বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > DC vs RCB: আমরা যা খেলেছি, তাতে প্লে-অফের জায়গা আমাদের প্রাপ্য : বিরাট
নিজেদের হাতেই ছিল প্লে-অফের ভাগ্য ছিল। তা নিজেদের হাতেই রাখল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার জেরে ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে শেষ করল দিল্লি। আর ম্যাচ হারলেও প্লে-অফের টিকিট পেয়ে গেল ব্যাঙ্গালোর। তৃতীয় বা চতুর্থ স্থানে যেখানেই বিরাট কোহলি শেষ করবেন, তাঁদের প্রথম এলিমিনেটরে খেলতে হবে। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
DC vs RCB আপডেটস:
- পড়ে রইল শেষ আশা, কীভাবে প্লে-অফে উঠতে পারবে KKR?
- ব্যাটিংয়ের সময় কিছুটা খোলসের মধ্যে ছিল RCB, সব অঙ্ক মাথায় ছিল : বিরাট
- হেরেও প্লে-অফে কোহলিরা, মুম্বইয়ের সঙ্গে কোয়ালিফায়ার খেলবে দিল্লি
- ম্যাচের সেরা হলেন এনরিখ নোখিয়া।
- নিজেদের হাতেই ছিল প্লে-অফের ভাগ্য ছিল। তা নিজেদের হাতেই রাখল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার জেরে ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে শেষ করল দিল্লি। আর ম্যাচ হারলেও প্লে-অফের টিকিট পেয়ে গেল ব্যাঙ্গালোর। তৃতীয় বা চতুর্থ স্থানে যেখানেই বিরাট কোহলি শেষ করবেন, তাঁদের প্রথম এলিমিনেটরে খেলতে হবে।
- বিরাট কোহলি : এটা মিশ্র অনুভূতি। আমি টসের সময় বলছিলাম যে আমরা চেষ্টা করব এবং নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসার চেষ্টা থাকবে। সম্ভবত ১১ তম ওভারে দলের ম্যানেজমেন্টের তরফে ১৭.৩ ওভারের গণ্ডির বিষয়ে জানানো হয়। ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেলেও মাঝের ওভারগুলিতে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। আমরা যা খেলেছি, তাতে প্লে-অফের জায়গা আমাদের প্রাপ্য ছিল বলে আমি মনে করি।
- দু'দলেরই লক্ষ্য পূরণ হল। সাত উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় হয়ে প্লে-অফে গেল দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ আগামী ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে দিল্লি। আর প্রথম এলিমিনেটরের কার বিরুদ্ধে খেলতে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে ব্যাঙ্গালোরকে।
- ব্যাঙ্গালোরের ১৫২ রানের জবাবে এক ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি। ধাওয়ান করলেন ৪১ বলে ৫৪ রান। অজিঙ্কা রাহানে করলেন ৪৬ বলে ৬০ রান। এবারের আইপিএলে ব্যাট হাতে প্রথম ফর্মে ফিরলেন। তাও কিনা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে।
- পূর্ণ হল না কেকেআরের আশা। ১৭.৩ ওভার এবং ১৩৪ রানের গণ্ডি পার করে গেল ব্যাঙ্গালোর ও দিল্লি। তার ফলে দু'দলের নেট রানরেট কেকেআরের থেকে বেশি থাকল। আর দু'দলই প্লে-অফে উঠে গেল।
- সুযোগ দিলেন না বিরাট-শ্রেয়সরা, আজ প্লে-অফে উঠতে পারল না KKR
- ১৭ ওভারে দিল্লির স্কোর এক উইকেটে ১৩৪ রান।
- গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে ফিরলেন শিখর ধাওয়ান। চার মেরে অর্ধশতরান করলেন। ৩৭ বলে করলেন ৫০ রান।
- ১১ ওভারে দিল্লির স্কোর এক উইকেটে ৮৬ রান। কেকেআর চাইবে পরবর্তী ৬.৩ ওভারে সেই রান তুলে নিক দিল্লি। কিন্তু সেটা কি সম্ভব?
