বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KKR: যুবরাজের ব্যাট নিয়ে IPL মাতাচ্ছেন শুভমন গিল!

KKR: যুবরাজের ব্যাট নিয়ে IPL মাতাচ্ছেন শুভমন গিল!

যুবরাজ সিং ও শুভমন গিল। ছবি- টুইটার।

YouWeCan-এই লোগো দেখা যেত তারকা অল-রাউন্ডারের ব্যাটে।

গত মরশুমে শুভমন গিলকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল কেকেআরে। এবছর সুনীল নারিনের সঙ্গে নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামছেন শুভমন। টিম ম্যানেজমেন্ট নতুন ওপেনিং জুটি নিয়ে অত্যন্ত আশাবাদী। যদিও নারিন পরিচিত ছন্দে ধরা দেননি এখনও পর্যন্ত। গিল অবশ্য টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন। ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত হাফ-সেঞ্চুরি ছাড়াও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যকরী ইনিংস খেলেছেন।

দু'টি ম্যাচে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন গিল। তরুণ ওপেনারের ব্যাটিং নিয়েই শুধু নয়, আইপিএলে চর্চা শুরু হয়েছে তাঁর ব্যাট নিয়েও। আসলে চলতি আইপিএলে গিল প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিংয়ের ব্যাট নিয়ে রং ছড়াচ্ছেন বলে জানা গিয়েছে।

হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলার পর সোশ্যাল মিডিয়ায় যুবরাজই দৃষ্টি আকর্ষণ করেন শুভমনের ব্যাট নিয়ে। গিলের ব্যাটে রয়েছে যুবরাজের ক্যান্সার ফাউন্ডেশন ইউ উই ক্যান-এর লোগো ও নাম। এই স্টিকার দেখা যেত স্বয়ং যুবির ব্যাটেই।

টুইটারে যুবরাজ তরুণ নাইট তারকাকে জিজ্ঞাসা করেন, 'দারুণ ব্যাট মিটার গিল। কার ব্যাট এটা?' উত্তরে গিল লেখেন, 'সেটা আপনিই আমাকে বলুন পাজি।'

এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যুবরাজকে ট্যাগ করে শুভমন গিলের ব্যাটের ছবি পোস্ট করে। নাইট রাইডার্সের তরফে জানতে চাওয়া হয়, শুভমনের ব্যাট তাঁর পছন্দ কিনা। টুইটারে লেখা হয়, 'হে যুবস্ট্রং, আমাদের শুভমনের ব্যাট পছন্দ?'

যুবরাজ মজা করে রিপ্লাই দেন, 'ওদের ভালোবাসি। ওরা আমার কিট ব্যাগে থাকতে অভ্যস্ত ছিল। তবে এখন ওগুলো সব নিয়ে নেওয়া হয়েছে। আমি অবাক হচ্ছি কে ওগুলো নিয়েছে?'

প্রসঙ্গ টেনে কেকেআর উত্তর দেয় যুবিকে। তারা লেখে, 'চিন্তা করবেন না, ওগুলো নিরাপদ হাতেই রয়েছে।'

যুবরাজ সিংকে শুভমন গিলের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে আগেই। সেই সময়েই তরুণ ক্রিকেটারকে নিজের ব্যাট দিয়ে থাকতে পারেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার।

সুতরাং, চলতি আইপিএলে যুবরাজের ব্যাটিং দেখার উপায় না থাকলেও শুভমনের হাতে যুবির ব্যাট দেখতে পাওয়া যাবে নিশ্চিত। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ব্যাট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন শাহিদ আফ্রিদি। এবার আইপিএলে তেমন কিছু চোখে পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.