বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KKR vs MI-রোহিতের রোশনাইয়ে ম্লান কেকেআর,৪৯ রানে প্রথম ম্যাচে হার
রোহিত শর্মা

KKR vs MI-রোহিতের রোশনাইয়ে ম্লান কেকেআর,৪৯ রানে প্রথম ম্যাচে হার

হার দিয়ে আইপিএল ১৩ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। মরুশহরে অবশেষে সাপমুক্তি মুম্বই ইন্ডিয়ানসের। 

ফের আইপিএল যুদ্ধে মুম্বইয়ের কাছে হারল কলকাতা। কার্যত একপেশে ম্য়াচে দীনেশ কার্তিকের দলকে ৪৯ রানে হারাল রোহিত শর্মাই মুম্বই ইন্ডিয়ানস। ব্যাটিং বা বোলিং, কোনওটাতেই দাগ কাটতে পারেন কলকাতা নাইট রাইডার্স। কার্যত খেলাতেই ছিল না তারা। ম্যাচের স্কোর সেটারই প্রতিফলন। আইপিএলের সব আপডেট দেখুন এখানে। 

23 Sep 2020, 11:56:12 PM IST

কেকেআরের টপ স্কোরার কামিন্স

১১ বলে ঝোড়ো ৩৩ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ কার্তিক, ৩০। কিন্তু এদিন ব্যাটিংয়ে একেবারেই ব্যর্থ তারা। রান রেটের চাপ নিতে পারেননি কেউ। বোলিংয়েও মাভি ও নারিন ছাড়া বলার মতো কেউ কিছু করেননি। আগামী ম্যাচে যে প্রথম একাদশে কিছু বদল আসতে পারে, এটা বলেই দেওয়া যায়। 

23 Sep 2020, 11:52:38 PM IST

ব্যাটিং, বোলিংয়ে অনবদ্য মুম্বই

ব্যাটিংয়ে দাপট দেখালেন রোহিত (৮০) ও সূর্য কুমার যাদব (৪৭)। বোলিংয়ে মুম্বইয়ের হয়ে দুুটি করে উইকেট নিলেন বুমরাহ, বোল্ট, চাহার ও প্যাটিনসন। একটি নিলেন পোলার্ড। আগের ম্যাচে মার খেলেও এদিন অনবদ্য ফিরলেন বুমরাহ। যদিও চতুর্থ ওভারে ২৭ রান খাওয়ায় কিছুটা খারাপ হল তাঁর পরিসংখ্যান (২-৩২)। 

23 Sep 2020, 11:42:42 PM IST

৪৯ রানে হার

৯ উইকেটে ১৪৬ রানে ইনিংস শেষ করল কেকেআর। ৪৯ রানে বড় জয় পেল মুম্বই। প্রথম ম্যাচে হারের পর দারুন প্রত্যাবর্তন। অন্যদিকে শুরুটা একেবারেই ভালো হল না কেকেআরের। অনেক প্রশ্ন এখন থাকবে কার্তিক ও ম্যাককালামের মনে। 

23 Sep 2020, 11:34:36 PM IST

আউট কামিন্স

১১ বলে ৩৩ রান করে প্যাটিনসনের বলে মারতে গিয়ে আউট হলেন কামিন্স। কেকেআরকে কিছুটা সম্মানজনক স্কোরে নিয়ে গেল তাঁর মারকুটে ইনিংস। ১৯ ওভার শেষে কেকেআর ১৪২-৮। 

23 Sep 2020, 11:32:30 PM IST

বুমরাহকে চারটি ছয় মারলেন কামিন্স

খেলা প্রায় শেষ কিন্তু হাল ছাড়ছেন না কামিন্স। ১৮ তম ওভারে এল ২৭ রান, এরমধ্যে চারটি ছয় মারলেন কামিন্স। ১৮ ওভারে ১৩৯-৭ কেকেআর। 

23 Sep 2020, 11:24:58 PM IST

আউট নায়েক

চালাতে গিয়ে ডিপে ক্যাচ দিয়ে আউট হলেন নায়েক। আউট করলেন বোল্ট। ১০৩-৭। মাভি ও কামিন্স চালিয়ে দুটি চার মারলেন। ১৭ ওভার শেষে ১১২-৭