- পাওয়ার প্লে'তে দিল্লির স্কোর এক উইকেটে ৫২ রান। এখনও দুই স্পিনারকে আক্রমণে আনেননি বিরাট। আপাতত পাল্লা ভারী দিল্লির। ১৫ বলে ২৪ রান করেছেন শিখর। অজিঙ্কা রাহানে করেছেন ১১ বলে ১২ রান। একমাত্র আউট হয়েছেন পৃথ্বী শ। খেলার মতো বল ছিল না একেবারেই। এরকম বলে ব্যাটসম্যানের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনও উপায় নেই।
- ভালো শুরু দিল্লির। প্রথম ওভারে ১১ রান তুলল দিল্লি। দুটি দারুণ চার মারলেন শিখর ধাওয়ান।
- কত রান ও কত বল বাকি থাকতে হারলে আজই প্লে-অফে যাবে KKR?
- চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নিলেন নোখিয়া। তাঁর স্বদেশি রাবাডা নিলেন ২ উইকেট। দিলেন চার ওভারে দিলেন ৩০ রান।
- ২০ ওভারে সাত উইকেটে ১৫২ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ওভারের দ্বিতীয় বলেই রান আউট হয়ে যান এবি ডি'ভিলিয়ার্স। তার জেরে কমপক্ষে ১০ রান কম তুলতে পেরেছেন বিরাট কোহলিরা।
- সবে হাত খুলেছেন এবি ডি'ভিলিয়ার্স। নোখিয়াকে ছক্কাও মারেন। কিন্তু সেই ওভারে আউট হলেন পাড়িক্কাল এবং ক্রিস মরিস। রানের গতি বাড়াতে গিয়ে বোল্ড হলেন। আর একই কারণে মারকুটে মেজাজে শুরু করতে গিয়ে আউট হলেন মরিস। ১৭ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর চার উইকেটে ১১২।
- ১৩ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ১০৩ রান। অর্ধশতরান পূরণ করলেন পাড়িক্কাল। খুব একটা স্বচ্ছন্দে না থাকলেও ভালো খেলেছেন। বাকিরা যখন দাগ কাটতে ব্যর্থ হয়েছেন, তখন তিনি ইনিংয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন।
- ১৩ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৮৩ রান।
- কয়েকটা শটে দেখে মনে হচ্ছিল, ছন্দে আছেন। কিন্তু দলের রান কম হওয়ায় কিছুটা হতাশ লাগছিল। দ্রুত রান তুলতে গিয়ে আবারও স্টেপ-আউট করেন বিরাট। কিন্তু এবার কোনও ভুল করল না দিল্লি। ডিপ মিড-উইকেটে ভালো ক্যাচ নিলেন মার্কাস স্টইনিস। দুরন্ত বোলিং রবিচন্দ্রন অশ্বিনের। বিরাট করলেন ২৪ বলে ২৯ রান।
- ম্যাচ ছেড়ে দিলেন এনরিখ নোখিয়া? বাঁ-হাতি অক্ষর প্যাটেলের বিরুদ্ধে ক্রিজ থেকে বেরিয়ে বড় শট মারতে গেলেন। কিন্তু বলের কাছে পৌঁছাতে পারেননি। ফলস্বরূপ লং-অনে নোখিয়ার কাছে বল যায়। কিন্তু ধরতে পারলেন না। ৯.৫ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর এক উইতেটে ৬০ রান।
- কত রান বা কত ওভার বাকি থাকতে হারলে আজই প্লে-অফে চলে যাবে KKR?
- ৬ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর এক উিকেটে ৪০ রান। দেবদূত পাড়িক্কাল করেছেন ১৪ বলে ২১ রান। পাঁচ বলে ছ'রান করেছেন বিরাট কোহলি। ভালো শুরু করেছে দিল্লি। বেশি রান দেয়নি। তার মধ্যে জোস ফিলিপেকে আউট করেছে কাগিসো রাবাডা। একেবারেই ছন্দে লাগছিল না ফিলিপেকে। হাত খুলতে গিয়ে আউট হয়ে যান। করেন ১৭ বলে ১২ রান। তবে খুব একটা খারাপ শুরু করেনি ব্যাঙ্গালোর।
- ব্যাট হাতে নামলেন জোস ফিলিপে ও দেবদূত পাড়িক্কাল। বল হাতে ড্যানিয়েল স্যামস।
- টস জিতে কোহলিদের ব্যাট করতে ডাকলেন শ্রেয়স, দলে ফিরলেন বাংলার শাহবাজ
- টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
ময়দান খবর