চোট সারিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে নির্ভরতা দিতে বপারলেন না হিটম্যান। কুইন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণরা সেট হয়ে উইকেট দিয়ে আসেন। শেষ বেলায় মুম্বই ইন্ডিয়ান্সকে টানেন কায়রন পোলার্ড।
শারজায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
ওপেন করতে নেমে রোহিত ৭ বলে ৪ রান করে আউট হন। কুইন্টন ফেরেন ২৫ রান করে। সূর্যকুমার যাদব ৩৬ ও ইশান কিষাণ ৩০ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারেননি ক্রুণাল পান্ডিয়া। সৌরভ তিওয়ারির অবদান মাত্র ১ রান।
পোলার্ড ২৫ বলে ৪১ রান করেন। নটরাজনের বলে পরপর তিনটি ছক্কা মারেন তিনি। সব মিলিয়ে ২টি চার ও ৪টি ছক্কা মারেন পোলার্ড। আগ্রাসী ইনিংস খেলার পথে পোলার্ড ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৩ হাজার রানের মাইলস্টোন টপকে যান।
কুল্টার-নাইল ১ রান করে সাজঘরে ফেরেন। প্যাটিনসন ৪ ও কুলকার্নি ৩ রান করে অপরাজিত থাকেন।
সানরাইজার্সের হয়ে সন্দীপ শর্মা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন জেসন হোল্ডার ও শাহবাজ নদিম। ১টি উইকেট রশিদ খানের।