বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > MI vs CSK আপডেট- ডুপ্লেসি, রায়াডুর ব্যাটে ভর করে মুম্বইকে পাঁচ উইকেটে হারাল চেন্নাই
ফাফ ডুপ্লেসি

MI vs CSK আপডেট- ডুপ্লেসি, রায়াডুর ব্যাটে ভর করে মুম্বইকে পাঁচ উইকেটে হারাল চেন্নাই

প্রথম ম্য়াচে জিতল ধোনি বাহিনী

টসে জিতে প্রথমে বোলিং করে ১৬২ রানে মুম্বইকে বেঁধে রাখে চেন্নাই। প্রাথমিক ভাবে দুটি উইকেট নিয়ে চেন্নাইকে বিপাকে ফেলেছিল মুম্বই। কিন্তু শেষ পর্যন্ত রায়াডু ও ডু প্লেসির অর্ধশতরানের দৌলতে সহজেই জিতল সিএসকে। স্যাম কারেনের ক্যামিওর ফলে কাজ আরও সহজ হয়ে যায় তিন বার আইপিএল বিজয়ীদের। আইপিএলের সমস্ত আপডেটের জন্য এখানে ক্লিক করুন । 

19 Sep 2020, 11:32:54 PM IST

সহজ জয় চেন্নাইয়ের

শেষ বিচারে চেন্নাইয়ের ব্যাটিং আজ মুম্বইয়ের থেকে অনেক ভালো হয়েছে। যার জেরেই জয় এল প্রথম ম্যাচে। মুম্বই ব্যাটিংয়ে ভালো শুরু করেও মিডল অর্ডারের ব্যর্থতার ফলে খুব বড় রান করতে পারল না এমআই। ১৬২-৯ করে মুম্বই। অন্যদিকে প্রথমে দুটি উইকেট হারালেও বর্ষীয়ান ডুপ্লেসি ও রায়াডুর দৌলতে সহজেই জিতল চেন্নাই। ধোনির মাস্টারস্ট্রোক কারেনকে নামানো সেটাও কাজে লাগল অসাধারণ ভাবে। তবে এদিন যারা ধোনির ব্যাটে ফুলঝুড়ি দেখতে চাইছিলেন তারা হতাশই হবেন। শূন্য রানে নট আউট ছিলেন তিনি। চেন্নাইকে চিন্তায় রাখবে টপ অর্ডারের ফর্ম। অন্যদিকে মুম্বইয়ের বোলিং ছিল আজ ছন্নছাড়া। বিশেষত কুয়াশায় একদমই দাগ কাটতে পারেনি তারা। এই বিষয় নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। 

19 Sep 2020, 11:22:38 PM IST

জয়ী চেন্নাই!

১৯.২ ওভারে জয় পেল চেন্নাই। অপরাজিত ডুপ্লেসি (৫৮) ও ধোনি (০) রানে। পাঁচ উইকেটে জিতল চেন্নাই। পাঁচবার পরপর হারার পর মুম্বইকে হারাল চেন্নাই। 

19 Sep 2020, 11:20:50 PM IST

কারেনে ক্যামিয়োতে ম্যাচ হাতের মুঠোয়

মাত্র ছয় বলে ১৮ রান করে চেন্নাইকে কার্যত জয়ের দোড়গোড়ায় নিয়ে গেলেন স্যাম কারেন। বুমরাহর বলে তাঁর আউটের পর এসেছেন ধোনি। তাঁকে বুমরাহর বলে আউট দিয়েছিলেন আম্পায়ার কিন্তু রিভিউতে দেখা গেল ব্যাটে লাগেনি। ফলে বেঁচে গেলেন ক্যাপ্টেন কুল। শেষ ওভারে পাঁচ রান চাই। 

19 Sep 2020, 11:10:48 PM IST

দুই ওভারে ১৬ চাই চেন্নাইয়ের

কেন কারেন এসেছেন, সেই নিয়ে জল্পনার মাঝে ক্রুনালকে একটা চার ও ছয় মারলেন তিনি। ১৮ ওভারে ১৪৭-৪ চেন্নাই। 

19 Sep 2020, 11:06:14 PM IST

আউট জাডেজা

ক্রুনালের বলে এলবি হলেন জাডেজা। একেবারে উইকেটের সামনে পা, রিভিউ নিলেন না তিনি। ১৭.১ ওভারে ১৩৪-৪

19 Sep 2020, 11:03:29 PM IST

ডুপ্লেসির ক্যাচ নিতে ব্যর্থ রোহিত

প্যাটিনসনের বলে মিসটাইম করলেন ডুপ্লেসি। তিনজন প্লেয়ার ছুটে গিয়েও ধরতে পারলেন না। সবচেয়ে কাছে ছিলেন অধিনায়ক রোহিত। ১৭ ওভার শেষে ১৩৪-৩ সিএসকে। ডুপ্লেসি ৪৪ ও জাডেজা ৯ রানে অপরাজিত। 

19 Sep 2020, 10:59:24 PM IST

নয়া ব্যাটসম্যান জাডেজা

ধোনি বা যাদব নন, এসেছেন জাডেজা। সম্ভবত বাঁ হাতি বলেই তাকে পাঠানো হয়েছে। 

19 Sep 2020, 10:58:01 PM IST

১৬ ওভারে ১২১-৩

এই ওভারে একবার রায়াডুর ক্যাচ ফস্কেছিলেন ক্রুনাল। শেষে নিজের বলেই দুর্ধষ ক্যাচ নিয়ে রায়াডুকে আউট করলেন রাহুল চাহার। ৭১ রান করলেন রায়াডু। চেন্নাইকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছেন তিনি। 

19 Sep 2020, 10:53:23 PM IST

১৫ ওভারে ১১৬-২

মরিয়া হয়ে বুমরাহর দুটি ওভারের মধ্যে একটা করিয়ে দিলেন রোহিত। কিন্তু লাভ হল না। দুই ব্যাটারই সেট। এবার হাত খুলছেন ডু প্লেসিও। ম্যাচ বেরিয়ে যেতে পারে মুম্বইয়ের হাত থেকে। 

19 Sep 2020, 10:44:53 PM IST

৬ ওভারে ৫৮ চাই চেন্নাইয়ের

আট উইকেট আছে, খুব কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু বুমরাহ ফ্যাক্টর থেকেই যায়। অন্যদের ওভার থেকেই বেশি রান নেওয়ার চেষ্টা করবে চেন্নাই। এখনও ড্রেসিংরুমে আছেন কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। 

19 Sep 2020, 10:39:40 PM IST

রাজার চালে রায়াডু

মুম্বই বোলারদের রীতিমত দমিয়ে রাখছেন রায়াডু। ৬০ করেছেন তিনি ৬টি চার ও তিনটে ছক্কার সৌজন্যে। ১৩ ওভারের শেষে ৯৯-২

19 Sep 2020, 10:35:48 PM IST

পঞ্চাশ পেরোলেন রায়াডু

স্টেপ আউট করে বুমরাহকে সোজা চার মেরে অর্ধশর্তরান রায়াডু। অন্যদিকে ফাফ আছেন ২৮ রানে। ১২ ওভার শেষে ৮৮-২ চেন্নাই। 

19 Sep 2020, 10:31:14 PM IST

রায়াডুর রুদ্র মূর্তি

ফর্মে আছেন রায়াডু। এগিয়ে এসে দুর্ধর্ষ ছয় মারলেন ক্রুনালকে। ৪৭ রানে অপরাজিত তিনি। অন্যদিকে ফাফ আছেন ২৬ রানে। ১১ ওভার শেষে চেন্নাই ৮১-২। 

19 Sep 2020, 10:27:56 PM IST

দুটি মিসফিল্ডে দুটি চার পেল চেন্নাই

রাহুল চাহারের বলে প্রথমে মিস করলেন বুমরাহ, তারপর বোল্ট। দুটিই গেল বাউন্ডারিতে। ১০ ওভারের শেষে ৭০-২। 

19 Sep 2020, 10:21:41 PM IST

ম্যাচে ফিরছে চেন্নাই

আট ওভার শেষে ৫১-২ চেন্নাই। ডুপ্লেসি আছেন ১৮ রানে, রায়াডু ২৬ রানে। মাঝে মাঝে বাউন্ডারি মেরে চাপ কমাতে চাইছেন তাঁরা।  নয় ওভার শেষে ৫৮-২। ক্রুনালকে মারতে চেয়েও ব্যর্থ হলেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। 

19 Sep 2020, 10:11:52 PM IST

৩৭-২, ৬ ওভারের পর

বুমরাহর ওভারে নো বলে ছয় মেরে শৃঙ্খল ভাঙলেন রায়াডু। তার আগে চার মেরেছেন ডুপ্লেসি। আগামী চার ওভারে উইকেট না হারিয়ে রান করতে হবে চেন্নাইকে। রায়াডু ২০ ও ডুপ্লেসি ১০ রানে অপরাজিত। 

19 Sep 2020, 10:01:09 PM IST

পার্টনারশিপের খোঁজে চেন্নাই

চার ওভারের শেষে চেন্নাই ১৯-২। বল সুইং করছে কিছুটা। তাই অনেকাংশে একটু সাবধানী ভাবে খেলছেন ফাফ ও রায়াডু। 

19 Sep 2020, 09:56:37 PM IST

আউট ছিলেন না বিজয়!

রিপ্লেতে দেখা যাচ্ছে যে বলটি উইকেটে লাগছে না। সেই কথা তাঁকে বলেও ছিলেন ডুপ্লেসি। কিন্তু মানেন নি বিজয়। রিভিউ নিলে বেঁচে যেতেন। ৩ ওভার শেষে চেন্নাই ১২-২। 

19 Sep 2020, 09:55:03 PM IST

শুরুতেই বিপাকে চেন্নাই

প্রথম ওভারে আউট হলেন ওয়াটসন। মাত্র চার রান করে। উইকেট নেন মুম্বইয়ের নতুন ক্রিকেটার বোল্ট। দ্বিতীয় ওভারে আরেক নতুন ক্রিকেটার প্যাটিনসন আউট করলেন মুরলী বিজয়কে। মাত্র এক রানে আউট তিনি। দুই ওভারে ৬-২ চেন্নাই। 

19 Sep 2020, 09:39:20 PM IST

সবাই উইকেট পেয়েছেন চেন্নাইয়ের

৩৮ রানে তিন উইকেট পেয়ে সেরা পারফরমেন্স এনগিডির। বিপজ্জনক পোলার্ড ও ক্রুনালকে ফেরান তিনি। তবে মাত্র এক উইকেট পেলেও এদিনের সেরা বোলার ছিলেন চাওলা। ২১ রানে রোহিতের উইকেটটি নিয়েছেন তিনি চার ওভারে, কিন্তু তাঁর সামনে আত্মবিশ্বাসী দেখায়নি কোনও ব্যাটারকে। ৪২ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন জাডেজা। করোনা সারিয়ে এসে ৩২ রানে দুই উইকেট নিয়েছেন চাহার। ফিল্ডিং আরেকটুু ভালো হলে প্রায় ৬-৭ রান কম চেজ করতে হত চেন্নাইকে। 

19 Sep 2020, 09:35:36 PM IST

মুম্বইয়ে হয়ে টপ স্কোর করলেন সৌরভ তেওয়ারি

তিনি যে খেলবেন সেটাই কেউ জানত না। কিন্তু এদিন মুম্বইকে লড়াইতে রাখলেন সৌরভ তেওয়ারি। করেছেন ৩১ বলে ৪২। ডি কক করেন ২০ বলে ৩৩। স্টার্ট পেয়েও বড় রান করতে ব্যর্থ রোহিত (১২), সূর্য কুমার (১৭), হার্দিক (১৪) ও পোলার্ড (১৮)। ঠিক গুরুত্বপূর্ণ সময় পরপর উইকেট পেয়ে ইনিংসে রাশ টেনে রাখেন চেন্নাইয়ের বোলাররা। ১২১-৩ থেকে ১৫৬-৯ হয়ে যাওয়ার জন্য মূলত দায়ী মিডল অর্ডার। 

19 Sep 2020, 09:31:54 PM IST

১৬৩ টার্গেট চেন্নাইয়ের জন্য 

১৬২ রানে নয় উইকেটে শেষ করল মুম্বই। শেষ ওভারে এল মাত্র ছয় রান। 

19 Sep 2020, 09:21:01 PM IST

আবার উইকেট এনগিডির 

এবার উইকেট নিলেন প্যাটিনসনের। মারতে গিয়ে লং অনে ক্যাচ দিলেন তিনি। ১৯ ওভার শেষে মুম্বই ১৫৬-৮ 

19 Sep 2020, 09:16:25 PM IST

পোলার্ড আউট!

বড় উইকেট পেলেন এনগিডি। মারতে গিয়ে আউট পোলার্ড। ক্যাচ নিলেন ধোনি। ১৮ করে আউট তিনি। 

19 Sep 2020, 09:15:00 PM IST

১৮ ওভার শেষে ১৫১-৬

এগারো রান এল কারেনের ওভারে। দুটি খারাপ বল করলেন তিনি, একটি একটি করে চার মারলেন পোলার্ড ও প্যাটিনসন

19 Sep 2020, 09:05:35 PM IST

আউট ক্রুনাল

গ্লান্স করতে গিয়ে ধোনির হাতে ধরা পড়লেন ক্রুনাল পান্ডিয়া। ছন্দে না থাকলেও উইকেট পেলেন এনগিডি। এখন প্রায় সবকিছু পোলার্ডের ওপর নির্ভরশীল। মুম্বই-১৪০-৬, ১৭ ওভারের শেষে। 

19 Sep 2020, 09:02:59 PM IST

১৬ ওভারে ১৩৬-৫

আর চার ওভার বাকি। ক্রিজে আছেন পোলার্ড ও ক্রুনাল। মুম্বইয়ের জন্য ভালো খবর হল যে দুই স্পিনারের কোটা শেষ হয়ে গিয়েছে। পেসাররা তেমন ছন্দে নেই। তাই ৪ ওভারে কমপক্ষে ৫০ রান করতে চাইবে মুম্বই। 

19 Sep 2020, 08:57:02 PM IST

ফের ডুপ্লেসির জাদু 

এবার বাউন্ডারিতে মারতে গিয়ে আউট হলেন হার্দিক। জাডেজার বলে ১৪ রানে আউট তিনি।  এই উইকেটটিরও কৃৃতিত্ব নিতে পারেন ফাফ ডুপ্লেসি। অনবদ্য ক্যাচ নিলেন তিনি১৫ ওভারে ১২৬-৫

19 Sep 2020, 08:52:56 PM IST

আউট!

বাউন্ডারিতে দুরন্ত ক্যাচ নিলেন ফ্যাফ ডুপ্লেসি। আউট হলেন ফর্মে থাকা সৌরভ তেওয়ারি ৪২ করে। মুম্বই ১২১-৪, ১৪.১ ওভারে। উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। 

19 Sep 2020, 08:49:18 PM IST

ব্যর্থ রিভিউ করল চেন্নাই

চাওলার বল পায়ে লাগল সৌরভের। আউট দেন নি আম্পায়ার। তবুও ধোনি রিভিউ নিলেন। কিন্তু উইকেটে লাগছিল না বল। তাই সিদ্ধান্ত বদলের উপায় নেই। মুম্বই- ১২১-৩, ১৪ ওভার বাদে 

19 Sep 2020, 08:45:17 PM IST

১১৬-৩ মুম্বই ১৩ ওভার বাদে

ছন্দ পাচ্ছেন না এনগিডি। সহজেই তাকে মারছেন সৌরভ তেওয়ারি। সৌরভকে খেলানো নিশ্চিত ভাবেই রোহিতের মাস্টারস্ট্রোক। সবাই ভেবেছিলেন ইশান কিষান খেলবেন। তার জায়গায় খেলছেন সৌরভ ৩৯ রানে অপরাজিত। 

19 Sep 2020, 08:40:16 PM IST

ক্রিজে এসেই তুফানি হার্দিক

৫ বলের মধ্যে জাডেজাকে দুটি ছয় মারলেন তিনি। ১২ ওভারে ১০৫-৩

19 Sep 2020, 08:35:35 PM IST

আউট!

বড় উইকেট পেল চেন্নাই। মারতে গিয়ে আউট হলেন সূর্য কুমার যাদব (১৭)। আউট করলেন করোনা জয়ী দীপক চাহার। ১১ ওভারে ৯২-৩। 

19 Sep 2020, 08:28:23 PM IST

১০ ওভারে ৮৬-২

মাত্র তিন দিলেন পীযূষ চাওলা। এখনও পর্যন্ত চেন্নাইয়ের সেরা বোলার হিসাবে উঠে এসেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

19 Sep 2020, 08:23:28 PM IST

৯ ওভারে ৮৩-২

জাদেজার ওভার থেকে ১৫ রান নিলেন মুম্বইয়ের ব্যাটাররা। একটি ছয় ও একটি চার মারলেন সৌরভ। সূর্যকুমার ১৫ ও সৌরভ ২১ রানে অপরাজিত। পরবর্তী পাঁচ ওভারে মুম্বইকে আটকাতে না পারলে ২০০-র স্বপ্ন দেখতেই পারে রোহিতের দল। 

19 Sep 2020, 08:13:14 PM IST

দুই ভারতীয় ঘরোয়া ক্রিকেটার ব্যাটিং করছেন

সৌরভ তেওয়ারি ও সূর্য কুমার যাদব এখন মিডলে। কীভাবে ইনিংসটাকে আবার গড়েন তারা সেটাই দেখার। ৭ ওভার শেষে মুম্বই ৬০-২ 

19 Sep 2020, 08:07:02 PM IST

পরপর উইকেট!

