বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: এটাই কি শেষ ম্যাচ? ধোনিকে কেন এমন প্রশ্ন করেন, জানালেন মরিসন

IPL 2020: এটাই কি শেষ ম্যাচ? ধোনিকে কেন এমন প্রশ্ন করেন, জানালেন মরিসন

মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল। ছবি- আইপিএল।

এবারের মতো আইপিএল অভিযান শেষ করার পর অনুরাগীদের আশ্বস্ত করেন চেন্নাই অধিনায়ক।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচে টসের সময় মহেন্দ্র সিং ধোনিকে অবধারিত একটি প্রশ্ন করে বসেন ড্যানি মরিসন। চেন্নাই অধিনায়ককে তিনি জিজ্ঞাসা করেন, হলুদ জার্সিতে কি এটাই তাঁর শেষ ম্যাচ? উত্তরে ধোনি স্পষ্ট জানিয়ে দেন, ‘অবশ্যই না।’

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

ধোনির এই উত্তরে কার্যত খুশির ঝড় বয়ে যায় তাঁর কোটি কোটি অনুরাগীদের মনে। সোস্যাল মিডিয়ায় ধোনি তথা চেন্নাই সমর্থকরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁদের প্রিয় নায়ক পরের আইপিএলেও মাঠে নামবেন, এটা জানার পর।

পরে স্টার স্পোর্টসে মরিসন জানান, কেন তিনি ধোনিকে এমন প্রশ্ন করে। ড্যানির ধারণা, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ধোনির কোটি কোটি অনুরাগীরা এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তাই তাঁদের জন্য তিনি ধোনিকে এমন অবধারিত প্রশ্ন করেন। কেননা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ধোনি পরের মরশুমে আইপিএল খেলবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সমর্থকদের মনে।

মরিসন বলেন, ‘এই প্রশ্নটা করা অবসম্ভাবী ছিল। এই মরশুমে সিএসকে তাদের অভিযান শেষ করছে। আমার মনে হয় সারা বিশ্বে ধোনির প্রচুর অনুরাগী এটা জানতে চায় যে, ধোনি নিজের মধ্যে কি আরও একটা মরশুম দেখতে পাচ্ছেন?’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন