বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: স্টেডিয়ামের বাইরে ধোনির ছক্কা, বল কুড়িয়ে বাড়ির পথে হাঁটা লাগালেন স্থানীয় বাসিন্দা, দেখুন ভিডিও

IPL 2020: স্টেডিয়ামের বাইরে ধোনির ছক্কা, বল কুড়িয়ে বাড়ির পথে হাঁটা লাগালেন স্থানীয় বাসিন্দা, দেখুন ভিডিও

মহেন্দ্র সিং ধোনির মারা ছক্কার বল হাতে স্থানীয় বাসিন্দা। ছবি- পিটিআই/টুইটার।

ধোনি তিন ছক্কায় অনুরাগীদের মন কাড়লেও CSK হেরে যায় ম্যাচ।

অত্যন্ত সৌভাগ্যবান সন্দেহ নেই। সচরাচর মাঠে উপস্থিত থাকা দর্শকরা ভাগ্যক্রমে এমন স্মরক উপহার পেয়ে থাকেন তারকাদের কাছ থেকে। তবে মাঠে উপস্থিত না থেকেও যে এমন আইপিএলের স্মৃতিবিজড়িত উপহার পেয়ে যাবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি শারজার জনৈক বাসিন্দা 

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

দর্শকশূন্য গ্যালারিতে খেলা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। তাই ক্রিকেটপ্রেমীদের মাঠে ঢোকার অনুমতি নেই। এই অবস্থায় ম্যাচ বল বাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, ছক্কায় বল গ্যালারিতে পৌঁছলে তা হাতে নিয়ে পুনরায় মাঠের দিকে ছুঁড়ে দেওয়ারও সুযোগ নেই অনুরাগীদের সামনে। যদিও মাঠে না ঢুকেই রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের একটি বল স্মারক হিসেবে পেয়ে গেলেন এক ব্যক্তি।

শারজায় ম্যাচের শেষ ওভারে টম কারানের বলে ধোনি একটি বিশাল ছক্কা হাঁকান। বল স্টেডিয়ামের বাইরে গিয়ে রাস্তার উপর পড়ে। ক্যামেরায় ধরা পড়ে, এক স্থানীয় বাসিন্দা বলটি কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সংশ্লিষ্ট ব্যক্তির বল কুড়িয়ে নিয়ে যাওয়ার ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ভাগ্যবান একজন ব্যক্তি। দেখুন, ধোনির ছক্কা মারা বলটি কে পেলেন?'

ধোনি শেষবেলায় তিন ছক্কায় সমর্থকদের মন কাড়লেও চেন্নাই সুপার কিংস ম্যাচটি ১৬ রানে হেরে যায়। জয়ের জন্য সিএসকের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২১৭। তারা ২০০ রানের বেশি তুলতে পারেনি।

বন্ধ করুন