বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: IPL-এ নয়া দলের পক্ষে রাহুল, তাতে কী লাভ হবে, ব্যাখ্যা করলেন দ্রাবিড়

IPL 2020: IPL-এ নয়া দলের পক্ষে রাহুল, তাতে কী লাভ হবে, ব্যাখ্যা করলেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড় (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

আইপিএলের একাধিক ভালো দিক তুলে ধরেন রাহুল দ্রাবিড়।

শুভব্রত মুখার্জি

কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগামী বছর আইপিএলে যুক্ত হতে পারে নয়া দল। বাড়তে পারে দলের সংখ্যা। অনেকের মত, আবার এই নতুন দল হবে আমদাবাদের। সূত্রের খবর, ২০২২-২৩ সালে নয়া দল যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু একটি গোষ্ঠী নাকি চতুর্দশ আইপিএলেই খেলতে ইচ্ছুক।

আগামী বছর আইপিএলে দলের সংখ্যা বাড়বে কিনা, তা সময় বলবে। সেই অবস্থায় প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ও মনে করেন, আইপিএলে দল সংখ্যা বৃদ্ধির এটা সঠিক সময়। কারণ দেশে এত প্রতিভা আছে য়ে দল বাড়ানোর কথা ভাবা যেতেই পারে। এখনও বহু ক্রিকেটার রয়েছেন যাঁরা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারছেন না। আইপিএলে দল বাড়লে তাঁদের জন্য একটা মঞ্চ তৈরি হবে। দ্রাবিড় বলেন, 'দেশে প্রতিভার কোনও অভাব নেই। আইপিএলে যদি দল বাড়ানো হয়, তাহলেও প্রতিযোগিতার মান পড়বে না।' 

আইপিএল শুরুর আগে রাজ্য ক্রিকেট সংস্থার উপরে নির্ভরশীল ছিলেন ক্রিকেটাররা। কারণ রঞ্জি ট্রফিতে রাজ্য দলে সুযোগ না পেলে আর কোনও রাস্তা খোলা থাকত না। রাহুল তেওটিয়ার উদাহরণ টেনে এনে দ্রাবিড় বলেন, 'হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি দলে সুযোগ পেত না তেওটিয়া। যুজবেন্দ্র চাহাল, অমিত মিশ্র ও জয়ন্ত যাদবের মতো স্পিনার থাকায় ও কোথায় খেলবে? আইপিএল মঞ্চ ওকে সেই সুযোগ করে দিয়েছে এবং সেখান থেকে খেলেই ও উঠে এল।'

দ্রাবিড় মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা একমাত্র আইপিএল তুলে ধরতে পারে। তিনি বলেন, ‘কোচ হিসেবে ক্রিকেটার তৈরি করার কাজ আমাদের। কিন্তু একজন ক্রিকেটার তৈরি হয় তার অভিজ্ঞতার মাধ্যমে। যেমন দেবদূত পাড়িক্কাল বিরাট কোহলি ও এবি ডি'ভিলিযার্সকে পাশে পেয়ে অনেক শিখতে পেরেছে।' 

আইপিএলের আরও একটি ইতিবাচক দিক তুলে ধরেন দ্রাবিড়। টি নটরাজনের উদাহরণ দিয়ে দ্রাবিড় বোঝান, 'তরুণ বাঁ-হাতি পেসার কিন্তু শুধুমাত্র ইয়র্কারে উন্নতি করে ভারতীয় দলে সুযোগ পেল। উন্নতির নেপথ্যে কোচেদের পরিশ্রম তো রয়েছে। অবদান রয়েছে ডিজিটাল প্রক্রিয়ারও। ভিডিয়ো বারবার দেখেই ও বুঝতে পেরেছে, ইয়র্কার ভালো করে রপ্ত করতে পারলে ওর উন্নতি নিশ্চিত।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন