সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের উদ্যম নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। মাঠে মুম্বইয়ের খেলোয়াড়রা ‘ঝিমোচ্ছিলেন’ বলেও ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকী সেই শারীরিক ভঙ্গিমা দেখে ভেবেছিলেন, প্রথম কোয়ালিফায়ারে রোহিত শর্মাদের উড়িয়ে দেবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু মুম্বইয়ের দাপুটে পারফরম্যান্সের পর নিজের ভুল স্বীকার করলেন গ্রেম সোয়ান।
(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
বৃহস্পতিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে ২০০ রান তোলে মুম্বই। মাঝের কয়েক ওভার বাদ দিয়ে দিল্লির বোলারদের শাসন করেছেন কুইন্টন ডি'কক, ইশান কিষান, হার্দিক পান্ডিয়ারা। সেই রান তাড়া করতে নেমে আট উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি দিল্লি। ব্যাট হাতে তো দিল্লিকে ন্যূনতম লড়াইয়েরও সুযোগ দেননি ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহরা। কয়েকটি মিস ফিল্ডিং এবং রোহিতের শূন্য রান ছাড়া মুম্বইয়ের পারফরম্যান্স ছাড়া একেবারে নিঁখুত ছিল। তাতে নিজের ভুল স্বীকার করেছেন প্রাক্তন ইংরেজ তারকা।
তিনি বলেন, 'আমি পুরোপুরি ভুল ছিলাম। গত ম্যাচে (মুম্বইয়ের) ছন্দহীন পারফরম্যান্সের পর আমি ভেবেছিলাম মুম্বইকে উড়িয়ে দেবে দিল্লি। আমি ভেবেছিলাম মুম্বই হারবে। আমি ভুল প্রমাণিত হলাম।'
অথচ গ্রুপ লিগের শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি মুম্বই। হেরেছিল ১০ উইকেটে। বোল্ট, বুমরাহ দলে না থাকলেও রোহিতদের উদ্যম নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন সোয়ান। সেই ম্যাচের ফলাফলের দিকে কলকাতা নাইট রাইডার্স তাকিয়ে থাকায় প্রাক্তন ইংরেজ বোলার বলেছিলেন, ‘এটা কেকেআরের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঝিমানো মুম্বইয়ের বিরুদ্ধে খেলল সানরাইজার্স হায়দরাবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।