বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs CSK: সানরাইজার্সের বিরুদ্ধে বদলার ম্যাচ ধোনিদের, অনলাইনে ও টিভিতে কবে, কখন, কোথায় দেখবেন IPL 2020-র মহারণ?

SRH vs CSK: সানরাইজার্সের বিরুদ্ধে বদলার ম্যাচ ধোনিদের, অনলাইনে ও টিভিতে কবে, কখন, কোথায় দেখবেন IPL 2020-র মহারণ?

মহেন্দ্র সিং ধোনি ও ডেভিড ওয়ার্নার। ছবি- আইপিএল।

হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সিএসকের।

লিগের অর্ধেক ম্যাচ শেষ। সাত রাউন্ডের খেলার শেষে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস যথাক্রমে পয়েন্ট টেবিলের পাঁচ ও সাত নম্বরে রয়েছে। সানরাইজার্স ৭ ম্যাচের ২টি'তে জিতেছে। চেন্নাই জিতেছে ৭ ম্যাচের একটিতে।

এই অবস্থায় দুবাইয়ে ফিরতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ ও চেন্নাই। প্রথম পর্বের ম্যাচে হায়দরাবাদ ৭ রানে পরাজিত করে চেন্নাইকে। সেদিক থেকে চেন্নাইয়ের কাছে এটি বদলার ম্যাচ হিসেবে বিবেচিত হওয়াই স্বাভাবিক।

এক নজরে দেখে নেওয়া যাক কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের আইপিএল মহারণ। জেনে নেওয়া যাক কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার এবং কোথায় পাবেন লাইভ আপডেট

আইপিএল সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পাওয়া যাবে হিন্দুস্তান টাইমস বাংলায়। লাইভ স্কোর, ম্যাচের সূচি, ফলাফল, বিশ্লেষণ ও তথ্য-পরিসংখ্যানে চোখ রাখতে ক্লিক করুন এখানে

কবে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০-র ২৯তম ম্যাচ: ১৩ অক্টোবর, ২০২০ (মঙ্গলবার)।

কোথায় অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (দুবাই)।

কখন শুরু হবে ম্যাচ: এতদিন রাত ৮টায় শুরু হতো আইপিএল ম্যাচ। এবার আধ ঘণ্টা এগিয়ে এসে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

কোন চ্যানেলে দেখা যাবে খেলা: আইপিএলের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-এ (স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস-৩ এইচডি, স্টার স্পোর্টস বাংলা)।

কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার-এ (ভিআইপি ও প্রিমিয়াম)।

বন্ধ করুন