শেষ লগ্নে পৌঁছে গিয়েছে আইপিএলের গ্রুপ পর্যায়। হাড্ডাহাড্ডি চলছে প্লে-অফে ওঠার লড়াই। তারইমধ্যে এবারের আইপিএলের প্লে-অফের সূচি ঘোষণা করল ভারতীয় বোর্ড (বিসিসিআই)। একইসঙ্গে কোন মাঠে প্লে-অফ ও ফাইনাল খেলা হবে, তাও জানানো হয়েছে।
আজ (রবিবার) সন্ধ্যায় বিবৃতি জারি বিসিসিআই জানিয়েছে, গ্রুপ লিগ শেষ হওয়ার পরদিন (৪ নভেম্বর) কোনও খেলা থাকবে না। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) প্রথম কোয়ালিফায়ার হবে। সেই লড়াইয়ে মুখোমুখি হবে লিগ তালিকার শীর্ষে থাকা দু'দল। পরদিন (৬ নভেম্বর) প্রথম এলিমিনেটরে নামবে তৃতীয় ও চতুর্থ দল। দ্বিতীয় কোয়ালিফার হবে ৮ নভেম্বর (রবিবার)। আর ফাইনালের তারিখ তো আগেই ঘোষণা করা হয়েছিল। তাতে কোনও পরিবর্তন করা হয়নি। আগামী ১০ নভেম্বর (মঙ্গলবার) হবে ত্রয়োদশ আইপিএলের ফাইনাল।
আপাতত (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ পর্যন্ত) কোনও দলই প্লে-অফের ছাড়পত্র পায়নি। তবে সেই দৌড়ে এগিয়ে আছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবাসরীয় সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবেন কায়রন পোলার্ডরা। ১২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১৬। তবে মুম্বই হেরে গেলে জমে যাবে প্লে-অফের লড়াই।
এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৪ পয়েন্ট)। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালোর। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ও ব্যাঙ্গালোর নিজেদের শেষ ম্যাচ হেরে যাওয়ায় লিগ টেবিল রীতিমতো জমে উঠেছে। এমনকী অঙ্কের হিসাবে প্লে-অফের দৌড়ে এখনও আছে চেন্নাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।