিএলে ৪,৫০০-এর মাইলস্টোন পূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫.৪ ওভারে রশিদ খানকে চার মেরে সেই মাইলস্টোন পার করেন।

02 Oct 2020, 10:44:18 PM IST

CSK vs SRH লাইভ আপডেটস: ১৫-এর উপরে রানরেট, দেখা মিলবে কি পুরনো ধোনির?

১৪ ওভারে চেন্নাইয়ের স্কোর পাঁচ উইকেটে ৭১। আস্কিং রেট ১৫-এর উপরে চলে গিয়েছে। এবার চেন্নাইয়ের জয়ের জন্য ধোনির পুরনো ফর্মে ফিরতে হবে। এবার কি দেখা মিলবে পুরনো ধোনির? 

02 Oct 2020, 10:28:37 PM IST

ঘূর্ণির জাল সামলে কিছুটা হাত খুললেন, আজ কি তবে দুবাইয়ে ধোনি ধামাকা?

প্রথম দিকে ঘূর্ণির জালে আটকে পড়েছিলেন। ১১ তম ওভারে প্রথম হাত খুললেন মহেন্দ্র সিং ধোনি। আবদুল সামাদের দ্বিতীয় বলে রকেটের মতো স্ট্রেট ড্রাইভে চার মারেন। শেষ বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে ডাইভ মারেন। প্রিয়ম গর্গের দুর্দান্ত ফিল্ডিংয়ের সৌজন্যে মাত্র দু'রান হলেও ধোনি ভালো টাচে ফিরেছেন। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ৫৫ রান। ১৪ বলে ১৩ রানে অপরাজিত ধোনি।

02 Oct 2020, 10:16:56 PM IST

৫০ বলের মধ্যেই ৪ উইকেট পড়ল চেন্নাইয়ের, ভরসা ধোনি

প্রথম ওভারেই উইকেট পেলেন আবদুল সামাদ। ভালো শট মেরেছিলেন কেদার যাদব। কিন্তু সেই বল সোজা যায় কভারে থাকা ডেভিড ওয়ার্নারের কাছে। সেই ক্যাচ ফেলার কথা নয় ওয়ার্নারের মতো খেলোয়াড়ের। ফস্কাননি। প্যাভিলিয়নে ফিরলেন কেদার। ব্যাপক চাপে চেন্নাই। ৫০ বলের মধ্যেই চার উইকেট হারাল তারা। ৮.২ ওভারে চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ৪২ রান।

02 Oct 2020, 10:08:17 PM IST

পাঁচ নম্বরে নামলেন ধোনি

পাঁচ নম্বরে ব্যাট করতে এলেন মহেন্দ্র সিং ধোনি। স্যাম কারান, রবীন্দ্র জাদেজা বা ডোরেন ব্র্যাভোকে পাঠালেন না তিনি। 

02 Oct 2020, 10:06:37 PM IST

রান আউট ফর্মে থাকা ডু'প্লেসিস

উইকেটের পিছনে দুরন্ত জনি বেয়ারস্টোর। তার জেরে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ফ্যাফ ডু'প্লেসিস। যিনি চলতি টুর্নামেন্টে ভালোরকম ফর্মে ছিলেন। শুক্রবারও ভালো খেলছিলেন। ছ'ওভারে চেন্নাইয়ের স্কোর তিন উইকেটে ৩৬। কেদার যাদবের সঙ্গে ফ্যাফের ভুল বোঝাবুঝি হয়েছিল। বাজে কল কেদার যাদবের। মিড-উইকেটে বল গিয়েছিল প্রিয়ম গর্গের। তিনি উইকেটের কাছে বল ছোড়েন। বাকি কাজটা দুর্দান্তভাবে করেন বেয়ারস্টো।  ১৯ বলে ২২ রান করেন ফ্যাফ।

02 Oct 2020, 09:59:13 PM IST

দুরন্ত বলে বিপজ্জনক রায়াডুকে ফেরালেন নটরাজন

গত ওভারের শেষ বল চার মেরেছিলেন আম্বাতি রায়াডু। নয়া ওভারের প্রথম বলেই দুরন্ত বোলিংয়ে বিপজ্জনক রায়াডুকে প্যাভিলিয়নে পাঠালেন টি নটরাজন। সম্ভবত মনসংযোগের অভাবে বলের লাইন ধরতে পারেননি রায়াডু। বল গিয়ে লাগে স্টাম্পে। ৫.১ ওভারে চেন্নাইয়ের স্কোর দু'উইকেটে ২৬ রান।

02 Oct 2020, 09:42:33 PM IST

দুরন্ত বোলিংয়ের পুরস্কার, ওয়াটসনের উইকেট পেলেন ভুবি

প্রথম থেকেই শেন ওয়াটসনকে চাপে রেখেছিলেন। তার পুরস্কার পেলেন ভুবনেশ্বর কুমার। অফসাইডের সামান্য বাইরের বলে খেলতে গিয়েছিলন ওয়াটসন। কিন্তু তা শরীরের খুব কাছে ছিল। ফলস্বরূপ উইকেটে বল টেনে আনেন অজি তারকা। ২.৩ ওভারের চেন্নাইয়ের স্কোর এক উইকেটে চার রান।

