বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > RCB vs MI: আনফিট সৌরভের পরিবর্তে খেলে ট্র্যাজিক হিরো ইশান, রুদ্ধশ্বাস ম্যাচে জয় বিরাটদের

RCB vs MI: আনফিট সৌরভের পরিবর্তে খেলে ট্র্যাজিক হিরো ইশান, রুদ্ধশ্বাস ম্যাচে জয় বিরাটদের

আনফিট সৌরভের পরিবর্তে খেলে ট্র্যাজিক হিরো ইশান (ছবি সৌজন্য এএনআই)

সুপার ওভারে নভদীপ সাইনির নিখুঁত বলে কার্যত কিছু করতে পারেননি পোলার্ড ও হার্দিক পান্ডিয়া।

যদি না সৌরভ তিওয়ারি আনফিট থাকতেন, তাহলে খেলার সুযোগ পেতেন না। আর সেই ইশান কিষানই ব্যাঙ্গালোরের গ্রাস থেকে কার্যত ম্যাচ বের করে নিয়েছিলেন। কিন্তু কয়েক গজের জন্য হিরো হতে পারলেন না, ট্র্যাজিক হিরো হিসেবে মাঠ ছাড়তে হল বাঁ-হাতি ব্যাটসম্যানকে।

১৯.৫ ওভারে যখন তিনি আউট হন, তখন মুম্বইয়ের দু'বলে দরকার ছিল পাঁচ রান। আগের দুটো বলের মতোই ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু ডিপ মিড-উইকেটের বাউন্ডারি পার হওয়ার আগে বল দেবদূত পাড়িক্কালের হাতে জমা পড়ে যায়। তার ফলে মাত্র এক রানের জন্য শতরান ফস্কান কিষান। শুধু তাই নয়, মুম্বইকে জেতার লাইনও পার করতে পারেননি। 

RCB vs MI ম্যাচে কখন, কী হয়েছে, দেখে নিন এখানে

কিন্তু তারপর তাঁকে সুপার ওভারে নামানো হয়নি। তা নিয়ে ভ্রূ কুঁচকেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও ম্যাচ শেষে রোহিত শর্মা দাবি করেন, ইশানকে ‘ফ্রেশ’ লাগছিল না। সেই যুক্তিতে অবশ্য অনেকেই সন্তুষ্ট নন। তাঁদের প্রশ্ন, যে ছেলেটা প্রথম দিকে স্পিনারদের বিরুদ্ধে খেলতে না পারলেও পেসারদের অনায়াসে মাঠের বাইরে ফেলছিলেন বা যে ছেলেটা সদ্য ৫৮ বলে ৯৯ করে উঠেছেন, তিনি ছ'টা বল খেলতে পারতেন না?

মুম্বইয়ের সেই পরিকল্পনার মতো টসে জিতে রোহিতের বল করতে চাওয়ার সিদ্ধান্তেও অবাক হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মাঠেও খুব একটা সফল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের পরিকল্পনা। বরং এবি ডি'ভিলিয়ার্সের অপরাজিত ৫৫ রান (২৪ বল) শিব দুবের অপরাজিত ২৭ রানের (১০ বল) সৌজন্যে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে অ্যারন ফিঞ্চ ৫২ ও দেবদূত পাড়িক্কাল ৫৪ রান করে বড় রানের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন। মাঝের কিছুটা সময়ে রাহুল চাহার ছাড়া কোনও মুম্বই বোলারই তেমন দাগ করতে পারেননি। বিশেষত জসপ্রীত বুমরাহ বেধড়ক মারেন ডি'ভিলিয়ার্স।

আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন

একইভাবে বিরাট কোহলির দলের বোলিংকে আক্রমণের পরিকল্পনা নিয়েছিল মুম্বই। কিন্তু দুবাইয়ের বড় মাঠে রান তাড়া করতে মেনে ওয়াশিংটন সুন্দরের দাপটে সেই কাজ করতে পারেননি রোহিতরা। শুরুতেই একের পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যান তাঁরা। সুন্দর তো চার ওভারে মাত্র ১২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। তাঁর পাশাপাশি যুজবেন্দ্র চহাল, অ্যাডাম জাম্পারাও ভালো করেন। তার জেরে শেষ পাঁচ ওভারে ৯০ রান দরকার ছিল মুম্বইয়ের। সেখান থেকেই ম্যাচ ঘোরান ইশান ও কায়রন পোলার্ড। কিন্তু ফিনিশিং লাইন পার করতে পারেননি তাঁরা। ৩০ বলে করেন ৮৯ রান তোলেন। জেতার জন্য শেষ বলে মুম্বইয়ের পাঁচ রান দরকার ছিল। শর্ট বলে পোলার্ড চার রান মারেন। ২৪ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তিনি।

তবে সুপার ওভারে নভদীপ সাইনির নিখুঁত বলে কার্যত কিছু করতে পারেননি পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। একটা বাউন্ডারির সৌজন্যে এক উইকেট হারিয়ে সাত রান তোলে মুম্বই। তাতে কোনও লাভ হয়নি অবশ্য। বিরাট ও ডি'ভিলিয়ার্স সহজেই সেই রান তুলে দেন। 

বিরাটের চারের পর ব্যাঙ্গালোরের খেলোয়াড়রা মাঠে ঢুকে উচ্ছ্বাস করছিলেন, তখনও প্যাড পরেছিলেন ইশান। হয়তো ভাবছিলেন, কেন তাঁকে নামানো হল না সুপার ওভারে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মণিপুরে ৪৭টি বুথে ফের ভোট চাইছে কংগ্রেস, অভিযোগটা কী? অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, ‘আমাদের দেখা…’ পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার উত্তর কলকাতার মুরারিপুকুরে হেলে গিয়েছে বাড়ি, ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা তাপপ্রবাহের মধ্যেই সন্দেশখালির এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেড়াচ্ছে CBI, কী হল আবার ছেলের বিয়ের চিন্তায় ঘুম উড়েছে মায়ের, সায়ন্তন বললেন, ‘প্রেম করছি, কিন্তু…’ সোনার দাম বৈশাখে বিয়ের মরশুমে হু হু করে নামল কলকাতায়! শনিতে রুপোও সস্তা

Latest IPL News

পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.