23 Sep 2020, 11:20:58 PM IST

আউট মর্গ্যান

বুমরাহর স্লোয়ার অফকাটারকে চালাতে গিয়ে এজ লাগল মর্গ্যানের। সহজ ক্যাচ নিলেন ডি কক। ১০১-৬ এখন কেকেআর। ১৬ রান করলেন ইংল্যান্ড অধিনায়ক। দুই রান দিয়ে দুই উইকেট নিলেন বুমরাহ। 

23 Sep 2020, 11:15:40 PM IST

আউট রাসেল

১১ বলে ১১ রান করে আউট রাসেল। বুমরাহর অনবদ্য ইয়র্কারের কোনও জবাব ছিল না তাঁর কাছে। আউট তিনি খুব সহজেই। ১০০-৫ কেকেআর।

23 Sep 2020, 11:13:49 PM IST

১৫ ওভারে ১০০-৪

শেষ পাঁচ ওভারে চাই ৯৬। ক্রিজে কেকেআরের সেরা দুই খেলোয়াড় মরগ্যান ও রাসেল। কিন্তু তাদের জন্যও কি আস্কিং রেটটা বেশি শক্ত না। সেই প্রশ্নের উত্তর মিলবে জলদি। এখনও পর্যন্ত মুম্বই অনেকটা এগিয়ে। 

23 Sep 2020, 11:03:51 PM IST

বুমরাহর ওভারে মাত্র ৪ রান

১৩ ওভারে ৮২-৪। বুমরাহর বল মর্গ্যানের গায়ে লেগে উইকেটে লাগল, কিন্তু বেল পড়ল না। হতাশ বুমরাহ, মৃদু হাসি মর্গানের। ম্যাচে যদিও অনেকটা এগিয়ে মুম্বই। 

23 Sep 2020, 11:03:52 PM IST

আউট রানা

মারতে গিয়ে আউট হলেন নীতিশ রানা। জোরে চালিয়ে ছিলেন তিনি। বাউন্ডারিতে অনবদ্য ক্যাচ নিলেন হার্দিক। ১৮ বলে ২৪ করলেন রানা। ১২ ওভারে ৭৮-৪ এখন কেকেআর।

23 Sep 2020, 10:48:19 PM IST

আউট কার্তিক

ক্রস চালাতে গিয়ে উইকেটের সামনে পা, এলবি হলেন কার্তিক। ৩০ রানে আউট তিনি রাহুল চাহারের বলে। রাসেল নয় এসেছেন মর্গ্যান। ১১ ওভার শেষে ৭২-৩। 

23 Sep 2020, 10:45:49 PM IST

১০ ওভারে ৭১-২

মাত্র সাত রান এল ওভার থেকে। আস্কিং রেট ক্রমশই বাড়ছে। নীতিশ নটআউট ২৪ ও কার্তিক ৩০ রানে। 

23 Sep 2020, 10:36:56 PM IST

গতি বাড়চ্ছে কেকেআর

ক্রুনালের প্রথম ওভার থেকে এল ১০ রান  । চার মারলেন উভয় কার্তিক ও রানা। ৯ ওভারে ৬৪-২ কেকেআর। 

23 Sep 2020, 10:33:10 PM IST

১৩ রানের ওভার

৮ ওভার শেষে ৫৪-২। কার্তিক নট আউট ২২ রানে, নীতিশ ১৬ রানে। কিন্তু আস্কিং রেট প্রায় ডজন এখন। খেলায় পিছিয়ে কলকাতা।

23 Sep 2020, 10:23:10 PM IST

৬ ওভারে ৩৩-২

নতুন ব্যাটার নীতিশ রানা প্রথম ওভারেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন রাহুল চাহারকে। এরকম আরও অনেক ছক্কা চাই এই ম্যাচ জিততে গেলে। 

23 Sep 2020, 10:18:00 PM IST

আউট নারিন

চালাতে গিয়ে আপার এজ লাগল প্যাটিনসনের বলে। দারুন ক্যাচ ধরলেন ডি কক। দশ বলে নয় রান করে আউট নারিন। ৫ ওভারে ২৫-২ কেকেআর। 

23 Sep 2020, 10:11:20 PM IST

বেঁচে গেলেন নারিন

কার্তিক-নারিনের মধ্যে ভুল বোঝাবুঝি, খুব কঠিন একটি রান নিতে গিয়ে একটুর জন্য বাঁচলেন নারিন। এটি তৃতীয় বলে। তারপর চতুর্থ বলে ফের পুনরাবৃত্তি, ক্রিজের বাইরে ছিলেন নারিন, উইকেটে লাগাতে পারলেন না পোলার্ড। এক রান এল চতুর্থ ওভারে। ভালো শুরু বুমরাহর, ৪ ওভারে ১৯-১ 