02 Oct 2020, 09:33:10 PM IST

ভালো শুরু ভুবির, প্রথম ওভারে এক রান চেন্নাইয়ের

ওপেন করতে নেমেছেন শেন ওয়াটসন এবং ফ্যাফ ডু'প্লেসিস।  বল করলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে এক রান। 

02 Oct 2020, 09:15:34 PM IST

প্রিয়ম-অভিষেকের পরিণত ইনিংসে সানরাইজার্স তুলল ১৬৪

প্রিয়ম গর্গের অপরাজিত ৫১ রান এবং অভিষেক শর্মার ৩১ রানের সৌজন্যে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৪ রান তুলল সানরাইজার্স। শেষ ওভারে মাত্র সাত রান দিলেন শার্দুল ঠাকুর। তাও প্রথম বলেই নো-বল হয়েছিল।

02 Oct 2020, 09:09:26 PM IST

অসাধারণ ইনিংস ১৯ বছরের প্রিয়মের, ২৩ বলে করলেন ৫০

এতদিন সেভাবে নিজের প্রতিভা মেলে ধরতে পারেনি। চেন্নাইয়ের মতো দলের বিরুদ্ধে বিপদের সময়ে দুর্দান্ত ইনিংস খেললেন ১৯ বছরের প্রিয়ম গর্গ। মাত্র ২৩ বলে করলেন তিনি। সানরাইজার্সের স্কোর ১৯ ওভারে পাঁচ উইকেটে ১৫৭ রান।

02 Oct 2020, 09:05:07 PM IST

অবশেষে অভিষেকের ক্যাচ ধরলেন!

অবশেষে অভিষেক শর্মার ক্যাচ নিলেন কোনও চেন্নাই খেলোয়াড়। উইকেটের পিছনে কোনও ভুল করলেন না মহেন্দ্র সিং ধোনি। অবশেষে উইকেট পেলেন দীপক চাহার। সবমিলিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে চার ওভারে ৩১ রান দিয়ে দু'ইউকেট পেয়েছেন। সানরাইজার্সের স্কোর ১৮ ওভারে পাঁচ উইকেটে ১৪৬ রান।

02 Oct 2020, 09:02:16 PM IST

পরপর দু'বলে দু'বার জীবনদান অভিষেক শর্মার

পরপর দু'বলে দু'বার জীবনদান পেলেন অভিষেক শর্মা। ১৭.১ ওভারে সহজ ক্যাচ ফস্কালেন রবীন্দ্র জাদেজা। যা অভাবনীয়। আবার পরের বলেই অভিষেকেরই ক্যাচ ধরতে পারলেন না শার্দুল ঠাকুর।

02 Oct 2020, 08:58:35 PM IST

দুরন্ত প্রিয়ম গর্গ, ১৭ তম ওভারে এল ২২ রান

১৭ তম ওভারে দুর্দান্ত ব্যাটিং প্রিয়ম গর্গের। স্যাম কারানের ওভারে ২২ রান এল। 

02 Oct 2020, 08:57:24 PM IST

বিশ্বরেকর্ডের দিনই দুবাইয়ের ধোনি ম্যাজিক! দেখুন ভিডিয়ো

বিশ্বরেকর্ডের দিনই দুবাইয়ের ধোনি ম্যাজিক! ভিডিয়ো দেখুন এখানে ক্লিক করে

02 Oct 2020, 08:45:43 PM IST

দুই তরুণের হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রয়াস হায়দরাবাদের

অভিষেক শর্মা ও প্রিয়ম গর্গের হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে সানরাইজার্স। ১৫ ওভার শেষে তাদের স্কোর চার উইকেটে ১০০ রান।

02 Oct 2020, 08:43:04 PM IST

চেন্নাই নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী রায়নার, 'মাহি ভাইকে'-ও জানালেন শুভেচ্ছা

চেন্নাই নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী রায়নার, 'মাহি ভাইকে'-ও জানালেন শুভেচ্ছা – পড়ুন এখানে

02 Oct 2020, 08:31:08 PM IST

পরপর ২ বলে আউট ওয়ার্নার-কেন, চাপে সানরাইজার্স

চূড়ান্ত ভুল বোঝাবুঝি। তার জেরে ওয়ার্নার আউট হওয়ার পরের বলেই প্যাভিলিয়নে ফিরলেন কেন উইলিয়ামসন। দ্রুত এক রান নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু নন-স্ট্রাইকার প্রিয়ম গর্গ সেই কলে সাড়া দেননি। প্রায় অর্ধেক পিচে চলে গিয়েছিলেন। যদিও তাতে একেবারেই রান ছিল না। কেনের উইকেটের দিকেই বল ছোড়েন আম্বাতি রায়াডু। ফলস্বরূপ রান আউট হন তিনি। ১১ ওভারে সানরাইজার্সের স্কোর চার উইকেটে ৬৯।

02 Oct 2020, 08:28:16 PM IST

বাউন্ডারিতে আবারও দুর্দান্ত ক্যাচ ফ্যাফের, আউট ওয়ার্নার

লং-অনের বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিলেন ফ্যাফ ডু'প্লেসিস। যদিও তা ডু'প্লেসিসের জন্য কার্যত সাধারণ বিষয়। প্যাভিলিয়নে ওয়ার্নার। তাঁর অবদান ২৯ বলে ২৮ রান।  ১০.৫ ওভারে সানরাইজার্সের স্কোর তিন উইকেটে ৬৯।

02 Oct 2020, 08:25:29 PM IST

ঢিমে শুরু সানরাইজার্সের, বড় রানের জন্য ভরসা ওয়ার্নার-কেন

মণীশ আউট হওয়ার পর হায়দরাবাদের ইনিংস টানছেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। তবে খুব একটা স্বাভাবিক ছন্দে নেই তাঁরা। রানের গতিও খুব বেশি নয়। ১০ ওভারে তাদের স্কোর দু'উইকেটে ৬৩ রান।

02 Oct 2020, 08:07:07 PM IST

ভালো ছন্দে থেকেও সানরাইজার্সকে টানতে পারলেন না মণীশ

শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন মণীশ পান্ডে। একদিকে ওয়ার্নার সমস্যায় পড়লেও দারুণ শট মারছিলেন তিনি। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না সেই ইনিংস। শার্দুল ঠাকুরের ক্রস সিম বলে বড় শট মারতে গিয়েছিলেন। কিন্তু ভালোভাবে টাইমিং হয়নি। মিড অফে স্যাম কারানের হাতে জমা পড়ল বল। ২১ বলে ২৯ রান করলেন তিনি। ৭.১ ওভারে সানরাইজার্সের স্কোর দু'উইকেটে ৪৭। 

02 Oct 2020, 08:01:22 PM IST

প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফিরছে সানরাইজার্স

প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফিরল সানরাইজার্স। ছ'ওভারে তাদের স্কোর এক উইকেটে ৪২ রান।

02 Oct 2020, 07:50:48 PM IST

ভালো শুরু চেন্নাইয়ের বোলারদের, ছন্দে মণীশও

ভালো শুরু চেন্নাইয়ের বোলারদের। চার ওভার শেষে সানরাইজার্সের স্কোর এক উইকেটে ২৭ রান। ক্রিজে আসেন মণীশ পান্ডে (১২ বলে ২০ রান) এবং ডেভিড ওয়ার্নার (৯ বলে ৫ রান)।

02 Oct 2020, 07:34:20 PM IST

দুরন্ত ইনসুইংয়ে বেয়ারস্টোর স্টাম্প উড়িয়ে দিলেন চাহার

দুরন্ত সেট-আপ করেছিলেন দীপক চাহার। আউট সুইংয়ের দিয়ে ইনসুইং করে জনি বেয়ারস্টোর স্টাম্প ছিটকে দিলেন। নিখুঁত লেংথে বল ফেলেন। ফ্লিক করতে চান বেয়ারস্টো। কিন্তু ব্যাটের সঙ্গে বলের ন্যূনতম সংযোগ হয়নি। ফলস্বরূপ ম্যাচের চতুর্থ বলেই দুবাইয়ের স্টাম্প ভাঙল।  ০.৪ ওভারে সানরাইজার্সের স্কোর এক উইকেটে এক রান। বেয়ারস্টো করলেন শূন্য।

02 Oct 2020, 07:30:21 PM IST

শুরু ম্যাচ, লিগ টেবিলে ওঠার লক্ষ্যে চেন্নাই ও হায়দরাবাদ

দুবাইয়ে শুরু হল চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। ওপেনে নেমেছেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। বল করছেন দীপক চাহার।

02 Oct 2020, 07:09:43 PM IST

IPL-এর ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার নজির ধোনির

আইপিএলের ইতিহাসে নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। এককভাবে আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলছেন তিনি। একটি তাঁর ১৯৪ তম ম্যাচ। পড়ুন এখানে

02 Oct 2020, 07:07:58 PM IST

অপরিবর্তিত সানরাইজার্স দল

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, রশিদ খান, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং খলিল আহমেদ।

02 Oct 2020, 07:05:31 PM IST

তিন পরিবর্তন ধোনির, দলে এলেন আম্বাতি-ব্র্যাভো

দলে তিন পরিবর্তন চেন্নাই সুপার কিংসের। দলে এলেন আম্বাতি রায়াডু, ডোয়েন ব্র্যাভো এবং শার্দুল ঠাকুর। চেন্নাইয়ের প্রথম একাদশ - শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, ফ্যাফ ডু'প্লেসিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), কেদার যাদব, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পীযূষ চাওলা, দীপক চাহার এবং শার্দুল ঠাকুর।

02 Oct 2020, 07:01:27 PM IST

ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাট করত চেন্নাই সুপার কিংসও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.