বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs MI: উইকেটে পুরো বল লাগত, তাও নট-আউট পোলার্ড, আম্পায়ার কি ভুল করলেন?

একচুল! সেটা এদিক-ওদিক হলেই আউট হয়ে যেতেন কায়রন পোলার্ড। স্টাম্পে পুরো বলও লাগছিল। কিন্তু কিছুটা ভাগ্যের সহায়তায় বেঁচে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার।

SRH vs MI লাইভ আপডেটস

মঙ্গলবার শারজায় সানরাইজার্স হায়দরাবাদের স্পিন জালে রীতিমতো হাসফাঁস করছেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। তারইমধ্যে ১৫ তম ওভারে বল করছিলেন রশিদ খান। সেই ওভারের শেষ বল ধরতেই পারেননি পোলার্ড। বল প্যাডে লাগে। জোরালো আপিল করেন রশিদ এবং ঋদ্ধিমান সাহা-সহ সানরাইজার্স ফিল্ডাররা। তবে আম্পায়ার আউট দেননি। কোনও সময় নষ্ট না করে ডিআরএস নেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন : 'উইকেটকিপার কেন স্পিনারের বেস্ট ফ্রেন্ড, প্রমাণ করলেন ঋদ্ধি' 

প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল, টুর্নামেন্টে তৃতীয়বার আউট হতে চলেছেন পোলার্ড।রিভিউয়েও দেখা যায়, ব্যাটে লাগেনি বল। এমনকী বল পুরোপুরিভাবে মিডল-লেগ স্টাম্পে বল লাগছে। কিন্তু ‘ইমপ্যাক্ট’-এর সৌজন্যে বেঁচে যান পোলার্ড। কারণ ‘ইমপ্যাক্ট’-এ ‘আম্পায়ার্স কল’ হয়। বলটা যদি আর একটু ভিতরে পড়ত, তাহলে নিশ্চিতভাবে আউট হতেন পোলার্ড। কিন্তু অনফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় পোলার্ডকে প্যাভিলিয়নে ফিরতে হয়নি। তাতে ধারাভাষ্যকার বলেন, ‘একচুলেরও কম।’

বন্ধ করুন