বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > SRH vs MI: 'উইকেটকিপার কেন স্পিনারের বেস্ট ফ্রেন্ড, প্রমাণ করলেন ঋদ্ধি'

SRH vs MI: 'উইকেটকিপার কেন স্পিনারের বেস্ট ফ্রেন্ড, প্রমাণ করলেন ঋদ্ধি'

স্টাম্প করছেন ঋদ্ধিমান। ছবি- আইপিএল।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উইকেটের পিছনে দুরন্ত সাহা।

ব্যাট হাতে শেষ দু'টি ম্যাচে সবাইকে চমকে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে দুরন্ত কিপিং করেন ঋদ্ধি।

সেট হয়ে যাওয়া সূর্যকুমার যাদবকে শাহবাজ নদিমের বলে যেভাবে স্টাম্প করেন ঋদ্ধি, তাতে তাঁর ক্ষিপ্রতার প্রমাণ পাওয়া যায়। শাহবাজ নদিমের নামে উইকেটটা লেখা থাকলেও, সূর্যকুমারকে আসলে সাজঘরে ফিরতে হয়ে ঋদ্ধির জন্যই।

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

এমন নয় যে, স্টেপ-আউট করে শট খেলার চেষ্টা করছিলেন মুম্বই তারকা। বরং ক্রিজে দাঁড়িয়েই বড় শট নেওয়ার চেষ্টা করেন তিনি। শট খেলার চেষ্টায় সূর্যকুমারের গোড়ালি হাওয়ায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই ঋদ্ধি বল ধরে স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার সূর্যকুমারকে আউট ঘোষণা করেন।

পরে রশিদ খানের বলে সৌরভ তিওয়ারির অত্যন্ত লো ক্যাচ দক্ষতার সঙ্গে দস্তানাবন্দি করেন ঋদ্ধিমান। যা দেখে-শুনে হর্ষ ভোগলে তত্ক্ষণাৎ টুইট করেন, ‘আমরা ঋদ্ধির কাছ থেকে দেখলাম, উইকেটকিপারকে কেন স্পিনারদের বেস্ট ফ্রেন্ড বলা হয়।’

সারা ইনিংস জুড়েই ঋদ্ধি দুরন্ত উইকেটকিপিং করেন। তাঁর নড়াচড়া দেখেই বোঝা যায়, এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী বাংলার অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে এমন অনবদ্য কিপিং করে ঋদ্ধি কেকেআর সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেন সন্দেহ নেই।

বন্ধ করুন