বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KXIP vs CSK: 'এখানেই কাজে আসে অভিজ্ঞতা', সিংহ গর্জনের পর হাসি ফিরল ধোনির মুখে
'এখানেই কাজে আসে অভিজ্ঞতা', সিংহ গর্জনের পর হাসি ফিরল ধোনির মুখে (ছবি সৌজন্য আইপিএল)

KXIP vs CSK: 'এখানেই কাজে আসে অভিজ্ঞতা', সিংহ গর্জনের পর হাসি ফিরল ধোনির মুখে

চেন্নাইয়ের ইঞ্জিন গরম হয়ে দুরন্ত গতিতে দৌড়ানো শুরু করল।

এতদিন ইঞ্জিনে তেল দেওয়া হচ্ছিল। কিন্তু অন্যবারের মতো ইঞ্জিন গরম হচ্ছিল না। আর পঞ্চম ম্যাচে এমন কোনও গরম হয়ে উঠল যে কিংস ইলেভন পঞ্জাবকে দুরমুশ করে দিল চেন্নাই সুপার কিংস। ১৪ বল বাকি থাকতেই ১০ উইকেটে জিতে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল ধোনি বাহিনী।

05 Oct 2020, 12:06:33 AM IST

কেমন খেলল চেন্নাই, পড়ে নিন কিংস ইলেভন পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ রিপোর্ট

কেমন খেলল চেন্নাই, পড়ে নিন কিংস ইলেভন পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ রিপোর্ট - ক্লিক করুন এখানে

04 Oct 2020, 11:48:29 PM IST

'এখানেই কাজে আসে অভিজ্ঞতা', সিংহ গর্জনের পর হাসি ফিরল ধোনির মুখে

অবশেষে হাসি ফিরল মহেন্দ্র সিং ধোনির মুখে। ম্যাচের পর তিনি বলেন, ‘ছোটো জিনিসগুলো ঠিক করেছি। প্রক্রিয়ার উপর ভরসা রেখেছি। এরকমভাবেই শুরুর অপেক্ষায় ছিলাম। এখানেই অভিজ্ঞতা কাজে আসে। এখানে বাড়তি আক্রমণাত্মক হওয়ার প্রশ্ন ওঠে না।’

04 Oct 2020, 11:27:50 PM IST

'ওয়াটো ইজ ব্যাক'

'ওয়াটো ইজ ব্যাক' - ম্যাচের সেরা হলেন শেন ওয়াটসন।

04 Oct 2020, 11:15:02 PM IST

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১০ উইকেটে জেতার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১০ উইকেটে জেতার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন ফ্যাফ ডু'প্লেসিস ও শেন ওয়াটসন। তাঁরা ১৭.৪ ওভারে ১৮১ রান তোলেন। ফ্যাফ করেন ৫৩ বলে ৮৭ রান। সমসংখ্যক বলে ওয়াটসন করেন ৮৩ রান।

04 Oct 2020, 11:06:51 PM IST

মরু শহরে আবারও সিংহের গর্জন, ১০ উইকেটে পঞ্জাবকে দুরমুশ চেন্নাইয়ের

টানা তিন ম্যাচে হেরে চাপ বেড়েছিল। সেই চাপের মুখে দাঁড়িয়ে নিজেদের শিখরে নিয়ে গেল চেন্নাই সুপার কিংস। ১৪ বল থাকতেই ১৭৯ রান তাড়া করে ফেললেন ফ্যাফ ডু'প্লেসিস ও শেন ওয়াটসন। 

04 Oct 2020, 11:02:06 PM IST

চেন্নাইয়ের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ

১৬.৪ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৬২। যা চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে ওপেনিং উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।

04 Oct 2020, 10:51:54 PM IST

কার্যত চেন্নাইয়ের দখলে ম্যাচ

১৫ ওভারে ১৫০ রান পূরণ করল চেন্নাই। ৪৭ বলে ৭৬ রানে অপরাজিত শেন ওয়াটসন। ৪৩ বলে ৬৩ রান করে ক্রিজে আছেন ফ্যাফ ডু'প্লেসিস।

04 Oct 2020, 10:33:01 PM IST

হাসি ফুটল 'রাগী' ফ্লেমিংয়ের মুখে, ছুটছে চেন্নাই

প্রথম অর্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছিল। বিরক্তি প্রকাশ করছিলেন। ওয়াটসন ও ডু'প্লেসিসের ইনিংসে অবশেষে হাসি ফুঠেছে'রাগী' ফ্লেমিংয়ের মুখে। ১২ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১১৯ রান।

04 Oct 2020, 10:28:32 PM IST

ভালো ফর্ম অব্যাহত ফ্যাফের

ওপেনিং পার্টনারের দলে নাম লেখালেন ফ্যাফ ডু'প্লেসিস। ১১ তম ওভারেই অর্ধশতরান পূরণ করলেন তিনি। ৩২ বলে ৫০ করেন তিনি।  পাঁচ ম্যাচে এখনও  ১১ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১১২।

04 Oct 2020, 10:26:03 PM IST

দলের আস্থার মর্যাদা, দুরন্ত ৫০ ভিন্টেজ ওয়াটসনের

ভিন্টেজ শেন ওয়াটসন! দলের আস্থার মর্যাদা দিয়ে একেবারে ছন্দে ফিরলেন তিনি। একট্রা কভার দিয়ে ক্লাসিক চার মেরে অর্ধশতরান পূরণ করলেন অজি তারকা। নিলেন ৩১ বল।

04 Oct 2020, 10:17:37 PM IST

ডু'প্লেসিস-ওয়াটসনের হাত ধরে আবারও স্বমহিমায় চেন্নাই

নবম ওভারে উঠল ১৪ রান। চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৯৫।

04 Oct 2020, 09:59:25 PM IST

অবশেষে উঠল হলুদ ঝড়, শামির এক ওভারে উঠল ১৯ রান

এতদিন এই টাচটাই দেখা যাচ্ছিল না। অবশেষে পঞ্চম ম্যাচে হলুদ ঝড় উঠল। প্রথম ছ'ওভারে বিনা উইকেটে ৬০ রান তুলল চেন্নাই। ষষ্ঠ ওভারে মহম্মদ শামিকে পিটিয়ে ১৯ রান তুললেন ফ্যাফ ডু'প্লেসিস। তিনি ১৭ বলে ৩২ রানে অপরাজিত।  ওয়াটসন করেছেন ১৯ বলে ২২ রান।

04 Oct 2020, 09:47:41 PM IST

ধোনির আস্থার মর্যাদা, ভালো শুরু ওয়াটসনের

তাঁকে দলে রাখায় অনেকেই ভ্রূ কুঁচকেছিলেন। তবে তাঁর উপর আস্থা রাখেন মহেন্দ্র সিং ধোনি। আর পঞ্জাবেরর বিরুদ্ধে ইনিংসের শুরুতেই সেই আস্থার মর্যাদা দিচ্ছেন অজি তারকা। ৪ ওভার শেষে বিনা উইকেটে ৩২। তার মধ্যে ওয়াটসন করেছেন ২০।

04 Oct 2020, 09:38:24 PM IST

ধোনিই প্রথম ১০০ ক্যাচের নজির গড়লেন?

আইপিএলের ইতিহাসে ১০০ ক্যাচের নজির মহেন্দ্র সিং ধোনির। সেই নজির কি আগে গড়েছেন? জানতে এখানে পড়ুন

04 Oct 2020, 09:32:39 PM IST

ভালো শুরু চেন্নাইয়ের

প্রথম ওভার শেষে বিনা উইকেটে ন'রান চেন্নাইয়ের। দুটি চার মারলেন ওয়াটসন। তবে দ্বিতীয় চারে ভালো টাইম করতে পারেননি। আর প্রথম বলে লেগ সাইডের দিকে বল ছিল। তবে সেই জোড়া বাউন্ডারি ওয়াটসনকে আত্মবিশ্বাস জোগাবে।

04 Oct 2020, 09:30:00 PM IST

রান তাড়া শুরু চেন্নাইয়ের, বড় পরীক্ষা ওয়াটসনের

রান তাড়া শুরু চেন্নাইয়ের। বড় পরীক্ষা শেন ওয়াটসনের। যিনি চলতি টুর্নামেন্টে রান-খরায় ভুগছেন। পঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য ওয়াটসনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে চেন্নাই।

04 Oct 2020, 09:13:30 PM IST

শেষ ৫ ওভারে ৪৮, রাহুলের ৫০-এর সৌজন্য ১৭৮ রান পঞ্জাবের

ডেথ ওভারে ভালো বোলিং চেন্নাই বোলারদের। একটা সময় পঞ্জাব ২০০-র লক্ষ্যে এগোচ্ছিল। সেখান থেকে পঞ্জাবের রানে রাশ টানে চেন্নাই। বিশেষত ১৮ তম ওভারে পরপর দু'বলে রাহুল ও পুরান আউট করেন শার্দুল ঠাকুর। সেখান থেকে ২০০-র ধারেকাছেও পঞ্জাবকে যেতে দিল না চেন্নাই। শেষ পাঁচ ওভারে মাত্র ৪৮ রান তুলতে পারল পঞ্জাব। শেষের দিকে দলের বোলিং, ফিল্ডিংয়ে নিশ্চয়ই খুশি হবেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্জাব করল চার উইকেটে ১৭৮ রান।

04 Oct 2020, 09:09:02 PM IST

এক ওভার বাকি, পঞ্জাবের স্কোর ১৬৬

১৯ ওভারে পঞ্জাবের স্কোর চার উইকেটে ১৬৬ রান।

04 Oct 2020, 09:01:15 PM IST

IPL-এ ১০০ ক্যাচের নজির ধোনির

আইপিএলের ইতিহাসে উইকেট-কিপার হিসেবে ১০০ টি ক্যাচ নেওয়ার নজির করলেন মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় উইকেট-কিপার হিসেবে সেই নজির গড়লেন। পুরান আউট হওয়ার পরের বলেই আউট হলেন কে এল রাহুল। অফস্টাম্পের অনেকটা বাইরে বল করেছিলেন শার্দুল ঠাকুর। তাতে মারতে গিয়ে রাহুলের ব্যাটের কোণায় লাগে। উইকেটের পিছনে ভালো ক্যাচ ধরেন ধোনি। বড় ধাক্কা পঞ্জাবের। বড় রান তোলার ক্ষেত্রে সমস্যায় পড়ল। পরপর দু'বলে দুই সেট ব্যাটসম্যানকে হারাল পঞ্জাব। ১৭.২ ওভারে স্কোর চার উইকেটে ১৫১।

04 Oct 2020, 08:56:22 PM IST

‘স্যার জাদেজা ইজ ব্যাক’, দুর্ধর্ষ ক্যাচে ফিরলেন পুরান

দুর্ধর্ষ ক্যাচ রবীন্দ্র জাদেজা। অবশেষে দুবাইয়ে ফিল্ডার জাদেজার দেখা মিলল। নিকোলাস পুরানের শট কার্যত স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে গিয়েছিল। রাতের আকাশে দীর্ঘক্ষণ বলের গতিপথ অনুসরণ করে দুর্দান্ত ক্যাচ ধরলেন স্যার জাদেজা। পুরান করলেন ১৭ বলে ৩৩ রান। পঞ্জাবের স্কোর ১৭.১ ওভারে তিন উইকেটে ১৫১।

04 Oct 2020, 08:47:00 PM IST

শেষের দিকে গিয়ার পরিবর্তন করে বড় রানের লক্ষ্যে পঞ্জাব

হাতে মাত্র আর কয়েকটি ওভার আছে। রানরেট তেমন বেশি নয়। তাই শেষের দিকে গিয়ার পরিবর্তন করে বড় রানের লক্ষ্য নিচ্ছে পঞ্জাব। ১৬ তম ওভারে উঠল ১১ রান। পঞ্জাবের স্কোর দু'উইকেটে ১৪১।

04 Oct 2020, 08:42:25 PM IST

শেষ ৫ ওভারে কত রান তুলবে পঞ্জাব?

১৫ তম ওভারে পঞ্জাবের এল ১৬ রান। দ্বিতীয় বলে ছক্কা, তৃতীয় ও চতুর্থ বলে চার মারেন কে এল রাহুল। ১৫ ওভারে পঞ্জাবের স্কোর দু'উইকেটে ১৩০।

04 Oct 2020, 08:38:20 PM IST

স্বভাবসিদ্ধ ফর্মে নেই, তাও ছক্কা মেরে ৫০ রাহুলের

স্বভাবসিদ্ধ ফর্মে নেই। তাও ছক্কা মেরে ৪৬ বলে ৫০ পূরণ করলেন কে এল রাহুল। এমনকী চলতি আইপিএলে এটিই সবথেকে বেশি বলে অর্ধশতরান। ১৪.২ ওভারে পঞ্জাবের স্কোর দু'উইকেটে ১২০।

04 Oct 2020, 08:27:53 PM IST

ভালো শুরু করেও আউট মনদীপ

করুণ নায়ারের পরিবর্তে সুযোগ পেয়ে ভালো ব্যাটিং করছিলেন মনদীপ সিং। মাঠের বড় বাউন্ডারির দিকে পীযূষ চাওলাকে দু'বার ছক্কা মারেন। ভালো শট মারছিলেন। রবীন্দ্র জাদেজার বলেও ভালো ড্রাইভ  মেরেছিলেন। কিন্তু সোজা সেই বল যায় কভারে আম্বাতি রায়াডুর কাছে। কোনও ভুল করেননি রায়াডু। ১২ ওভারে পঞ্জাবের স্কোর দু'উইকেটে ৯৪। 

04 Oct 2020, 08:12:36 PM IST

চেন্নাইয়ের ত্রাতা সেই চাওলা, আউট মায়াঙ্ক

চেন্নাইয়ের ত্রাতা  হয়ে উঠলেন সেই পীযূষ চাওলা। আগের ওভারে মায়াঙ্ক আগরওয়ালের হাফ চান্স মিসের পর ক্ষুব্ধ ছিলেন চেন্নাই কোচ। এবার কার্যত স্যাম কারান য়েখানে ছিলেন, সেখানে তাঁর হাতে গিয়ে বল পড়ল। ৮.১ ওভারে পঞ্জাবের স্কোর এক উিকেটে ৬১। মায়াঙ্ক করলেন ১৯ বলে ২৬ রান।

