বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs MI: ‘ঝিমানো মুম্বইয়ের বিরুদ্ধে খেলল SRH, দুর্ভাগ্য KKR-এর’, ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন ইংরেজ তারকা

SRH vs MI: ‘ঝিমানো মুম্বইয়ের বিরুদ্ধে খেলল SRH, দুর্ভাগ্য KKR-এর’, ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন ইংরেজ তারকা

‘ঝিমানো’ মুম্বই (ছবি সৌজন্য আইপিএল)

মুম্বইয়ের উদ্যমের অভাব নিয়ে ম্যাচ চলাকালীন তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।

গোটা ৪০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে দেখে একেবারও মনে হয়নি, কোনও উদ্যম আছে। তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ইংরেজ তারকা গ্রেম সোয়ান। তাঁর বক্তব্য, কলকাতা নাইট রাইডার্সের দুভার্গ্য যে ম্রিয়মান মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে সানরাইজার্স হায়দরাবাদ।

(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)

মঙ্গলবার শারজার ম্যাচের দিকে তাকিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। অঙ্কটা সহজ ছিল, মুম্বই জিতলে প্লে-অফের ছাড়পত্র পাবে কেকেআর। আর সানরাইজার্স জিতলে ছিটকে যাবে কেকেআর। পয়েন্ট তালিকার নিরিখে মুম্বইয়ের কাছে সেই ম্যাচের কোনও গুরুত্বই ছিল না। আর সেটাই সম্ভবত কেকেআরের জন্য অশনি সংকেত ছিল। একাধিক প্রথমসারির খেলোয়াড়কে যে বিশ্রাম দেওয়া হতে পারে, তা স্পষ্ট ছিল। কিন্তু জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের বিশ্রাম পেলেও মুম্বইয়ে বড়সড় নামের অভাব ছিল না। কিন্তু সারা ম্যাচে সেই উদ্যমটাই দেখা গেল না মুম্বইয়ের। কোনওক্রমে ম্যাচ খেলার যেন নিয়ম পূরণ করতে নেমেছিলেন। 

আরও পড়ুন : ৮২ রান ও ৮ উইকেটে হার - বিরাটদের বিরুদ্ধে নেট রানরেট ক্ষতে বিদায় KKR-এর!

আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ইংরেজ অফস্পিনার। মুম্বইয়ের শারীরিক ভঙ্গিমায় উদ্যমের অভাব নিয়ে ম্যাচ চলাকালীন তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, ‘এটা কেকেআরের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঝিমানো মুম্বইয়ের বিরুদ্ধে খেলল সানরাইজার্স হায়দরাবাদ।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন