বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2023: ‘দল যেখানে বলবে সেখানেই ব্যাট করব,’ GT-র বিরুদ্ধে নামার আগে বললেন অজিঙ্কা

IPL 2023: ‘দল যেখানে বলবে সেখানেই ব্যাট করব,’ GT-র বিরুদ্ধে নামার আগে বললেন অজিঙ্কা

অজিঙ্কা রাহানে। ছবি- পিটিআই 

ভারতীয় দলে ব্রাত্য তিনি। জাতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে মনযোগ দিয়েছেন অজিঙ্কা রাহানে। রানও করেছেন। একটা সময় শুধুমাত্র ওপেন করতে দেখা যেত। কিন্তু এখন সেই জায়গা পাওয়া কার্যত কঠিন তাঁর কাছে। তাই আইপিএল শুরু করার আগে শুধু একটি নির্দিষ্ট জায়গায় নয়, যে কোনও জায়গায় নামতে প্রস্তুত হয়ে রয়েছেন তিনি।

শেষ কয়েক ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সূর্য পশ্চিম আকাশে একটু হেলে পড়লেই শুরু হয়ে যাবে ১৬তম আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। এবারের আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তবে তাঁর ফর্ম নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন। অবশ্য সেই সব সমালোচনায় খুব একটা কান দিতে চান না জিঙ্কস।‌ টুর্নামেন্ট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়ে দিলেন চারবার আইপিএল খেতাব জয়ী দলের জন্য তিনি যেকোনও জায়গায় খেলতে প্রস্তুত।

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের নতুন সদস্য রাহানে। অজিঙ্কা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনার হিসেবে যেমন খেলেছেন, তেমনই তিন এবং চার নম্বরেও ব্যাট করতে দেখা গিয়েছে সিনিয়র এই ব্যাটারকে। কিন্তু হলুদ বাহিনীতে ওপিংয়ের জায়গা আগে থেকেই ঠিক করা রয়েছে। ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়েকোয়াড় ওপেন করেন। সেই জায়গায় রাহানে যে ওপেনার হিসেবে খেলবেন না তা স্পষ্ট। সাংবাদিকদের মুখোমুখি হতেই ভারতীয় দলের প্রাক্তন সহঅধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, এই দলে আপনার ভূমিকা কি হতে চলেছে? রাহানে জবাব দেন, 'আমি এর আগে একজন ওপেনার হিসাবে খেলেছি। এর আগেও টি-টোয়েন্টি ফরম্যাটে আমি ব্যাটিং করেছি, তাই এখানে আমার ভূমিকার বিশেষ কিছু পার্থক্য থাকবে না। আমার টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক আমাকে যা বলবে স্বাভাবিকভাবেই তা করতে প্রস্তুত আমি। আমি যখনই সুযোগ পাব তখনই দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

রাহানেকে জিজ্ঞাসা করা হয়, এই বছর চেন্নাইয়ে যুক্ত আরও এক তারকা ক্রিকেটার বেন স্টোকস সম্পর্কে। ওপেনারের ভঙ্গিতে জবাব দিয়ে তিনি বলেন, 'আপনারা সকলে ম্যাচে দেখতে পাবেন। মাহি ভাই ওকে কেমন ভাবে ব্যবহার করছেন। সম্পূর্ণটাই মাহি ভাইয়ের মাথায় রয়েছে। মাহি ভাই বেনকে দারুণভাবে ব্যবহার করবে।'

রাহানে মনে করছেন ভালো ছন্দে আছেন তিনি। এই বিষয়ে আজিঙ্কা জানান, 'ব্যক্তিগতভাবে মনে করি, আমি ভালো ছন্দে রয়েছি। ভালো ব্যাট করেছি এবং ভালো ঘরোয়া মরশুম কাটিয়েছি। যখনই আমি সুযোগ পাই তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।'

রাহানে ফের মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, 'চেন্নাইয়ে এখনও পর্যন্ত অভিজ্ঞতা ভালই। আমরা আমাদের অনুশীলন সেশন অনেক আগে শুরু করেছি । চেন্নাই পরিবারের অংশ হতে খুব বেশি খুশি। মাহি ভাইয়ের সঙ্গে খেলছি, এটা আমার শেখার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমি অনেক বছর ধরে ভারতীয় দলে তাঁর অধিনায়কত্বে খেলেছি। কিন্তু চেন্নাইয়েতে এই প্রথম তাঁর অধীনে খেলব। মাহি ভাইয়ের অধীনে ফের খেলার জন্য অপেক্ষা করে রয়েছি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.