04 Oct 2020, 08:08:17 PM IST

মায়াঙ্কের হাফ-চান্স মিস ফ্যাফের

মায়াঙ্ক আগরওয়ালের হাফ-চান্সের সুযোগ নিতে পারল না চেন্নাই সুপার কিংস। অনেকটা দৌড়ে এসেছিলেন ফ্যাফ ডু'প্লেসিস। কিন্তু ক্যাচ ধরতে পারলেন না তিনি। বল তাঁর আগেই পড়ে। যদিও চলতি টুর্নামেন্টের উপর খুশি নন কোচ স্টিভেন ফ্লেমিং।

04 Oct 2020, 07:59:14 PM IST

ব্যাটিং উইকেটে রাহুল-মায়াঙ্কদের রানের গতিতে বাধা চেন্নাইয়ের

পাওয়ার প্লে শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৬। ব্যাটিং উইকেটে সেভাবে রাহুল-মায়াঙ্কদের হাত খুলতে দেননি চেন্নাইয়ের বোলাররা।

04 Oct 2020, 07:44:52 PM IST

সাবধানী শুরু পঞ্জাবের, বোলিংয়ে অনুশাসন চেন্নাইয়ের

সাবধানী শুরু করল পঞ্জাব। তিন ওভার শেষে স্কোর বিনা উইকেটে ১৯। মাত্র দু'টি চার হয়েছে ১৮ বলে।

04 Oct 2020, 07:43:33 PM IST

দলে তিনটি পরিবর্তন পঞ্জাবের, কারা কারা এলেন?

দলে তিনটি পরিবর্তন পঞ্জাবের, কারা কারা এলেন — পড়ুন এখানে

04 Oct 2020, 07:35:02 PM IST

ভালো শুরু দীপক চাহারের

ভালো শুরু দীপক চাহারের। প্রথম ওভারে বিনা উইকেটে চার তুলল পঞ্জাব।

04 Oct 2020, 07:31:26 PM IST

দুবাইয়ে শুরু পঞ্জাব-চেন্নাই লড়াই

দুবাইয়ে শুরু পঞ্জাব-চেন্নাই লড়াই। ওপেনিংয়ে নেমেছেন কে এল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। বল হাত

04 Oct 2020, 07:30:51 PM IST

রাহুল মায়াঙ্ককে ছাপিয়ে যাবেন নাকি মায়াঙ্ক লিড বাড়াবেন?

রাহুল মায়াঙ্ককে ছাপিয়ে যাবেন নাকি মায়াঙ্ক লিড বাড়াবেন? – পড়ুন এখানে ক্লিক করে 

04 Oct 2020, 07:11:30 PM IST

অপরিবর্তিত চেন্নাই

অপরিবর্তিত চেন্নাই। প্রথম একাদশ : শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, ফ্যাফ ডু'প্লেসিস, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা এবং দীপক চাহার। 

04 Oct 2020, 07:09:13 PM IST

দলে সুযোগ হল না গেইলের, তিন পরিবর্তন পঞ্জাবের

এখনও দলে সুযোগ হল না ক্রিস গেইলের। তিন বিদেশি ধরে রাখল পঞ্জাব। জিমি নিশমের পরিবর্তে দলে এলেন ক্রিস জর্ডন। এছাড়াও হরপ্রীত ব্রার এবং মনদীপ সিং দলে এসেছেন। পঞ্জাবের প্রথম একাদশ : কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, ক্রিস জর্ডন, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, মহম্মদ শামি এবং শেলডন কটরেল।

04 Oct 2020, 07:01:15 PM IST

লিগ টেবিলের সবার শেষে থাকা দু'দলের লড়াই

আপাতত লিগ টেবিলে সপ্তম স্থানে আছে কিংস ইলেভন পঞ্জাব। অষ্টম স্থানে আছে চেন্নাই সুপার কিংস। চার ম্যাচে দু'দলেরই পয়েন্ট দুই। রানরেটের বিচারে এগিয়ে আছে পঞ্জাব।

04 Oct 2020, 07:01:15 PM IST

টসে জিতে প্রথমে ব্যাটিং পঞ্জাবের

দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল কিংস কিংস ইলেভন পঞ্জাব। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল 'যোগ্যদের' কী হবে? চাকরিহারাদের সঙ্গে বৈঠক মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির ‘আগে সবাই এই হাসিটা পছন্দ করত, এখন পাগল বলে’! মিম বানানো নিয়ে বক্তব্য রচনার সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.