বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: আইপিএলে গড়াপেটার প্রস্তাব, তদন্তে BCCI-এর দুর্নীতি দমন শাখা

IPL 2020: আইপিএলে গড়াপেটার প্রস্তাব, তদন্তে BCCI-এর দুর্নীতি দমন শাখা

আইপিএল ট্রফি। ছবি- টুইটার।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিকেটারের কাছ থেকে তথ্য জানতে চায় জুয়াড়িরা।

ঠিক এই আশঙ্কাই করেছিল ICC। লকডাউনের পর দর্শকশূন্য স্টেডিয়াম খেলা হচ্ছে এবং ক্রিকেটাররা বায়ো-সিকিওর বাবলে থাকছেন বলেই জুয়াড়িরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারেন, এমন আশঙ্কার কথা সমস্ত বোর্ডকে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দুর্নীতি দমন শাখা।

ঠিক সেটাই ঘটল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আসরে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ব্যক্তির কাছ থেকে সন্দেহজনক প্রস্তাব পেয়েই বিসিসিআইয়ের অ্যান্টি কোরাপশন ইউনিটকে তা জানিয়েছেন এক ক্রিকেটার। এমন অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে বোর্ডের দুর্নীতি দমন শাখা।

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

এসিইউ প্রধান অজিত সিং সংবাদ সংস্থা পিটিআইকে ঘটনার সত্যতার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'হ্যাঁ, একজন প্লেয়ারকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা অভিযোগের উৎস খোঁজার চেষ্টার রয়েছি। আমাদের কিছুটা সময় লাগবে।'

প্রোটোকল অনুযায়ী কোন দলের কোন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছে, তা গোপন রাখা হয়েছে। তবে এটা জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট ক্রিকেটারের পরিচিত এক ব্যক্তি দলের অন্দরমহলের খবর জানতে চেয়েছিলেন তাঁর কাছ থেকে। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ক্রিকেটার তৎক্ষণাৎ তা অ্যান্টি কোরাপশন ইউনিটকে জানান।

এক বিসিসিআই কর্তা এপ্রসঙ্গে বলেন, ‘সবথেকে ভালো দিক হল, সংশ্লিষ্ট ক্রিকেটার সন্দেহজনক প্রস্তাব পাওয়া মাত্রই তা আধিকারিকদের জানিয়েছে। সব ক্রিকেটার এমনকি যারা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেও এসেছে, সবাই জানে এমন পরিস্থিতিতে কী করতে হয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন