বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KKR vs SRH- সানরাইজার্সকে সাত উইকেটে হারিয়ে প্রথম জয় নাইট রাইডার্সের
শুভমন গিল (PTI)

KKR vs SRH- সানরাইজার্সকে সাত উইকেটে হারিয়ে প্রথম জয় নাইট রাইডার্সের

দুই প্রাক্তন আইপিএল জয়ী দলের মধ্যে লড়াইয়ে জয় হল নাইট রাইডার্সের। 

আইপিএল ২০২০-র অষ্টম ম্যাচে জিতল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাট করে এবার হেরে গেলেন ওয়ার্নার। মাত্র ১৪২ করেন তাঁরা, যেটা দুই ওভার বাকি থাকতেই তুলে নেয় দীনেশ কার্তিকের দল। ম্যাচের বড় হাইলাইটস পড়ুন নিচে। আইপিএল নিয়ে সব আপডেট জানতে  ক্লিক করুন এখানে। 

26 Sep 2020, 11:23:57 PM IST

অস্তমিত সানরাইজার্স

হার-জিত থাকতেই পারে, কিন্তু এদিন ঠিক কি করতে চাইছিল সানরাইজার্স ব্যাটিংয়ে, সেটা কেউ বুঝতে পারল না। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪২ করল তারা। ঋদ্ধিমান সাহাকে আরো হাত খুলে মারতে হবে যদি তিনি ধারাবাহিক ভাবে চার নম্বরে আসতে চান। সানরাইজার্স ব্যাটিং নিয়ে চিন্তা থাকবে ওয়ার্নারের। পাটা পিচে যে কোনও ভাবেই এত কম করে জেতা যাবে না, সেটা এদিন বোঝা গেল। খুব ভালো বোলিং লাইন আপ নিয়েও জেতা শক্ত যদি স্কোরবোর্ডের চাপ না থাকে বিপক্ষ দলের ওপর। 

26 Sep 2020, 11:18:45 PM IST

ব্যাটে-বলে হিট নাইট রাইডার্স

এদিন প্রথম থেকেই আগের ভুল থেকে শিক্ষা নিয়ে খেলল কেকেআর। তার লাভও পেল হাতেনাতে। নারিন ও কামিন্সকে দিয়ে শুরু, বরুণ চক্রবর্তীকে খেলানো, এই প্রত্যেকটি টোটকা খেটেছে দুর্দান্ত ভাবে। কেন সাড়ে পনেরো কোটির প্লেয়ার তিনি, এদিন বোঝালেন কামিন্স। সাত বোলারকে খেলাল কেকেআর। অন্যদিকে ব্যাটিংয়ে মরগ্যান যে ফর্মে এসেছেন, তাতে খুশি হবেন নাইটরাইডার্সরা। শুভমন অনবদ্য খেললেন যেমন তাঁর থেকে প্রত্যাশিত। দারুন টাচে ছিলেন নীতিশ রানাও।তবে সুনীল নারিনকে পিঞ্চহিটার হিসেবে খেলানো কতটা কার্যকারী, সেটা নিয়ে আবার ভেবে দেখার উচিত। 

26 Sep 2020, 11:05:44 PM IST

দুই ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ!

নটরাজনের ওভারে এল ১৪ রান, ফলে দুই ওভার বাকি থাকতেই জিতল নাইট রাইডার্স। শুভমন গিল অপরাজিত ৬২ বলে ৯০ রানে। অন্যদিকে ২৯ বলে ৪২ করলেন মরগ্যান। তাদের ৯২ রানের পার্টনারশিপের জেরে ম্যাচে ফিরতে পারেনি এসআরআইচ।সানরাইজার্সের হয়ে একটি করে উইকেট নেন রশিদ, খালিল ও নটরাজন। 

26 Sep 2020, 10:57:36 PM IST

অভিশেকের ওভারে এগারো

প্রথম বলেই বিশাল ছক্কা মেরে ওভারের সুর বেঁধে দেন শুভমন। তারপর শুধু সিঙ্গলসের খেলা। কার্যত হালই ছেড়ে দিয়েছে এসআরএইচ। 

26 Sep 2020, 10:54:01 PM IST

৪ ওভারে ২৩ রান চাই

ফের ওভারের শেষ বলে চার। রশিদকে ক্রস ব্যাটে মেরে বাউন্ডারি নিলেন মর্গ্যান। তিনি ২৯ ও শুভমন ৫৯ রানে অপরাজিত। 

26 Sep 2020, 10:48:18 PM IST

১৫তম ওভারে ১১ রান

ভালো বোলিং করেছিলেন ভূবনেশ্বর, কিন্তু শেষ বলে ছক্কা মারলেন মরগ্যান। ১৫ ওভারে ১১৩-৩। শুভমন-৫৭ ও মর্গ্যান ২৪ রানে নট আউট। 

26 Sep 2020, 10:39:09 PM IST

পঞ্চাশ শুভমনের

৪২ বলে পঞ্চাশ করলেন শুভমন গিল। ১৩ ওভার শেষে ৯৭-৩। 

26 Sep 2020, 10:31:20 PM IST

৩ ওভারে ১৮-১ রশিদের

১১ ওভারে ৮০ রান করে ফেলেছে কলকাতা। রশিদকে উইকেট দিতে চায় না কেকেআর। তবে খারাপ বল করলে চার মারতে ভুল করছেন না শুভমন।  

26 Sep 2020, 10:28:09 PM IST

১০ ওভারে ৭২-৩

৩৪ রানে শুভমন ও ১০ রানে মর্গ্যান নট আউট। উইকেট চাই হায়দরাবাদের ধারাবাহিক ভাবে। 

26 Sep 2020, 10:21:38 PM IST

৯ ওভারে ৬৭-৩

৩১ রানে নট আউট শুভমন। ১১ ওভারে ৭৬ করতে হবে। উইকেট না হারালে এই ম্যাচ হারা উচিত নয় কলকাতার। 

26 Sep 2020, 10:18:28 PM IST

৮ ওভারে ৬০-৩

নবিও বেশ ভালো বল করছেন। এল মাত্র পাঁচ রান। ক্রিজে এখন মরগ্যান ও শুভমন। 

26 Sep 2020, 10:13:06 PM IST

আউট কার্তিক

গুগলি না বুঝতে পেরে উইকেটের সামনে পা। রিভিউ নিলেন তিনি, সেটাও ব্যর্থ। কেন তিনি রিভিউ নিলেন বোঝা গেল না। ৭ ওভারে ৫৫-৩। 

26 Sep 2020, 10:08:27 PM IST

৬ ওভারে ৫২-২

২০ বলে ২৪ রানে অপরাজিত শুভমন। দুটি অসাধারণ চার মারলেন গিল, খালিলের বলে। 

26 Sep 2020, 10:01:42 PM IST

আউট নীতিশ

২৬ রান করে নটরাজনের বলে আউট হলেন তিনি। পিছনে ক্যাচ দিয়ে আউট তিনি। ১৩ বলে ২৬ করেন তিনি, ৬ টি চারের সৌজন্যে। ৫ ওভারে ৪৩-২ কেকেআর। ক্রিজে অধিনায়ক কার্তিক। 

26 Sep 2020, 09:56:24 PM IST

৪,৪,৪, ০, লেগ বাই, ১

প্রথম বলে ভাগ্যবশত চার পেয়েছিলেন রানা। তারপর দুই বলে অনবদ্য শট মারেন তিনি।সব মিলিয়ে ১৪ রান এল খালিলের ওভার থেকে। কেকেআর ৪ ওভারে ৩৮-১ 

26 Sep 2020, 09:50:39 PM IST

ভালো ফর্মে নীতিশ

প্রথম বলেই কভার ড্রাইভে চার, তৃতীয় বলে একস্ট্রা কভার দিয়ে বাউন্ডারি। তবে ভূবির বলে ফ্রি হিটের সুযোগ নিতে পারলেন না তিনি। ৩ ওভারে ২৪-১

26 Sep 2020, 09:41:59 PM IST

আউট নারিন

ফের ব্যর্থ নারিন। শর্ট বলকে চালাতে গেলেন তিনি, টপ এজ লাগল। সহজ ক্যাচ নিলেন ওয়ার্নার। ০ করে আউট তিনি। স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছক্কা মারলেন গিল। ২ ওভারে ১২-১

26 Sep 2020, 09:38:47 PM IST

১ ওভারে ৬-০

বেশ ভালো ফর্মে আছেন শুভমন গিল। চমৎকার বাউন্ডারি মারলেন ভূবনেশ্বর কুমারের বলে। উইকেট চাই হায়দরাবাদের। 

26 Sep 2020, 09:32:48 PM IST

সুপার হিট নাইট  বোলিং

সাত বোলার ব্যবহার করলেন কার্তিক। তার মধ্যে কামিন্স অসাধারণ, ১ উইকেট দিয়ে ১৯ রান। নারিন চার ওভারে ৩১ দেন। তবে অভিষেকেই কামাল বরুণের। ৪ ওভারে ২৫ রানে এক উইকেট নিলেন তিনি। গুরত্বপূর্ণ সময় মণীশকে আউট করেন রাসেল। বরুণ যদি ভালো বল করেন ধারাবাহিক ভাবে, কুলদীপকে বসিয়ে অতিরিক্ত একজন ব্যাটারকে খেলানোর কথা ভাবতেই পারে কেকেআর। এদিন মাত্র দুই ওভার বল করেছেন কুলদীপ। সব মিলিয়ে পাটা পিচে ১৪৩ করা খুব শক্ত হওয়া উচিত নয় নাইটরাইডার্সের পক্ষে। 

26 Sep 2020, 09:29:34 PM IST

চেন্নায়ইয়ের রোগ হায়দরাবাদের?

অনেকটা গত কাল সিএসকে যেভাবে রান তাড়া করেছিল, আজ সেভাবেই প্রথম থেকে ব্যাটিং করল এসআরএইচ। চার উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান করল তারা। মণীশ পাণ্ডে ৩৮ বলে ৫১ করলেও মোক্ষম সময় আউট হলেন। ঋদ্ধি ভালো খেললেও তাঁর স্টাইক রেট নিয়ে প্রশ্ন উঠবেই। সব মিলিয়ে কিছুটা হলেও ইনটেনসিটির অভাব দেখা গেল হায়দরাবাদের ব্যাটিংয়ে। পিচ কি সেটায় ফ্য়াক্টর, তা দ্বিতীয় ইনিংসে বোঝা যাবে। কিন্তু খুব একটা ঝুঁকিও নিলেন না তারা। ২০ ওভারের ক্রিকেটে ৫০ ওভারের ব্যাটিং

26 Sep 2020, 09:22:46 PM IST

২০ ওভারে ১৪২-৪

শেষ ওভারেও তেমন রান পেল না সানরাইজার্স। ১৪২ রানে কুড়ি ওভার শেষ । শেষ পাঁচ ওভারে এল মাত্র ৪২। 

26 Sep 2020, 09:18:35 PM IST

আউট ঋদ্ধি

শেষ ওভারে রান আউট হলেন ঋদ্ধি। দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন নবিকে স্ট্রাইকে ফেরানোর জন্য। সেটা করতে গিয়ে রান আউট হলেন তিনি। ৩০ রানে আউট তিনি। 

26 Sep 2020, 09:15:18 PM IST

৩১ বলে ৩০ অপরাজিত ঋদ্ধি

মাভিকে মারতে গিয়েও কানেক্ট করতে পারলেন না তিনি। ১৯ ওভারে ১৩৩-২। 

26 Sep 2020, 09:09:16 PM IST

আউট মণীশ

৩৮ বলে ৫১ করে আউট মণীশ পাণ্ডে। রাসেলের বলটি ফুল টস হয়ে একটু উঁচু হয়ে এসেছিল মণীশের কাছে। কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটে নিচুতে লেগে রাসেল কট অ্যান্ড বোল করলেন। আম্পায়াররা নো বলের জন্য চেক করলেন কিন্তু আউট দেওয়া হল শেষ অবধি। রাসেলের শেষ বলে ক্যাচ দিলেন ঋদ্ধি। কিন্তু নিতে পারলেন না নাগারকোটি। চার হল। ১৮ ওভারে ১২৭-৩

26 Sep 2020, 09:01:05 PM IST

অর্ধশতরান পাণ্ডের

৩৫ বলে ৫০ করলেন মণীশ। ১৭ ওভার শেষে ১১৮-২। আগের ম্যাচে ৩ ওভারে ৪৯ রান দেওয়াার পর এবার অনবদ্য প্রত্যাবর্তন কামিন্সির। ৪ ওভারে ১ উইকেট নিয়ে দিলেন ১৯ রান। 

26 Sep 2020, 08:55:56 PM IST

স্লগ সিক্স মারলেন ঋদ্ধি 

বরুণের শেষ বলে এগিয়ে এসে মিউ উইকেটের ওপর দিয়ে ছয় মারলেন তিনি। ৪ ওভারে ১ উইকেট নিয়ে ২৫ রান দিলেন তিনি। অন্যদিকে হায়দরাবাদ ১৬ ওভার শেষে ১১০-২

26 Sep 2020, 08:52:37 PM IST

কোটা শেষ নারিনের

৪ ওভারে ৩১ রান দিয়ে কোনও উইকেট পেলেন না তিনি। খুব খারাপ নয় কিন্তু নিশ্চিত ভাবেই তিনি উইকেট পেলে খুশি হতেন। ১৫ ওভারে ৯৯-২।

26 Sep 2020, 08:46:31 PM IST

নাগারকোটির ওভারে ১১

সামান্য ওভার পিচ বল ও সেটার সুযোগ নিয়ে সহজে চার মারলেন পাণ্ডে। ১৪ ওভারে ৯৩-২। পাণ্ডে ৩৭ ও ঋদ্ধি ১৩ রানে অপরাজিত। 

26 Sep 2020, 08:40:11 PM IST

বাউন্ডারি পাচ্ছে না এসআরএইচ

১৩ ওভারে ৮২-২। ওডিআই ক্রিকেটে ভালো স্কোর, কিন্তু টি-২০ তে নয়। দ্রুত রান দরকার এখন, কিন্তু তেমন কোনও উদ্যোগ চোখে পড়ছে না। 

26 Sep 2020, 08:37:04 PM IST

১২ ওভারে ৭৬-২

২৭ রানে নট আউট মণীশ পাণ্ডে। অন্যদিকে তিন ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। অঘটন না হলে পরের ম্যাচে ফের নির্বাচিত হবেন এই মিস্ট্রি স্পিনার। 

26 Sep 2020, 08:31:26 PM IST

১১ ওভারে ৬৮-২

নাগারকোটির প্রথম ওভার থেকে এল ৭। হায়দরাবাদকে কিছুটা হলেও এবার রান রেট বৃদ্ধি করতে হবে যাতে ১৫০ পেরোতে পারে তারা। 

26 Sep 2020, 08:24:42 PM IST

একটুর জন্য বেঁচে গেলেন ঋদ্ধিমান!

এলবির বড় আপিল। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিল কেকেআর। বল উইকেটে লেগেছে বল ট্র্যাকিং অনুযায়ী। কিন্তু যেহেতু অন ফিল্ড আম্পায়ার আউট দেন নি, বেঁচে গেলেন ঋদ্ধি। ১০ ওভারে শেষে ৬১-২।

26 Sep 2020, 08:21:17 PM IST

আউট ওয়ার্নার

টাইম আউটের পর প্রথম বল। বলের ফ্লাইট বুঝতে না পেরে বরুণ চক্রবর্তীকে সহজ ক্যাচ দিয়ে আউট ওয়ার্নার। ৩০ বলে ৩৬ করে আউট তিনি। ৫৯-২, এসআরএইচ

26 Sep 2020, 08:16:51 PM IST

৮৪ মিটারের বড় ছয় 

এগিয়ে এসে লং-অনের ওপর দিয়ে ছক্কা মারলেন মণীশ পাণ্ডে। তবে ছক্কা হজম করার পরেও নিয়ন্ত্রণ হারাননি কুলদীপ, ওভারে এল দশ। ৯ ওভারে ৫৯-১। পাণ্ডে ১৮ ও ওয়ার্নার ৩৬ রানে অপরাজিত

26 Sep 2020, 08:12:36 PM IST

ভালো শুরু বরুণের

প্রথম ওভারে দিলেন মাত্র চার রান। অভিষেকে চমৎকার জায়গায় বল রাখছেন তিনি। ৮ ওভারে ৪৯-১, ওয়ার্নার ৩৪ ও পাণ্ডে ১০ রানে অপরাজিত। 

26 Sep 2020, 08:07:03 PM IST

কুলদীপের প্রথম ওভারে পাঁচ

মণীশ ও ওয়ার্নার, দুজনেই সাবধানী ভাবে খেললেন কুলদীপের প্রথম ওভার। ৭ ওভারে ৪৫-১। 

26 Sep 2020, 08:02:41 PM IST

কামিন্সের তৃতীয় ওভার! 

