বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs KKR: চোট নিয়েও কেন শেষ ওভারে বল করতে এলেন রাসেল? জবাব দিলেন মর্গ্যান

SRH vs KKR: চোট নিয়েও কেন শেষ ওভারে বল করতে এলেন রাসেল? জবাব দিলেন মর্গ্যান

শেষ ওভারে বল করার আগে রাসেল। ছবি- আইপিএল।

কুলদীপ যাদও ও শিবম মাভির এক ওভার করে বাকি ছিল ম্যাচে।

সম্পূর্ণ ফিট নন। তা সত্ত্বেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে কেন বল করতে দেওয়া হল আন্দ্রে রাসেলকে? কেকেআর ম্যাচ জিতলেও এমন প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কেননা রাসেলের শেষ ওভারে হায়দরাবাদ ম্যাচ জিতে গিয়েছিল প্রায়।

জয়ের জন্য শেষ ওভারে সানরাইজার্সের প্রয়োজন ছিল ১৮ রান। রাসেল বল করতে আসেন কেকেআরের হয়ে। কুলদীপ যাদব ৩ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন ম্যাচে। তাঁর এক ওভার বাকি ছিল। কলকাতা কুলদীপকে দিয়ে শেষ ওভার বল করাতে পারত। এক ওভার বাকি ছিল শিবম মাভিরও।

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

চোট না থাকলে রাসেলের শেষ ওভারে বল করা নিয়ে গুঞ্জন উঠত বলে মনে হয় না। তবে আনফিট অবস্থায় ক্যারিবিয়ান তারকার গুরুত্বপূর্ণ ওভারে বল করা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো মুণ্ডপাত চলছে রাসেলের। পোলার্ড বা এবিডি'র মতো রাসেল কবে পারফর্ম করে দেখাবেন, সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

রাসেল প্রথম বল নো করেন। ফলে পুনরায় তাঁকে প্রথম বলটি করতে হয়। রশিদ খান ১ রান নেন সেই বলে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর তিনটি চার মারেন ওয়ার্নার। পঞ্চম বলে ওয়ার্নার ২ রান নেন। শেষ বলে ১ রান লেগ-বাই হয়। অর্থাৎ, ১৭ রান ওঠে শেষ ওভারে।

ম্যাচের শেষে মর্গ্যান জানান, রাসেল নিজেই শেষ ওভারে বল করতে চেয়েছিলেন। তাঁর কথায়, 'মাঠ ছাড়ার পরে আমাদের মনে হয় রাসেলের চোট রয়েছে। তবে ও ফিরে আসে এবং বলে ও বল করতে পারবে। ও ছোট রান-আপে বল করে সুবিধা হবে বলে। যদিও পরিকল্পনা মতো বল করতে পারেনি। তবে ও অত্যন্ত দৃঢ়তা দেখিয়েছে। ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে যাওয়ার জন্য ওকে কৃতিত্ব দিতেই হয়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.