KKR vs KXIP: বাংলার ঘরের ছেলে শামি জোরালো ধাক্কা দিলেন কলকাতা শিবিরে
1 মিনিটে পড়ুন . Updated: 26 Oct 2020, 08:34 PM IST- একদা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা তারকা পেসারের আগুনে বোলিংয়ে বেসামাল কেকেআর।
বাংলার নির্ভরযোগ্য পেসার জোর ধাক্কা দিলেন কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে। মহম্মদ শামির জোরালে ধাক্কায় শারজায় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর শুরুতেই বেসামাল হয়ে পড়ে।
এই মুহূর্তে কেকেআর দলে বাংলার কোনও প্রতিনিধি নেই। অথচ একটা সময় শামি নিজেই মাঠে নেমেছেন নাইট রাইডার্সের জার্সিতে। পরে অবশ্য টিম ইন্ডিয়ার তারকা পেসারকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি নাইট রাইডার্স।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
এহেন একদা ঘরের ছেলেই শারজায় শুরুতেই জোড়া উইকেট তুলে নেন কলকাতার। নিজের প্রথম ওভারে বল করতে এসে শামি চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে রাহুল ত্রিপাঠী ও দীনেশ কার্তিকের উইকেট তুলে নেন। দু'জনেই নিখুঁত আউট স্যুইংয়ে ব্যাটের কানা লাগিয়ে উইকেট কিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা দেন।
পরে শামি ফিরিয়ে দেন ছন্দে থাকা শুভমন গিলকে। গিল হাফ-সেঞ্চুরি করে হাত খোলার ইঙ্গিত দিচ্ছিলেন সবে মাত্র। শামির বলে গিলের ক্যাচ ধরেন নিকোলাস পুরান। টিম ইন্ডিয়ার তারকা পেসার শেষমেশ ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।