23 Sep 2020, 10:06:04 PM IST

আউট শুভমন

অনবদ্য চার মারার পরের বলেই বোল্টকে পুল করেতে গিয়ে আউট হলেন শুভমন। মাত্র সাত রান করেই পোলার্ডের হাতে মিড উইকেটে ক্যাচ আউট হলেন তিনি। নতুন ব্যাটার কার্তিক এসেই চার মারলেন। ১৮-১, ৩ ওভার শেষে। 

23 Sep 2020, 10:02:43 PM IST

৮-০, ২ ওভারে

প্যাটিনসনকে ফ্লিক করে দুর্দান্ত ছয় মারলেন নারিন। 

23 Sep 2020, 09:56:52 PM IST

ওপেনিংয়ে শুভমন ও সুনীল নারিন

বোল্টের প্রথম ওভার মেডেন গেল। খুবই তাঁকে সম্মানের সঙ্গে খেললেন শুভমন।

23 Sep 2020, 09:47:41 PM IST

শেষ দিকে কিছুটা ধরে রাখল কলকাতা

রোহিত ৮০ ও সূর্য ৪৭ করলেও পরের দিকে বেশি রান করতে পারল না মুম্বই। সৌরভ ২১, হার্দিক ১৮ ও পোলার্ড অপরাজিত ১৩ করেন। কিন্তু শেষে যে গতিবৃদ্ধির আশায় ছিল তারা, সেটা হয়নি। কৃতিত্ব দিতে হবে কলকাতার বোলারদেরও। নারিন ৪ ওভার করলেন ২২ রান দিয়ে এক উইকেট নিয়ে। মাভি চার ওভার করেন ৩২ রান দিয়ে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। দুটি ক্যাচ নিলেও ৩ ওভারে ৪৯ দিলেন কামিন্স, যেটা তিনি ভুলতে চাইবেন। 

23 Sep 2020, 09:42:48 PM IST

শেষ ওভারে ১৩

কামিন্স নয় মাভি করলেন শেষ ওভার। খুব খারাপ করলেন না তিনি। ৪ ওভারে ২ উইকেটে ৩২ দিলেন তিনি। 

23 Sep 2020, 09:29:23 PM IST

১৯তম ওভারে মাত্র চার রান

দুর্দান্ত বল করলেন রাসেল। আউট হলেন হার্দিক। মারতে পারলেন না পোলার্ড। ১৯ ওভারে ১৮২-৫ 

23 Sep 2020, 09:25:52 PM IST

আউট হার্দিক

হিট উইকেট হলেন হার্দিক পান্ডিয়া। ১৮ রানে নিজেই উইকেটে ব্যাট মেরে আউট হলেন তিনি। ১৮০-৫

23 Sep 2020, 09:22:25 PM IST

আউট রোহিত

মাভির ফুলটসকে মাঠের বাইরে পাঠাতে পারলেন না রোহিত। ৫৪ বলে ৮০ করলেন রোহিত। তিনটি চার ও ছটি অনবদ্য ছক্কা ছিল তাঁর ইনিংসে। ১৮ ওভার শেষে মুম্বই ১৭৮-৪। ১৭ রানে অপরাজিত হার্দিক।  নতুন ব্যাটসম্যান পোলার্ড। 

23 Sep 2020, 09:13:55 PM IST

৩ ওভারে ৪৯ রান দিলেন কামিন্স

কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার আজ পুরো ফ্লপ। ১৭ তম ওভারে একটি চার ও একটি ছয় মারলেন তাঁকে নতুন ব্যাটার হার্দিক। ১৭ ওভার শেষে ১৬৮-৩। ১৯ রান এল এই ওভার থেকে। 

23 Sep 2020, 09:05:28 PM IST

১৬ ওভারে ১৪৮-৩

নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। একটু দেখে নিচ্ছেন। সেই সুযোগে ভালো ওভার করলেন নারিন। ৪ ওভারে ১ উইকেট নিয়ে ২২ রান দিলেন তিনি। 

23 Sep 2020, 08:59:10 PM IST

আউট সৌরভ

১৩ বলে ২১ করে আউট সৌরভ তেওয়ারি। নারিনকে ছয় মারতে গিয়ে প্যাট কামিন্সের তালুবন্দি। ১৪৭-৩। 

