বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: ৪০ বলে সেঞ্চুরি করা কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলে নিল KKR

IPL 2020: ৪০ বলে সেঞ্চুরি করা কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলে নিল KKR

টিকেআরের জার্সিতে সেফার্ত। ছবি- গেটি ইমেজেস।

চোট পেয়ে ছিটকে যাওয়া আলি খানের পরিবর্ত হিসেবে নাইট রাইডার্সে যোগ দিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার।

প্রত্যাশা মতোই কেকেআর দলে যোগ দিলেন টিম সেফার্ত। কলকাতার তরফে কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যানের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।

চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া মার্কিন পেসার আলি খানের পরিবর্তে সেফার্তকে দলে নিল নাইট রাইডার্স।

(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের আঙিনায় ঢুকে পড়ে ইতিহাস গড়েছিলেন আলি খান। ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নির পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছিল কলকাতা। তবে মার্কিন পেসারের আইপিএল খেলা হয়নি শেষ পর্যন্ত। সিপিএল খেলে সরাসরি আবু ধাবিতে কেকেআর শিবিরে যোগ দিলেও চোটের জন্য মাঠে নামা সম্ভব হয়নি তাঁর। নির্ধারিত সময়ের মধ্যে চোট সেরে ওঠা সম্ভব নয় বুঝে কেকেআর তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।

আলি খানের বদলি হিসেবে কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যানের কেকেআরে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল ক'দিন আগেই। শেষমেশ ফ্র্যাঞ্চাইজির তরফে সেই খবরে সিলমোহর দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেফার্তকে দলে নেওয়ার কথা ঘোষণা করে কেকেআর।

সীমিত ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ সেফার্ত নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সেফার্ত মোট ৯৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৫.০০ গড়ে সংগ্রহ করেছেন ১৭৭৫ রান।

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে অকল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সেফার্তের। ওদেশের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন