বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > RR vs CSK- ছয়ের ফুলঝুরি শারজায়, চেন্নাইকে হারিয়ে জিতল রাজস্থান
সঞ্জু  স্যামসন

RR vs CSK- ছয়ের ফুলঝুরি শারজায়, চেন্নাইকে হারিয়ে জিতল রাজস্থান

জয় দিয়ে শুরু করল স্টিভ স্মিথের দল। 

স্কোরবোর্ডকে গাধা বলেছিলেন নেভিল কার্ডাস। সেই ঔদ্ধত্য না দেখালেও একথা বলাই যায়, এদিন খাতায় কলমে মাত্র ১৬ রানে চেন্নাই হারলেও ম্যাচে কোনও সময়ই প্রায় তারা এগিয়ে ছিল না। প্রথম থেকে দাপটের সঙ্গে খেলে সহজ জয় ছিনিয়ে নিল স্টিভ স্মিথের রাজস্থান। আইপিএল সংক্রান্ত সব খবর দেখুন এখান থেকে । 

22 Sep 2020, 11:45:11 PM IST

বোলারদের দুষলেন ধোনি

ব্যাটিংয়ে ভালো শুরু না হওয়ায় পিছিয়ে যাওয়ার কথা বললেন মাহি। তারপর তিনি বললেন যে রাজস্থানের বোলাররা যেখানে বল করেছে সেরকম চেন্নাইয়ের বোলাররা পারেনি। একই সঙ্গে নো বলের কথা উল্লেখ করলেন তিনি। ২০০ তাড়া করতে হলে চেন্নাই জিতে যেত বলে উল্লেখ করে ডু প্লেসির প্রশংসা করেন তিনি। তবে রাজস্থানের হয়ে যেভাবে স্টিভ ও সঞ্জু খেলেন, সেটারও ভূয়সী তারিফ করেন ক্যাপ্টেন কুল। 

22 Sep 2020, 11:38:12 PM IST

জয় দিয়ে শুরু রাজস্থানের 

অধিনায়ক স্মিথ (৬৯) ও সঞ্জু স্যামসনের (৭৪) অনবদ্য ব্যাটিংয়ের পর কিছুটা খেই হারিয়েছিল দল। কিন্তু ব্যাট হাতে জোফরা আর্চারের নক আউট পাঞ্চ শেষ ওভারে রাজস্থানকে মোমেন্টাম দিয়ে দেয়ে। বোলিংয়ে স্যাম কারেন (৩-৩৩) ও চাহার ( ১-৩১) কেউ দাগ কাটতে পারেননি। চেন্নাই ব্যাটিংয়ে প্রথম থেকেই ছন্দহীন। ডুপ্লেসি (৭২)যখন মারলেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কৃতিত্ব দিতে হবে রাহুল তেওয়াটিয়াকে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার জন্য। ভালো বল করেছেন জোফরা আর্চার (১-২৬) ও শ্রেয়স গোপালও (১-৩৮)। রাজস্থান মিডল অর্ডার নিয়ে চিন্তায় থাকবে, চেন্নাইকে চাপে রাখবে টপ অর্ডার

22 Sep 2020, 11:23:12 PM IST

ম্যাড়ম্যাড়ে ইনিংস ধোনির

আগের ম্যাচে তেমন করার কিছু ছিল না। এদিন অনেক পরে এলেন এবং কার্যত কিছুই করতে পারলেন না মাহি। বল ঠিক করে ব্যাটই লাগল না। টাইমিংয়ের অভাবে ভুগলেন তিনি প্রথম থেকে। শেষ ওভারে এল একটি দুটি ছয়, কিন্তু তাতে কি আর মন ভরে সমর্থকদের! ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকলেন ধোনি। চেন্নাই হারল ১৬ রানে। 

22 Sep 2020, 11:19:50 PM IST

আউট ডুপ্লেসি

৩৭ বলে ৭২ করলেন ডুপ্লেসি কিন্তু শেষে আর্চারের বলে হুক করতে গিয়ে উইকেটরক্ষক স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট। 

22 Sep 2020, 11:16:05 PM IST

১২ বলে ৪৮ রান চাই 

ডুপ্লেসি ভালো খেলছেন কিন্তু অন্যদিকে নিষ্প্রভ ধোনি। ১১ বলে মাত্র আট রান করেছেন তিনি। এটাই কুড়ি রান হলে কিছুটা সুবিধে হত চেন্নাইয়ের। 

22 Sep 2020, 11:10:35 PM IST

২৯ বলে পঞ্চাশ ডুপ্লেসির

প্রথমে ঠুকে খেললেও এবার চালাচ্ছেন ডুপ্লেসি। ২৯ বলে ৫৫ রানে নট আউট। ওভার থেকে এল ২১। ১৮ বলে ৫৮ রান চাই। 

22 Sep 2020, 11:05:58 PM IST

১৬  ওভারে ১৩৮-৫ 

চার  ওভারে ৭৯ রান করতে হবে। খুবই কঠিন, ক্রিজে আছেন ডুপ্লেসি ৩৬ ও ধোনি চার রানে। ভালো নেট রান রেটের জন্য কি খেলছে চেন্নাই, সেই প্রশ্নও উঠছে। যেভাবে মারা দরকার, সেটা দেখা যাচ্ছে না। 

22 Sep 2020, 10:59:52 PM IST

ক্যাচ পড়ল ডুপ্লেসির

আরেকটা উইকেট পড়তে পড়তে বেঁচে গেল। ডুপ্লেসির ক্যাচ মিস জাজ করলেন পরাগ। কিন্তু এখনও অনেক রান বাকি। ১৫ ওভার শেষে ১৩১-৫। অবশেষে চালাচ্ছেন ডুপ্লেসি। কিন্তুু খেলা ইতিমধ্যেই হাত থেকে বেরিয়ে গেছে কিনা, সেটাই প্রশ্ন। 

22 Sep 2020, 10:53:05 PM IST

অনবদ্য ক্যাচ নিলেন স্যামসন

টম কারেনের বলে এজ লাগল কেদারের, স্পট জাম্প দিয়ে দুর্ধর্ষ ক্যাচ নিলেন স্যামসন। তাঁর জন্য আজকের ম্যাচ স্বপ্নের মতো চলছে। ক্রিজে এলেন ধোনি। ১১৪-৫ চেন্নাই। 

22 Sep 2020, 10:45:21 PM IST

টেস্ট না টি-২০ 

আস্কিং রেট ১৫ অন্যদিকে সিঙ্গল নিচ্ছেন চেন্নাইয়ের প্লেয়াররা। অবাক কমেন্টেটাররা। ১৩ ওভার শেষে ১০৮-৪।  কেদার অপরাজিত ২১ রানে , ডুপ্লেসি ১৩ রানে । ৭ ওভারে ১০৯ রান বাকি! 

22 Sep 2020, 10:39:59 PM IST

পরপর তিনটি চার মারলেন কেদার

অবশেষে ঘুম ভেঙেছে। গোপালের চতুর্থ ওভারের প্রথম তিন বলে চার মারলেন কেদার যাদব। ১২ ওভার শেষে ১০১-৪

22 Sep 2020, 10:32:57 PM IST

বেড়ে চলেছে আস্কিং রেট 

১০ ওভারে ৮২-৪। ক্রিজে এসেছেন ডুপ্লেসি ও যাদব। ২১৬ এখন অনেক দূর। 

22 Sep 2020, 10:28:07 PM IST

স্টাম্প ঋতুরাজ!

প্রথম বলেই মারতে গিয়ে স্টাম্প আউট হলেন ঋতুরাজ। করোনা জয়ী ক্রিকেটারের স্বপ্নের অভিষেক হল না। ১৭ রানে তিন উইকেট নিয়েছেন তেওয়াটিয়া। 

22 Sep 2020, 10:22:37 PM IST

আউট কারেন

৬ বলে ১৭ রান করে আউট হলেন স্যাম কারেন। তেওয়াটিয়াকে মারতে গিয়ে ফ্লাইট মিস করলেন তিনি। সহজ স্টাম্প। ৭৭-৩, ৮.৫ ওভারে 

22 Sep 2020, 10:20:58 PM IST

এসেছেন কারেন

এসেই দুর্ধষ খেলছেন স্যাম কারেন। বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন তিনি। সঞ্জুর মতো ইনিংস কি তিনি খেলতে পারবেন, সেটাই দেখার। 

22 Sep 2020, 10:16:13 PM IST

আউট বিজয় 

শ্রেয়স গোপালের সাদামাটা বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হলেন বিজয়। ২১ রানে আউট হলেন তিনি। বিজয়কে সত্যিই আগের ছায়া লাগছিল। এভাবে চললে খুব বেশি ম্যাচ পাবেন না তিনি। ৫৮-২, ৭.৩ ওভারে 

22 Sep 2020, 10:13:18 PM IST

আউট!

প্লেড অন হলেন ওয়াটসন। ভালো ফর্মে ছিলেন কিন্তু তেওটিয়াকে একটু হেলাফেলা করতে গিয়ে কাল হল। ৩৩ রানে আউট তিনি। ৭ ওভারে ৫৭-১ 

22 Sep 2020, 10:08:43 PM IST

৬ ওভারে ৫৩-০

আচমকাই হাত খুলেছেন শেন ওয়াটসন। পরপর দুটি ছয় ও একটি চার মারলেন তিনি টম কারেনকে। ওয়াটসন ৩২ ও বিজয় ১৯ রানে নট আউট

22 Sep 2020, 09:57:25 PM IST

চার ওভার শেষে ২৫-০

জোফরা আর্চারকে দুর্ধষ ছয় মারলেন ওয়াটসন। অন্যদিকে বিজয়ও ভালো টাচে আছেন। এদের মধ্যে একজনকে অন্তত ১৫ ওভার অবধি খেলতে হবে। বড় ভিত দরকার চেন্নাইয়ের। 

22 Sep 2020, 09:46:06 PM IST

সাবধানী শুরু চেন্নাইয়ের

প্রথম দুই ওভারে আট রান করল চেন্নাই। বিজয় করেছেন পাঁচ, ওয়াটসন তিন। অনেক রান করতে হবে চেন্নাইকে, তাই খুব ঠুকে খেলার বিলাসিতা নেই। 

22 Sep 2020, 09:16:08 PM IST

পরপর চারটি ছয় আর্চারের

লেংথ বল করছেন এনগিডি শেষ ওভারে। সহজেই তিনটি ছয় মারলেন আর্চার। নো বলও করেলেন এনগিডি। সেটাতও ছয় মারলেন আর্চার। সেটা আবার নো বল। তার পরের বলটি ওয়াইড করলেন তিনি। অর্থাৎ ২ বলে ২৭ হল। শেষ অবধি ৩০ রান হল ওভার থেকে। ৭৪ করলেন স্যামসন, স্মিথ ৬৯ ও মাত্র আট বলে ২৭ নট আউট থাকলেন জোফরা আর্চার। সবমিলিয়ে ২১৬ করল রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের হয়ে কারেন ৩৩ রানে তিন উইকেট ও চাহার ৩১ রানে এক উইকেট নজর কাড়েন। 

22 Sep 2020, 09:12:26 PM IST

৪৭ বলে ৬৯ রান করে আউট স্মিথ

কারেনকে মারতে গিয়ে যাদবের হাতে ক্যাচ আউট হলেন স্টিভ স্মিথ। করলেন ৬৯। ১৯ ওভার শেষে ১৮৬-৭। 

22 Sep 2020, 09:09:42 PM IST

আউট তারপর আউট নয় টম কারেন!

চাহারের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিল কারেন। তিনি বলেন যে ব্যাটে লাগেনি, কিন্তু রিভিউ শেষ। এরপর আম্পায়ার চেক করেন ক্যাচের জন্য। দেখা যায় ধোনি ধরার আগেই বল বাউন্স করেছিল। সেটা দেখে আউট বাতিল করেন আম্পায়ররা।  ১৮ ওভারে ১৭৭-৬

22 Sep 2020, 08:59:07 PM IST

আউট পরাগ

৩ বলে ৬ রান করে আউট হলেন তিনি। উইকটে স্যামের। ১৭ ওভার শেষে ১৭৩-৬। 

22 Sep 2020, 08:56:16 PM IST

আউট তেওটিয়া

চালাতে গিয়ে এলবি হলেন নতুন ব্যাটসম্যান তেওটিয়া। উইকেট পেলেন স্যাম কারেন। দশ করলেন তিনি

22 Sep 2020, 08:47:50 PM IST

৫ রান করেই আউট উথাপ্পা

চাওলাকে ছয় মারতে গিয়ে ঠিক করে টাইম করতে পারলেন না তিনি। বাউন্ডারিতে ভালো নিচু ক্যাচ ডুপ্লেসির। মাত্র পাঁচ করলেন উথাপ্পা নতুন দলের হয়ে। নতুন ব্যাটার তেওয়াটিয়া। ১৫ ওভারে শেষে ১৫৪-৫ রাজস্থান। নিজের চার ওভারে ৫৫ দিলেন চাওলা। 

22 Sep 2020, 08:41:34 PM IST

স্মিথের ক্যাচ ফেললেন কারেন

স্যাম কারেন জাডেজার বলে স্মিথের ক্যাচ ফস্কালেন বাউন্ডারিতে। ওভার বাউন্ডারি হল সেটি লং অফে। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১৪৯-৩। স্মিথ নট আউট ৫৯ রানে। ২২৫ কি করতে পারবে রাজস্থান। 

22 Sep 2020, 08:37:22 PM IST

৩ রান দিলেন চাওলা

স্যামসন ফিরেছেন, চাওলায় ফিরলেন স্বমহিমায়। তেরোতম ওভারে দিলেন মাত্র তিন রান। 

22 Sep 2020, 08:33:51 PM IST

মিলার রান আউট

স্মিথ দুই রান নিতে গেলেন, কিন্তু সেই চক্করে রাজস্থানের জন্য অভিষেকে শূন্য় রানে আউট হলেন ডেভিড মিলার। ১২ ওভারে ১৩৪-৩ 

22 Sep 2020, 08:31:13 PM IST

আউট! 

