বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KXIP vs RCB- রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে আরসিবিকে ৯৭ রানে হারাল কিংস ইলেভেন
কে এল রাহুল (PTI)

KXIP vs RCB- রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে আরসিবিকে ৯৭ রানে হারাল কিংস ইলেভেন

প্রথম ম্যাচে একটুর জন্য হারলেও দ্বিতীয় ম্যাচে সহজেই জিতল কিংস ইলেভেন পঞ্জাব। 

টসে জিতে পঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু কেএল রাহুলের অনবদ্য সেঞ্চুরির ফলে ৯৭ রানে জিতল কিংস ইলেভেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিনটি বিভাগেই এদিন আরসিবিকে টেক্কা দিল পঞ্জাব। সমস্ত আপডেটের জন্য এই লিঙ্কে ক্লিক করে। 

24 Sep 2020, 11:12:03 PM IST

একপেশে ম্যাচে জিতল পঞ্জাব

৭ টি ছয় ও ১৪টি চারের সংযোগে ৬৬ বলে ১৩২ রান করেন কে এল রাহুল। ম্যাচের ভাগ্য সেখানেই লিখে দেন তিনি। তাঁর দুটি ক্যাচ ফেলেন আরসিবি অধিনায়ক কোহলি। বেঙ্গালুরুর হয়ে চাহাল ( ১-২৫) ছাডা় কেউই দাগ কাটতে পারেননি। উমেশ, স্টেইন, সাইনি, দুবে সবাই প্রচুর রান গলিয়েছেন। অন্যদিকে ব্যাটিং করতে এসে বড় রান চেজ করতে গিয়ে প্রথম থেকেই ছন্দ হারায় আরসিবি। এবি ২৮ ও সুন্দরের ৩০ ছাড়া বলার মতো কেউ রান করেননি। অধিনায়ক কোহলি সহ টপ অর্ডারের ব্যর্থতার জেরেই এদিনের ম্যাচ হারল তারা। ২১ রানে তিনটি উইকেট নেন মুরুগান অশ্বিন। ৩১ রানে তিন উইকেট রবি বিষ্ণোই। 

24 Sep 2020, 11:03:00 PM IST

অল আউট আরসিবি

১০৯ রানে অল আউট কোহলির দল। মুরুগান অশ্বিনের বলে শেষ আউট চাহাল মাত্র এক রান করে। ৯৭ রানে হারল আরসিবি। ম্যাচের সেরা নিশ্চিত ভাবেই পঞ্জাব অধিনায়ক রাহুল অনবদ্য ১৩২ রান করে। 

24 Sep 2020, 11:00:06 PM IST

৬ রানে আউট নভদীপ

মুরগান অশ্বিনকে মারতে গিয়ে বোল্ড হলেন নভদীপ সাইনি। ১০৬-৯

24 Sep 2020, 10:52:43 PM IST

তৃতীয় উইকেট  বিষ্ণোইয়ের

৩১ রানে তৃতীয় উইকেট পেলেন রবি বিষ্ণোই। ৩০ রানের মাথায় চালাতে গিয়ে মায়াঙ্ক আগারওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ১০১-৮, আরসিবি। 

24 Sep 2020, 10:46:40 PM IST

আউট উমেশ

স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড আউট হলেন উমেশ। শূন্য রাতে আউট হন তিনি। ১৪ ওভারে ৮৮-৭। 

24 Sep 2020, 10:41:23 PM IST

১৩ ওভারে ৮৩-৬

কাট করতে গিয়ে মিস, বোল্ড হলেন শিবম দুবে। ১২ বলে ১২ করে ম্যাক্সওয়েলের শিকার তিনি। 

24 Sep 2020, 10:33:21 PM IST

পথ হারাচ্ছে আরসিবি

জয় নয় নেট রান রেট ভালো রাখতে চাইছে আরসিবি বলে মনে হচ্ছে। ধীরে ধীরে খেলছেন দুজনেই। ১১ ওভার শেষে ৭০-৫ 

24 Sep 2020, 10:27:03 PM IST

১০ ওভারে ৬৩-৩

তিন রানে নট আউট দুবে ও সুন্দর। এই দুই ভারতীয় কি পারবেন অসাধ্য সাধন করতে, দেখা যাক। 

24 Sep 2020, 10:22:40 PM IST

ক্রিজে ওয়াশিংটন সুন্দর

৯ ওভারে ৬০-৫। এবার কি নেট রান রেটের জন্য খেলবে আরসিবি, না কি এখনও জয়ের জন্য চাইছে। 

24 Sep 2020, 10:19:50 PM IST

আউট এবি

মুরুগান অশ্বিনের গুগলিতে ইনসাইড আউট মারতে গিয়ে সরফরাজ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন এবি। ১৮ বলে ২৮ করেন তিনি। ৫১ বলে ৫ উইকেটে ৫৭ আরসিবি। 

24 Sep 2020, 10:14:26 PM IST

আউট ফিঞ্চ

প্রথম ওভারে মার খেলেও দারুন ভাবে ফিরলেন রবি বিষ্ণোই। তাঁর ফ্লাইট করা বল বুঝতে না পেরে পিছনে খেলতে গিয়ে বোল্ড হলেন অ্যারন ফিঞ্চ। ৮ ওভার শেষে ৫৩-৪। 

24 Sep 2020, 10:10:09 PM IST

৭ ওভারে ৪৮-৩

২২ রানে নট আউট এবি, ১৫ রানে নট আউট ফিঞ্চ। টার্গেট যদিও খুবই কঠিন। 

24 Sep 2020, 10:06:04 PM IST

পনেরো রানের ওভার

৬ ওভারে ৪০-৩। রবি বিষ্ণোইয়ের ওভারে হাত খুলে মারলেন ফিঞ্চ ও এবি। 

24 Sep 2020, 09:55:22 PM IST

ডিআর এস নিয়ে বাঁচলেন ফিঞ্চ 

শামির বলে প্যাডে লেগে বল গিয়েছিল রাহুলের হাতে। ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। ডিআরএসে দেখা গেল ব্যাট অনেক দূর। ৪ ওভার শেষে ১১-৩

24 Sep 2020, 09:51:42 PM IST

ফিঞ্চ ও ডেভিলিয়ার্স ক্রিজে

বিশাল টার্গেট, তিনটে উইকেট পড়ে গিয়েছে। কিন্তু ক্রিজে ফিঞ্চ ও এবি। তাই আরসিবির সব আশা শেষ, এটা আদৌ বলা যাবে না। 

24 Sep 2020, 09:49:06 PM IST

আউট কোহলি

কট্রেলের শর্ট বলকে পুল করতে গিয়ে মিস টাইম করলেন কোহলি। সহজ ক্যাচ নিলেন বিষ্ণোই। মাত্র এক রান করে আউট কোহলি। ৫-৩, ৩ ওভার শেষে। দুই ওভারে মাত্র তিন রান দিয়ে দুই উইকেট নিয়েছেন কট্রেল। 

24 Sep 2020, 09:43:55 PM IST

আউট ফিলিপি

ক্রস খেলতে গিয়ে উইকেটের সামনে পা, এল বি হলেন যশ ফিলিপি। ৩ রানে ২ উইকেট পড়ল আরসিবির। শূন্য রানে আইট হলেন তরুণ অজি ক্রিকেটার। নতুন ব্যাটার কোহলি। ২ ওভার শেষে ৪-২। 

24 Sep 2020, 09:38:59 PM IST

প্রথমেই উইকেট পেল পঞ্জাব

শেল্ডন কট্রেলের বলে পুল করতে গিয়ে আউট হলেন দেবদূত পাড়িকাল। ১ ওভার শেষে ২-১। নয়া ব্যাটার জোশ ফিলিপি।

24 Sep 2020, 09:21:29 PM IST

শেষ ওভারে ২৩ রান

তিনটি ছয় ও একটি চার শেষ ওভারে। ৬৯ বলে ১৩২ রান করলেন কেএল রাহুল। কিংস ইলেভেন পঞ্জাব- ২০৬-৩

24 Sep 2020, 09:16:38 PM IST

২৬ রানের ওভার!

তিনটি বিশাল ছয় ও দুটি চারের সহযোগে ১৯তম ওভারে ২৬ রান করলেন লোকেশ রাহুল। অনবদ্য ব্যাটিংয়ে ১৮৩-৩ পঞ্জাবের ১৯ ওভারে। ৬৬ বলে ১১৬ রাহুলের। 

24 Sep 2020, 09:13:43 PM IST

৬২ বলে ১০০ রাহুলের

দুই বার জীবন পেয়েছেন, কিন্তু সব মিলিয়ে অসামান্য ইনিংস রাহুলের। 

24 Sep 2020, 09:11:37 PM IST

ফের ক্যাচ ফেললেন কোহলি

১৮ ওভারে ১৫৭-৩। সাইনির বলে রাহুলের সাদামাটা ক্যাচ ফেললেন কোহলি। খুব বিরল দিন বলতে হবে যেখানে দুটি ক্যাচ ফেলেছেন তিনি। 

24 Sep 2020, 09:07:04 PM IST

রাহুলের ক্যাচ ফেললেন কোহলি

পরপর দুই বলে দুইবার রাহুলকে আউট করার সুযোগ ছিল কোহলির কাছে। প্রথম বলটিতে বাউন্ডারি থেকে একটু এগিয়ে থাকায় স্টেইনের বলে রাহুলের ক্যাচ নিতে পারলেন না কোহলি। তারপরের বলে হাতে লোপ্পা ক্যাচ, কিন্তু ধরতে পারলেন না তিনি। ১৭ ওভারে ১৪৬-৩, ৮৪ রানে নট আউট রাহুল। 

24 Sep 2020, 08:58:20 PM IST

আইট ম্যাক্সওয়েল 

চালাতে গিয়ে আউট ম্যাস্কওয়েল দুবের বলে। মাত্র পাঁচ করলেন তিনি। নতুন ব্যাটার করুণ নায়ার। ১৩২-৩ , ১৬ ওভার বাদে। 

24 Sep 2020, 08:54:33 PM IST

১৫ ওভারে ১২৬-২

খুব বেশি রান করতে পারছে না পঞ্জাব। ভালো ভাবে ম্যাচে ফিরছে আরসিবি।

24 Sep 2020, 08:46:56 PM IST

১৪ ওভারে ১১৮-২

নতুন ব্য়াটার ম্যাক্সওয়েল। দুশো রান কি করতে পারবে পঞ্জাব। হাতে যথেষ্ট উইকেট আছে তাদের। ৬২ রানে অপরাজিত রাহুল। 

24 Sep 2020, 08:42:37 PM IST

আউট পুরান

১৭ রানে আউট পুরান। মারতে গিয়ে মিস টাইম করলেন, মিড অফে ক্যাচ নিলেন ডেভিলিয়ার্স। 

24 Sep 2020, 08:35:07 PM IST

রাহুলের পঞ্চাশ, পঞ্জাবের একশো

৫২ রানে অপরাজিত কে এল রাহুল। ভিত বানাচ্ছেন বড় রান করার। ১২ ওভার শেষে ১০০-১। এবার কি হাত খুলবেন পুরান। 

24 Sep 2020, 08:31:12 PM IST

১১ ওভারে ৯৫-০

মাত্র পাঁচ রান এল চাহালের ওভারে। তাঁর বিরুদ্ধে ঝুঁকি নেবেন না, কার্যত ঠিক করে নিয়েছেন পঞ্জাবের ক্রিকেটাররা। 

24 Sep 2020, 08:27:53 PM IST

১০ ওভারে ৯০-১

৪৭ রানে নট আউট রাহুল। ২০ রান এল উমেশ যাদবের ওভার থেকে। কোনও স্লগিং না করেই অনায়াসে রান উঠছে, যেটায় চিন্তায় রাখবে আরসিবিকে। 

24 Sep 2020, 08:19:49 PM IST

৯ ওভারে ৭০-১

ক্রিজে আছেন পুরান (৬) ও রাহুল (৩৬)। ব্যাটারদের ভালোই ভোগাচ্ছেন চাহাল। তাঁকে উইকেট না দেওয়াই লক্ষ্য থাকবে পঞ্জাবের। 

24 Sep 2020, 08:08:54 PM IST

অনবদ্য গুগলিতে এল উইকেট

আগের ম্যাচের তারকা চাহাল এবার ফের সাফল্য পেলেন। প্রথম ওভারেই অনবদ্য গুগলিতে আউট করলেন মায়াঙ্ক আগরওয়ালকে। ২৬ করে আউট মায়াঙ্ক। ৫৭-১ পঞ্জাব, ৭ ওভার শেষে। 

24 Sep 2020, 08:04:56 PM IST

৬ ওভারে ৫০-০

পাওয়ার প্লেতে ৫০ হয়েছে কোনও উইকেটের লোকসান ছাড়া। রাহুল নট আউট ২৩ রানে, মায়াঙ্ক ২৫ রানে। উইকেটের খোঁজে আরসিবি। ডাগআউটে ধারাভাষ্যকাররা ডিন জোন্সকে স্মরণ করছেন। গলা ধরে যাচ্ছে তাদের এই প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের কথা বলতে গিয়ে। 

24 Sep 2020, 07:52:10 PM IST

ভালো শুরু পঞ্জাবের

চার ওভারে ইতিমধ্যে ৩৩ করে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। কোনও ঝুঁকি ছাড়াই ধ্রুপদী ব্যাটিং করে এই রান তুলছেন রাহুল ও মায়াঙ্ক। পাটা উইকেটে ২০০ না করতে পারলে হতাশ হবেন তাঁরা। 

24 Sep 2020, 07:44:52 PM IST

উমেশকে দুটি চার মায়াঙ্কের

আগের ম্যাচের মতোই ফর্মে আছেন মায়াঙ্ক আগরওয়াল। অনায়াসে দুটি চার মারলেন তিনি। ৩ ওভারে ২৬-০

24 Sep 2020, 07:40:44 PM IST

স্টেইনকে পরপর দুটি চার রাহুলের

সামান্য ত্রুটি লাইনে, পুরো সুযোগ নিলেন কেএল রাহুল। পঞ্জাব ১৭-০ দুই ওভার বাদে। 

24 Sep 2020, 07:36:40 PM IST

১ ওভারে ৮-০

প্রথম ওভারে ভালো শুরু পঞ্জাবের। রাহুল ৫ ও মায়াঙ্ক তিন রাতে অপরাজিত। আলগা বল দিলেন না উমেশ যাদবও। 

24 Sep 2020, 07:29:44 PM IST

বেঙ্গালুরু বনাম কর্নাটক!

প্রাক্তন জাতীয় ক্রিকেটার ডোডো গণেশ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এদিন আরসিবি বনাম কর্নাটকের লড়াই। এর কারণ হল পঞ্জাব দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন কর্নাটকের। 

24 Sep 2020, 07:28:21 PM IST

কোহলি বনাম কুম্বলে!

জাতীয় দলের কোচ থাকাকালীন তিক্ততার কথা সবারই জানা। এবার পঞ্জাবের হেড কোচ কুম্বলে, অন্যদিকে বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। 

24 Sep 2020, 07:24:35 PM IST

প্রথম ম্যাচে সুপার ওভারে হারে পঞ্জাব

৩ বলে এক রান না করতে পেরে প্রথম ম্যাচে হারে কিংস ইলেভেন পঞ্জাব। অন্যদিকে পিছন থেকে ফিরে সান রাইজার্সকে হারিয়ে জেতে আরসিবি। দুই দল এখনও পর্যন্ত ২৪ বার খেলেছে, ১২-১২ হল জয়ের হিসেব। 

24 Sep 2020, 07:22:52 PM IST

অপিরবরর্তিত একাদশ খেলাচ্ছে আরসিবি

24 Sep 2020, 07:22:05 PM IST

গেইল নেই পঞ্জাবের জন্য, দুটি বদল

গৌতমের জায়গায় মুরুগান অশ্বিন। অন্যদিকে জর্ডানের জায়গায় নিশান। 

24 Sep 2020, 07:20:11 PM IST

টসে জিতে ফিল্ডিং বিরাটের 

কত চেজ করতে হবে তাদের এখন সেটাই দেখার। অপরিবর্তিত একাদশ খেলাচ্ছে আরসিবি, দুটি বদল পঞ্জাবের। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি?

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.