টিম মালিককে জন্মদিনে দুরন্ত জয় উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার শুভেচ্ছা বার্তায় শাহরুখকে টম ক্রুজের সঙ্গে তুলনা করলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। বরং কিং খানকে প্রকৃতপক্ষে টম ক্রুজের থেকেও আকর্ষক বলে ব্যাখ্যা করেন ব্রিটিশ তারকা।
সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা শুভেচ্ছা বার্তায় মর্গ্যান শাহরুখকে নিয়ে বলেন, ‘সবাই শাহরুখকে ভারতের টম ক্রুজ হিসেবে বর্ণনা করে। আসলে ও টম ক্রুজের থেকেও আকর্ষক।’
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
দীনেশ কার্তিক শাহরুখ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে আছে, একবার আমি বালি গিয়েছিলাম। সেখানে অটো-রিক্সা ড্রাইভার আমাকে বলেছিল যে, অপনি ভারত থেকে এসেছেন। শাহরুখ খান, প্রীতি জিন্টা, বীর-জারা। শাহরুখ এরকমই জনপ্রিয়।’
আন্দ্রে রাসেল শাহরুখের সঙ্গে প্রথমবার দেখা হওয়া প্রসঙ্গে বলেন, ‘অসাধারণ মুহূর্ত ছিল সেটা। শাহরুখ অত্যন্ত ভদ্র ও নম্র। আমার পাশে দাঁড়িয়েছিল এবং জড়িয়ে ধরেছিল। আমি অত্যন্ত কঠোর প্রকৃতির। তা সত্ত্বেও আমি আপ্লুত হয়েছিলাম।’
প্যাট কামিন্স শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমাকে এখনও ২১ বছরের মনে হয়। সুতরাং জন্মদিনটা উপভোগ করো এবং আসন্ন জন্মদিনগুলোও।’