চালাতে গিয়ে ডিপ কভারে আউট হলেন সঞ্জু স্যামসন। উইকেট পেলেন এনগিডি। ৩২ বলে ৭৪ করলেন স্যামসন। নয়টি ছয় ও একটি চার মারেন তিনি।  

22 Sep 2020, 08:23:49 PM IST

১০ ওভারে ১১৯-১

১৯ রানের ওভার দিলেন পীযূষ। বল পিচ আপ করছেন ও অনায়াসে ছয় মারছেন দুই ব্যাটার। সঞ্জু ৬৬ ও স্মিথ ৪৫ রানে নটআউট। 

22 Sep 2020, 08:13:48 PM IST

১৯ বলে পঞ্চাশ করলেন সঞ্জু

চাওলাকেও একই পরিণতি। আসা মাত্রই দুটি ছয় মারলেন সঞ্জু। তারপর ফের আবার একটা ছক্কা মারলেন তিনি। ফ্রি হিট থেকে ছয় মারলেন স্মিথ। আঠাশ রান চাওলার প্রথম ওভার থেকে। আগের দিন তাঁকে খেলতেই পারছিল না মুম্বইয়ের ব্যাটাররা। এটাই ক্রিকেট! ৮ ওভারে ৯৬ করল রাজস্থান এক উইকেটের লোকসানে। 

22 Sep 2020, 08:07:38 PM IST

পরপর ছয় সঞ্জুর

আজ পুরো আগুন ফর্মে সঞ্জু। জাডেজা ক্রিজে আসা মাত্রই তাঁকে দুটি বিশাল জয় মেরে অভ্যর্থনা জানালেন তিনি। ৭ ওভার শেষে ৬৮-১ 

22 Sep 2020, 08:04:26 PM IST

৬ ওভারে ৫৪-১

স্মিথ নট আউট ২৩ রানে, স্যামসন অপরাজিত ২৪ রানে। কিছুটা এলোমেলো বোলিং করেছে চেন্নাইয়ের বোলাররা। এছাড়াও ছোটো মাঠের সুবিধা উঠাচ্ছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। 

22 Sep 2020, 07:58:40 PM IST

সাবলীল সঞ্জু

একটা লাকি চার, তারপর দুর্ধষ ছয়। স্যাম কারেনের বলকে অনায়াসে মারলেন সঞ্জু স্যামসন। ৫ ওভারে ৪০-০ রাজস্থান। 

22 Sep 2020, 07:54:06 PM IST

ভালো শুরু স্মিথের

এনগিডিকে দারুন ছয় মারলেন স্মিথ। ১৬ রানে অপরাজিত তিন। অন্য প্রান্তে নতুন ব্যাটার সঞ্জু স্য়ামসন। চার ওভারে শেষে রাজস্থান ২৬-১ 

22 Sep 2020, 07:47:39 PM IST

স্যাম বনাম টমের লড়াই

আগের দিন চেন্নাইয়ের হয়ে দুর্ধষ খেলেছিল স্যাম কুরান। আজ রাজস্থানের হয়ে অভিষেক টম কুরানের। মুখোমুখি দুই ভাই। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার সামনা সামনি এই দুই ভাই। 

22 Sep 2020, 07:45:16 PM IST

আউট যশস্বী

ভালো শুরু করেছিল যশস্বী। তরুণ এই ক্রিকেটারের প্রতিভার কথা সবারই জানা। অনায়াসে খেলছিলেন দীপক চাহারকে। কিন্তু একটি বাউন্সার হুক করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। কট অ্যান্ড বোল্ড চাহার। রাজস্থান ১১-১, ছয় রানে বিদায় নিলেন যশস্বী। 

22 Sep 2020, 07:40:32 PM IST

ওপেন করছেন স্মিথ

স্মিথ ও তরুণ ভারতীয় ক্রিকেটার তেজস্বী জয়সওয়াল শুরু করেছেন। আগের ম্যাচের থেকে অবশ্য প্রথম ওভারটি ভালো বল করলেন দীপক চাহার। ১ ওভার  শেষে ৪-০ রাজস্থান। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.