৭ রান এল এই ওভার থেকে। তার মধ্যে একটি বাউন্ডারি মারলেন ওয়ার্নার। ২৭ রানে অপরাজিত তিনি। অন্যদিকে মণীশ আট রানে নট আউট। ছয় ওভার বাদে ৪০-১। 

26 Sep 2020, 07:57:31 PM IST

এসেই ছক্কা মণীশের

শিবম মাভিকে অনবদ্য ছক্কা মণীশ পাণ্ডের। ৫ ওভারে ৩৩-১। 

26 Sep 2020, 07:52:59 PM IST

আউট বেয়ারস্টো

ফুল পিচ বলে লাইন মিস করে বোল্ড আউট হলেন জনি বেয়ারস্টো। মাত্র পাঁচ করেই। তার আগের বলে তাঁকে ক্যাচ আউট দেন আম্পায়ার। যদিও রিভিউ করে বেঁচে গিয়েছিলেন তিনি। দুই ওভারে মাত্র চার রান দিয়ে এক উইকেট নিলেন কামিন্স। গত ম্যাচের পর দারুন ফিরেছেন কামিন্স। ৪ ওভারে ২৪-১। 

26 Sep 2020, 07:46:15 PM IST

১৪ রান তৃতীয় ওভার থেকে 

একটি বিশাল ছক্কা ওয়ার্নারের, লং অনের অপর দিয়ে। তার ডিপ মিড উইকেট দিয়ে চার। ৩ ওভারে ২২-০

26 Sep 2020, 07:37:15 PM IST

অন্য প্রান্তে কামিন্স

গত ম্যাচে পরে এসেছিলেন, এদিন দ্বিতীয় ওভারেই এসেছেন অজি সুপারস্টার প্লেয়ার। প্রথম ওভারে আঁটোসাঁটো বল করলেন তিনি। মাত্র দুই রান এল। ওয়ার্নার ৬ ও বেয়ারস্টো ২ রানে নট আউট।  

26 Sep 2020, 07:32:41 PM IST

নারিনকে দিয়ে শুরু

সামনে বেয়ারস্টো ও ওয়ার্নার, তাই নারিনকে দিয়ে শুরু করলেন কার্তিক। ৬-০, প্রথম ওভার শেষে। 

26 Sep 2020, 07:15:12 PM IST

তিনটি বদল হায়দরাবাদের

শন মার্শ চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে। তাঁর জায়গায় খেলবেন আফগানিস্তানের মহম্মদ নবি। চোট পাওয়ায় খেলবেন না বিজয় শংকর। এসেছেন ঋদ্ধিমান সাহা। সন্দীপ শর্মার জায়গায় এসেছেন খালিল আহমেদ। 

26 Sep 2020, 07:11:41 PM IST

দুটি বদল কলকাতার

সন্দীপ ওয়ারিয়ারের জায়গায় আসছেন কমলেশ নাগরকোটি। অন্যদিকে নিখিলের জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী। অর্থাৎ অতিরিক্ত বোলার খেলাচ্ছে কেকেআর। 

26 Sep 2020, 07:06:36 PM IST

ব্যাটিং করবে এসআরএইচ

শেষ পর্যন্ত ভাঙল ট্রেন্ড। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল এসআরএইচ। কার্তিক বললেন তিনি হতাশ নন। প্রথমে বোলিং করতে তাঁরা প্রস্তুত

26 Sep 2020, 06:52:04 PM IST

টস স্ট্যাটেজির ওপর নজর 

ফের কি টসে জিতে ফিল্ডিং করবে অধিনায়ক না কি ব্যাটিংয়ের পথে হাঁটবে। এখনো পর্যন্ত সাতটি ম্যাচের ছয়টিতে এই স্ট্যাটেজি বুমেরাং করেছে, টসে জিতে ফিল্ডিং করার। 

26 Sep 2020, 06:50:55 PM IST

দুই দলের সম্ভাব্য একাদশ

মিচ মার্শের জায়গায় কে খেলবেন, সেটা ঠিক করতে হবে ওয়ার্নারকে। অন্যদিকে একটা ম্যাচ পরেই কি কোনও বদল করবে কেকেআর। জানা যাবে অল্প সময় বাদে। দেখে নিন আমাদের সম্ভাব্য এগারো। 

26 Sep 2020, 06:46:25 PM IST

আবুধাবিতে প্রাক্তন চ্যাম্পিয়নদের লড়াই

হায়দরাবাদ বনাম কলকাতা, আইপিএলের অষ্টম ম্যাচে আমাদের লাইন-আপ। দুজনেই প্রথম ম্যাচ হেরেছে। হায়দরাবাদ অল্প রানে ব্যাঙ্গালোরের বিপরীতে। অন্যদিকে বড় পরাজয় হয় কলকাতার মুম্বইয়ের সঙ্গে ম্যাচে। এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হবে উভয় দল। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.