এবার আউট ইন ফর্ম ডি কক। কুরানের সাদামাটা স্লোয়ার বল, কিন্তু টাইম করতে পারলেন না ডি কক। মিড উইকেটে ওয়াটসনের হাতে ক্যাচ হয়ে আউট হলেন তিনি ৩৩ রান করে। খুব খুশি এনগিডি! 

19 Sep 2020, 08:01:56 PM IST

স্পিনে ভরসা ধোনির

চেন্নাইয়ের নতুন রিক্রুট পীযূষ চাওলা ফেরালেন রোহিত শর্মাকে। মিস টাইম করে মিড অফে কুরানকে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। 

19 Sep 2020, 07:58:02 PM IST

ভিআইপি বক্সে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ ভিআইপি বক্সে বসে আছেন। কোভিড নিয়ম মেনে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছেন। নির্বিষ পিচে চেন্নাইয়ের বোলাররা খেই পাচ্ছেন না। এনগিডিও তেমন দাগ কাটতে পারলেন না প্রভাব ওভারে। নানান ভাবে ইম্প্রোভাইজ করে খেলছেন কুইন্টন ডি কক। ৪ ওভারে ৪৫-০, ডি কক অপরাজিত ৩১ রানে। 

19 Sep 2020, 07:52:07 PM IST

৩ ওভারে ২৭-০

দীপক চাহারের গতিতে এই পিচে প্রভাব ফেলা খুব শক্ত। সহজেই তাঁকে মারছেন মুম্বইয়ের ক্রিকেটাররা। ডি কক ১৬ রানে ও রোহিত ১১ রানে নট আউট

19 Sep 2020, 07:47:15 PM IST

২ ওভারে ১৯-০

পিচ বেশ মন্থর, কারেন একটু সুইং জোগাড়ের খোঁজে ছিলেন। চতুর্থ বলটা আলগা দিয়ে ফেলেছিলেন, সহজেই চার মারলেন রোহিত। 

19 Sep 2020, 07:45:34 PM IST

প্রথম ওভারেই বারো রান

কিছুটা হলেও ছন্দহীন লাগল দীপক চাহারকে। প্রথম বলেই চার মারলেন রোহিত, আরেকটি চার ফ্লিক করে মারলেন ডি কক। মিস ফিল্ডিংও হল চেন্নাইয়ের তরফ থেকে

19 Sep 2020, 07:36:48 PM IST

করোনা সারিয়ে মাঠে দীপক

করোনাকে জয় করে মাঠে ফিরছেন দীপক চাহার। তাৎপর্যপূর্ণভাবে, তার হাত দিয়ে হচ্ছে আইপিএলের শুরু। প্রথম ওভার করবেন তিনি। সামনে রোহিত শর্মা। 

19 Sep 2020, 07:25:26 PM IST

দলের বিশ্লেষণ

চেন্নাই দলে ওপেনিংয়ে থাকবেন অভিজ্ঞ বিজয় ও ওয়াটসন। তিনে ফ্যাফ, চারে রায়াডু, পাঁচে কেদার, ছয়ে ধোনি, ছয়ে জাডেজা ও সাতে কুরান। নিশ্চিত ভাবেই খুবই শক্তিশালী লাইন আপ রায়নার অনুপস্থিতিতেও। বোলিংয়ে আছেন দীপক চাহার, পীযূষ চাওলা ও এনগিডি। শুরুতে ভালো স্টার্ট পেলে চেন্নাইকে থামানো শক্ত হবে। মুম্বই দলে ওপেনিং করছেন কুইন্টন ডি কক ও রোহিত শর্মা। তিনে সূর্যকুমার যাদব ও চারে সৌরভ তেওয়ারি। এরপর দুই পান্ডিয়া ভাই ও তারপর পোলার্ড। বোলিংয়ে আছেন প্যাটিনসন, চাহার, বোল্ট ও বুমরাহ। দুই চাহার ভাই মুখোমুখি হবেন এই ম্যাচে। 

19 Sep 2020, 07:19:12 PM IST

টসের মুহূর্ত

প্রায় এক বছরের বেশি সময় বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ধোনি। বেশ ফুরফুরে মেজাজে লাগছে তাঁকে 

19 Sep 2020, 07:14:41 PM IST

দুই  দলের বিন্যাস 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.