হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার),মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ/বাসিল থাম্পি, টি নটরাজন।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: শেন ওয়াটসন, ফ্যাফ ডু'প্লেসি, আম্বাতি রায়াডু, এন জগদীশান, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, করণ শর্মা।
মাইলস্টোনের সামনে: # ১৯ রান করলে ডেভিড ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০০০ রান পূর্ণ করবেন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এমন মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে সানরাইজার্স অধিনায়কের সামনে। এই নিরিখে বিরাট কোহলি, সুরেশ রায়না ও রোহিত শর্মার সঙ্গে আইপিএলের এলিট ক্লাবে জায়গা করে নিতে পারেন অজি তারকা।
# ৩টি ছক্কা মারলে কেন উইলিয়ামসন হায়দরাবাদের হয়ে আইপিএলে ৫০টি ছক্কা হাঁকাবেন।
# উইকেটকিপার হিসেবে ১৫০ আইপিএল শিকারের জন্য ধোনির দরকার একটি মাত্র ক্যাচ অথবা স্টাম্প।
# ৫৪ রান করলে ফ্যাফ ডু'প্লেসি চেন্নাইয়ের হয়ে ২০০০ রান পূর্ণ করবেন।
# ৩টি উইকেট নিলে সন্দীপ শর্মা আইপিএলে ১০০ উইকেটের মাইলস্টোন ছোঁবেন।