
DC vs SRH: পরপর ইয়র্কারে মালিঙ্গা-বুমরাহদেরও পিছনে ফেললেন নটরাজন
১ মিনিটে পড়ুন . Updated: 30 Sep 2020, 12:26 AM IST- সানরাইজার্স তারকার বিষাক্ত ইয়র্কারের শিকার স্টইনিস।
লসিথ মালিঙ্গা অতীত। জসপ্রীত বুমরাহও চেনা ছন্দের ধারেকাছে নেই। এবার আইপিএলসে ইয়র্কার ডেলিভারির যথাযথ প্রয়োগ দেখা গেল টি নটরাজনের বোলিংয়ে।
সানরাইজার্স হায়দরাবাদের ২৯ বছর বয়সী বাঁ-হাতি পেসার দিল্লি ক্যাপিটালেসর তারকা ব্যাটসম্যানদের বিব্রত করলেন বিষাক্ত সব ইয়র্কারে। বিশেষ করে ডেথ ওভারে ইয়র্কারের যথাযথ ব্যবহারে নটরাজন দলের জয় নিশ্চিত করেন বলা যায়।
পাওয়ার প্লে'তে দু'ওভার বল করেন নটরাজন। নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন। তাঁর দ্বিতীয় ওভারে দিল্লি তোলে ৭ রান। দ্বিতীয় ওভারে শ্রেয়স আইয়ারকে একটি ইয়র্কার বল করেন তিনি।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে আসেন নটরাজন। ১০ রান খরচ করেন সেই ওভারে। উল্লেখযোগ্য বিষয় হল, নিজের তৃতীয় ওভারে ৪টি ইয়র্কার ডেলিভারি করেন তিনি।
ওয়ার্নার নটরাজনকে তাঁর শেষ ওভার বল করতে ডাকেন ম্যাচের একেবারে শেষ দিকে। ১৮তম ওভারে মাত্র ৭ রান খরচ করে নটরাজন তুলে নেন মার্কাস স্টইনিসের উইকেট। তিনি ওভারের ৫টি বল ইয়র্কার করেন। সুতরাং সব মিলিয়ে ৪ ওভারে ১০টি ইয়র্কার ডেলিভারি বেরোয় নটরাজনের হাত থেকে।
নটরাজনের ধারাবাহিকভাবে এমন ইয়র্কার বল করা দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। ব্রায়ান লারা এমন টানা ইয়র্কার বল করাকে ‘স্বতন্ত্র’ আখ্যা দেন। ব্রেট লি বলেন, ‘ডেথ ওভারে ইয়র্কারের ব্যবহার নটরাজনের থেকে শেখা উচিত।’
দেখুন ভিডিও: https://www.iplt20.com/video/210256/m11-dc-vs-srh-marcus-stoinis-wicket?tagNames=indian-premier-league