
RCB vs KKR: রাসেল কি খেলবেন? আভাস KKR-এর, ‘অবাক’ নারিনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্টে
১ মিনিটে পড়ুন . Updated: 12 Oct 2020, 04:01 PM IST- বিরাট কোহলিদের নামার আগে রাসেলের চোট প্রসঙ্গে আভাস কলকাতার।
আন্দ্রে রাসেল কি আদৌও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন? সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে একটি টুইটবার্তায় রাসেলের খেলার বিষয়ে কিছুটা আভাস দিল নাইট শিবির।
সোমবার বেলা ১২ টা নাগাদ কেকেআরের তরফে রাসেলের একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ‘মাসেল রাসেল অবতরণ করেছেন। আজ রাতে কয়েকটি (বল) কক্ষপথ পাঠানোর অনুশীলন করছেন।’
কেকেআরের সেই টুইটবার্তায় স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে রাসেল যে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামছেন, তা নিয়ে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই টুইটে অবশ্য একটা বিষয় স্পষ্ট যে আগে থেকে রহস্য ভাঙতে চাইছে না কেকেআর, যাতে বিরাটরা আগে থেকেই কোনও নির্দিষ্ট পরিকল্পনা করতে না পারেন।
দেখুন আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর, পয়েন্ট তালিকা
সম্ভবত সেই কারণেই প্রথম থেকেই রাসেলের চোট নিয়ে নাইট শিবিরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শুধুমাত্র কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের শেষে দীনেশ কার্তিক বলেছিলেন, 'যখনই রাসেল চোট পান, তখন আপনি বুঝতে পারেন সেটা গুরুতর। রাসের অত্যন্ত স্পেশাল খেলোয়াড়। আমাদের গিয়ে ওঁকে দেখতে হবে।'
সেই ম্যাচেই আবার কেকেআরের উদ্বেগ বাড়িয়েছেন সুনীল নারিন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁর বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে। যদিও সেই খবরে 'অবাক' হয়েছে নাইট শিবির। সোমবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৫ সালের আইপিএলে শেষবার নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা পড়েছিল। তারপর আইসিসি অনুমোদিত পরীক্ষাগার থেকে ছাড়পত্র পেয়ে আবারও বোলিং শুরু করেন। তারপর থেকে ৬৮ টি ম্যাচ থেলেছেন ক্যারিবিয়ান তারকা। এবার ছ'টি ম্যাচ খেলছিলেন। কিন্তু তখনও পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে ম্যাচের অফিসিয়ালদের তরফে কিছু জানানো হয়নি বলে দাবি করেছে কেকেআর।
কেকেআরের যাবতীয় খবর দেখতে ক্লিক করুন এখানে
একইসঙ্গে কেকেআরের তরফে বলা হয়েছে, ‘এটা বলেও তাঁর অ্যাকশন পর্যালোচনার জন্য আইপিএল যে পদক্ষেপ করেছে, তার প্রতি ভরসা রাখছি আমরা। এই বিষয়ে আমরা আইপিএলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছি।’