বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs CSK: ক্যাপ্টেন কুল ধোনির 'রাগ', ওয়াইড দিতে গিয়েও ‘ভয়ে’ পিছিয়ে গেলেন আম্পায়ার

SRH vs CSK: ক্যাপ্টেন কুল ধোনির 'রাগ', ওয়াইড দিতে গিয়েও ‘ভয়ে’ পিছিয়ে গেলেন আম্পায়ার

ক্যাপ্টেন কুল ধোনির 'রাগ' , ওয়াইড দিতে গিয়েও ‘ভয়ে’ পিছিয়ে গেলেন আম্পায়ার (ছবি সৌজন্য টুইটার)

ক্রিকেটের উপহাস!

পরিষ্কার ওয়াইড ছিল। হাতও তুলে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু ‘রেগে’ গিয়ে দৃশ্যতই তাঁকে প্রভাবিত করলেন মহেন্দ্র সিং ধোনি। আর প্রাক্তন ভারত অধিনায়কের ‘ভয়ে’ নিজের সিদ্ধান্তও পরিবর্তন করে নিলেন আম্পায়ার। 

(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)

মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ১৮ তম ওভারে ১৯ রান দেন কর্ণ শর্মাও। তাও একটি ছক্কা এবং দুটি চার মারেন রশিদ খান। তাতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন ‘ক্যাপ্টেন কুল’। ধমক দিতে দেখা যায় কর্ণকে। কারণটা স্পষ্ট ছিল। সেই বড় ওভারের জন্য শেষ ১২ বলে হায়দরাবাদের ২৭ রান প্রয়োজন ছিল।  

তারইমধ্যে গুরুত্বপূর্ণ ১৯ তম ওভারে বল করতে আসেন শার্দুল ঠাকুর। প্রথম বলে দু'রান নেন রশিদ। পরের বলটি অফস্টাম্পের মাইলখানেক বাইরে করেন শার্দুল। স্বভাবতই ওয়াইড দেন আম্পায়ার পল রেইফেল। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরের বলও ওয়াইড করেন শার্দুল। স্পষ্টতই দেখা যায়, লাইনের বাইরে পড়েছে বল। ওয়াইড দেওয়ার জন্য কিছুটা হাতও তুলে দেন আম্পায়ার। কিন্তু মানতে পারেননি ধোনি। বেরিয়ে আসে তাঁর ‘রাগ’। দু'হাত তুলে আম্পায়ারকে কিছু বলেন তিনি। আম্পায়ার ধোনির দিকে তাকিয়ে কার্যত ‘ভয়েভয়ে’ হাত নামিয়ে নেন।

তারপরই প্রশ্ন উঠছে আম্পায়ারদের ক্ষমতা ও দৃঢ়তা নিয়ে। যতই কিংবদন্তি খেলোয়াড় হন, তাঁর দ্বারা কীভাবে প্রভাবিত হতে পারেন একজন আম্পায়ার, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অন্য খেলায় যে সেটা হয় না, কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ওপেনে সেই প্রমাণ মিলেছিল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে বহিষ্কার করা হয়েছিল। রজার ফেডেরারের মতো তারকাকেও আম্পায়ারের শাস্তির মুখে পড়তে হয়েছেন। কিন্তু যথারীতি সেইসবের ধার ধারেননি রেইফেল। বরং ধোনির রণমূর্তি দেখে তাঁর কাছে কার্যত 'বশ্যতা' স্বীকার করেন তিনি। 

চেন্নাইয়ের হয়ে আইপিএলে পরপর হারের মুখ দেখতে অনভ্যস্ত ধোনির সেই 'রাগ' না হয় স্বাভাবিক। কিন্তু আম্পায়ার হিসেবে রেইফেল যে কাজটা করলেন, সেজন্য কি তাঁর জবাবদিহি চাইবে আইপিএল কর্তৃপক্ষ?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.