
DC vs KXIP: Dream11-এ কোন কোন খেলোয়াড় বেছে নিতে পারেন? দেখে নিন
১ মিনিটে পড়ুন . Updated: 20 Sep 2020, 01:15 PM IST- মহারণে Dream 11-এ খেলোয়াড় কাদের বাছাই করবেন, সেই সংক্রান্ত টিপস দেখে নিন -
আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ (রবিবার) কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। দুই তরুণ ভারতীয় অধিনায়কের লড়াইয়ে কে জিতবে, সেদিকে নজর সকলের। সন্ধ্যা ৭.৩০ টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে।
কোথায় দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভন পঞ্জাব ম্যাচ
সেই মহারণে Dream 11-এ খেলোয়াড় কাদের বাছাই করবেন, সেই সংক্রান্ত টিপস দেখে নিন -
প্রথম বিকল্প
কে এল রাহুল, নিকোলাস পুরান, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, গ্লেন ম্যাক্সওয়েল, কৃষ্ণাপ্পা গৌতম, কাসিগো রাবাডা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি এবং মুজিবুর রহমান।
অধিনায়ক : শ্রেয়স আইয়ার।
সহ-অধিনায়ক : কে এল রাহুল।
দ্বিতীয় বিকল্প
কে এল রাহুল, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, মনদীপ সিং, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, কাসিগো রাবাডা, মহম্মদ শামি এবং রবি বিষ্ণোই।
অধিনায়ক : গ্লেন ম্যাক্সওয়েল।
সহ-অধিনায়ক : শিখর ধাওয়ান,
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, কাসিগো রাবাডা, এনরিখ নর্টজে এবং অমিত মিশ্র।
কিংস ইলেভন পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান/মনদীপ সিং, গ্লেন ম্যাক্সওয়েল/নিকোলাস পুরান, কৃষ্ণাপ্পা গৌতম, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, ইশান পোড়েল/রবি বিষ্ণোই, মুজিবুর রহমান এবং শেলডন কটরেল।