
IPL 2020: অবশেষে হার্দিকের হাত ধরে আইপিএলের মঞ্চে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'
১ মিনিটে পড়ুন . Updated: 26 Oct 2020, 12:33 PM IST- রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলার পর প্রতিবাদে সামিল হন পান্ডিয়া।
শুভব্রত মুখার্জি
আমেরিকার বুকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নৃশংসভাবে এক পুলিশ অফিসার হত্যা করার পরেই সারা বিশ্ব জুড়ে জন্ম নেয় 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন। শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় সব ক্ষেত্রের মানুষ সামিল হয়েছেন এই প্রতিবাদে। ক্রিকেটের মঞ্চও মুখ ফিরিয়ে থাকেনি এই ক্যাম্পেন থেকে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড সিরিজে এই আন্দোলনের বহিঃপ্রকাশ দেখা গেলেও পরবর্তী সিরিজগুলোতে এই আন্দোলন অবহেলিত হয়। এমনকি কোটিপতি লিগ আইপিএলের মঞ্চেও এই আন্দোলন উপেক্ষিত ছিল এতদিন।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
এই নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক তথা সানরাইজার্স হায়দরাবাদ দলের সদস্য জেসন হোল্ডার। তবে এবার তাঁর সেই আক্ষেপ দূর করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ৬০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। ওই ম্যাচেই হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে নিজের প্রতিবাদ জানান হার্দিক। পরে সেই ছবি টুইট ও করেন তিনি।