দলের ব্যাটিংয়ের সময় সাক্ষাৎকার দিচ্ছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। সেই সময় তাঁর পিছনে চলে আসেন ঋষভ পন্থ। তার সেই ‘ফোটোবোম’ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। পন্টিং ও পন্থের মধ্যে খুনসুটিতে মজেছেন নেটিজেনরা।
শনিবার শারজায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা সামলে দলকে টানছিলেন শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার। সেই সময় সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় বাচ্চা ছেলের মতো পন্টিংকে ‘ফোটোবোম’ করেন পন্থ। যিনি চোটের জন্য চেন্নাইয়ের বিরুদ্ধেও খেলছেন না। আর পন্টিং ও পন্থের সেই খুনসুটির ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এক নেটিজেন টুইটারে বলেন, ‘একজন অস্ট্রেলিয়ান অধিনায়ককে ভালোবাসা, ঘৃণা করা এবং দিল্লি ক্যাপিটালসদের এই তরুণদের অসামান্য অভিভাবক-সুলভ আচরণের মধ্যে আমরা সবাই বড় হয়ে উঠেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।