
IPL 2020: ‘ফাইনালে যেতে না পারা লজ্জার', স্বপ্বপূরণ না হওয়ায় ভেঙে পড়লেন কেন উইলিয়ামসন
১ মিনিটে পড়ুন . Updated: 10 Nov 2020, 08:09 AM IST- তিনি কার্যত একার হাতে লড়াইটা চালিয়েছিলেন।
শুভব্রত মুখার্জি
তিনি কার্যত একার হাতে লড়াইটা চালিয়েছিলেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে জেসন হোল্ডার পরে আবদুল সামাদকে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেও শেষ হাসি হাসতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এমনিতেও ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিয়ে আসতে তাঁর জুড়ি মেলা ভার। হারলেও তাঁর মুখে লেগে থাকে সর্বদা হাসি। আর ঠিক এই কারণেই সারা বিশ্বেই অত্যন্ত শ্রদ্ধা করা হয় তাঁকে। সমর্থকদের অত্যন্ত প্রিয়ও তিনি। লড়াই করেও আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছাতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ তিনি।
হতাশা প্রকাশ করে কেন উইলিয়ামসন বলেছেন, ‘ফাইনালে যেতে না পারা লজ্জার। তবে ছেলেরা যে রকম লড়াই করেছে, তা গর্ব করার মতোই।'
রবিবাসরীয় সন্ধ্যায় দিল্লির রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন ও আবদুল সামাদ পালটা লড়াই চালিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। উইলিয়ামসন বলেন, 'দিল্লি খুব শক্তিশালী দল। আমরা হারানো ছন্দ খোঁজার চেষ্টা করছিলাম, তেমন দিল্লিও সেই চেষ্টা করছিল। ওরা লড়াই করার মতো রান তুলেছিল। রান তাড়া করতে ঝুঁকি নিতেই হয়। আমাদের শুরুটা ভালো না হলেও জুটি তৈরি হয়েছিল। জেতার সুযোগও ছিল। ফাইনালে যেতে না পারা লজ্জার। ছেলেরা এই লড়াইয়ের জন্য গর্ব করতে পারে।'