23 Sep 2020, 08:58:01 PM IST

১৫ রান কামিন্সের ওভারে

একে রোহিতে রক্ষা নেই, তারপর সৌরভ। কামিন্সকে প্রথমে চার, পরের বলে ছক্কা মারলেন তিনি। ১৫ ওভারে ১৪৭-২। 

23 Sep 2020, 08:51:24 PM IST

২০০ আইপিএল ছয় রোহিতের

কুলদীপের শেষ ওভারে দুটি ছয় মারলেন রোহিত। অনবদ্য ফর্মে আছেন হিটম্যান। ৪৭ বলে ৭০ নট আউট তিনি। মেরেছেন হাফ ডজন ছয়।  ৪ ওভারে ৩৯ রান দিলেন কুলদীপ। ১৪ ওভার শেষে মুম্বই ১৩২-২

23 Sep 2020, 08:44:48 PM IST

১৩ ওভারে ১১৫-২

কেন বিগ হিটারকে পাঠালো না মুম্বই, সেই নিয়ে আলোচনা চলছে। রোহিত অবশ্য নিজের মনে মেরে চলছেন। ৪৩ বলে ৫৬ রানে নট আউট রোহিত। পাঁচ রানে অপরাজিত সৌরভ তেওয়ারি। 

23 Sep 2020, 08:37:15 PM IST

রোহিতের ৫০

৩৯ বলে ৫১ রানে অপরাজিত রোহিত। ১২ ওভারে শেষে ২ উইকেটে ১০৫ করেছে মুম্বই। কিন্তু শেষ কয়েক ওভারে কিছুটা হলেও খেলায় ফিরেছে কেকেআর। ম্যাককালাম বলছেন, দুশো টার্গেট ধরে তাঁরা চলছেন। তার থেকে কমে মুম্বইকে কেকেআর আটকাতে পারে কি না, সেটাই দেখার। 

23 Sep 2020, 08:31:57 PM IST

আউট সূর্য

দুই রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি, মর্গ্যানের ভালো থ্রোতে বিপাকে পড়লেন সূর্য কুমার যাদব। ২৮ বলে ৪৭ করে আউট হলেন তিনি। ছটি চার ও একটি ছয় মারেন তাঁর ইনিংসে।১১ ওভারে ৯৯-২

23 Sep 2020, 08:27:02 PM IST

১০ ওভার শেষে ৯৪-১

কিছুটা হলেও কুলদীপ ও নারিন একটু নিয়ন্ত্রণ পেয়েছেন। নবম ওভারে পাঁচ ও দশম ওভারে ছয় হল। কিন্তু উইকেট দরকার কলকাতার। মুম্বইয়ের হয়ে রোহিত ও সূর্য ৪৫ রানে অপরাজিত। 

23 Sep 2020, 08:14:14 PM IST

১১ রান অষ্টম ওভারে

প্রথম ওভারে সুবিধা করতে পারলেন না কুলদীপও। দুর্ধষ ইনসাইড আউটে ছয় মারলেন সূর্য। ৮ ওভারে ৮৩-১

23 Sep 2020, 08:08:28 PM IST

ফের হারাল বল

রাসেলের বলে চার, ছয়। বল মাঠের বাইরে। এই নিয়ে তৃতীয় বল হারাল। ৭ ওভারে ৭২-১।৩৯ রানে রোহিত, ৩০ রানে সূর্য অপরাজিত।  

23 Sep 2020, 08:03:52 PM IST

দাপট মুম্বইয়ের 

নারিনকেও সহজেই মারছেন মুম্বইয়ের ব্যাটাররা। ৬ ওভার শেষে ৫৯-১। রোহিত  অপরাজিত ২৭ রানে, সূর্যকুমার ২৯ রানে। ইতিমধ্যেই তিনটি ছয় মেরেছেন রোহিত। 

23 Sep 2020, 07:58:22 PM IST

বোলিংয়ে কামিন্স

একটু শর্ট বল, অক্লেষে ছয় মারলেন রোহিত শর্মা। পঞ্চম বলে ফের একটু শর্ট, আবার ছয় মারলেন রোহিত। ৫ ওভার শেষে ৪৮-১

23 Sep 2020, 07:52:45 PM IST

৪ ওভারে ৩৩-১

১৮ রানে অপরাজিত সূর্য, ১৩ রানে রোহিত। ধীরে ধীরে হাত খুলছেন তাঁরা। আরেকটি উইকেটের খোঁজে কেকেআর। 

23 Sep 2020, 07:47:53 PM IST

সন্দীপের ওভারে চারটি চার

প্রথম চারটি এল ইনসাইড এজ থেকে। কিন্তুু তারপরের চারটি লেগে বল ছিল, সহজে মারলেন সূর্যকুমার। এরপর অফের বাইরে দিশাহীন বল, ভুল করলেন না তিনি। শেষ বলে ফের প্যাডে বল, বাউন্ডারিতে পাঠালেন তিনি। ৩ ওভারে ২৪-১

23 Sep 2020, 07:39:50 PM IST

আউট ডি কক

মাভির বলে ক্রস চালাতে গিয়ে নিখিল নায়েকের হাতে ধরা পড়লেন ডি কক। মাত্র এক রানেই আউট তিনি। বড় উইকেট পেলেন তরুণ মাভি। ৮-১, মুম্বই। মেডেন করলেন মাভি, নাজেহাল করলেন রোহিতকে

23 Sep 2020, 07:37:42 PM IST

৮-০, ১ ওভারে

ভালো বল করলেন সন্দীপ। পরাস্তও করলেন রোহিতকে। কিন্তু ষষ্ঠ বল ওয়াইড হল। তারপর ফের যে বলটি করলেন সেটিকে কভারের ওপর দিয়ে ছয় মারলেন রোহিত। 

23 Sep 2020, 07:10:11 PM IST

মুম্বই ইন্ডিয়ানস অপরিবর্তিত 

প্রথম ম্যাচে হারলেও একাদশ বদলাল না মুম্বই। অর্থাৎ জায়গা হল না কুল্টার নাইলের। 

23 Sep 2020, 07:09:21 PM IST

বোলিং করবেন রাসেন

কেকেআরের চার বিদেশি হল মর্গান, কামিন্স, রাসেল ও নারিন। এরা চারজনেই ব্যাট ও বল করতে পারবেন বলে জানান কার্তিক। অর্থাৎ চোটের জন্য সিপিএলে বোলিং না করলেও প্রয়োজনে এখানে বল করবেন তিনি। অনেকে আশা করলেও প্রথম একাদশে নেই নাগারকোটি। আছেন সন্দীপ ওয়ারিয়ার। এছাড়াও ভারতীয়দের মধ্যে আছেন শুভমন গিল, নীতিশ রানা, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, নিখিল নায়েক ও শুভম মাভি। 

23 Sep 2020, 07:04:53 PM IST

টসে জিতে ফিল্ডিং

এই টুর্নামেন্টের ট্রেন্ড মেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিনেশ কার্তিক। রাতে কুয়াশা কতটা ফ্যাক্টর হয়ে সেটা দেখার। 

23 Sep 2020, 07:04:03 PM IST

দুই দলের রেকর্ড

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড নিতান্ত একতরফাভাবে ঝুঁকে পল্টনদের দিকে। এপর্যন্ত আইপিএলে দু'দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে ২৫টি ম্যাচে। যার মধ্যে মুম্বই জিতেছে ১৯টি ম্যাচ। কেকেআর মোটে ৬ বার হারাতে পেরেছে পল্টনদের। শতকরা হিসাবে আইপিএলের বাকি দলগুলির তুলনায় কলকাতার বিরুদ্ধেই রোহিত শর্মাদের জয়ের রেকর্ড সবথেকে ভালো। জানুন বিস্তারিত

23 Sep 2020, 07:02:06 PM IST

আবু ধাবিতে ম্যাচ, বিগ হিটারদের ওপর ফোকাস

এখনও পর্যন্ত যা দেখা গিয়েছে আবু ধাবির বড় মাঠে ছয় মারা অতটা সোজা নয়। কিন্তু এক দলে আছে রাসেল, তো অন্য দলে পোলার্ড। রাসেল তো আবার প্র্যাকটিসে ক্যামেরাও ভেঙেছেন। কিন্তু মাঠে ২২ গজে কি হয়, সেটাই দেখার। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে? টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ KKR-এর ওপেনিং জুটি, RR-এর বোলিং বিভাগ,সঞ্জু-রিয়ানদের ছন্দ- হতে পারে বড় ফ্যাক্টর প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি রামদেব, পতঞ্জলির মামলায় আজ কী পর্যবেক্ষণ SC-র? ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা

Latest IPL News

‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো RCB vs SRH: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.