বাংলা নিউজ > ময়দান > IPL 2021: নিলামের পরদিনই অর্জুন নিয়ে বড়সড় মন্তব্য, কী ইঙ্গিত দিলেন জাহির?

IPL 2021: নিলামের পরদিনই অর্জুন নিয়ে বড়সড় মন্তব্য, কী ইঙ্গিত দিলেন জাহির?

অর্জুন তেন্ডুলকর। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

অর্জুন নিয়ে চলছে বিতর্ক।

শুভব্রত মুখার্জি

সদ্য শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। চেন্নাইয়ে এই মিনি নিলামে যেমন অনেক চমক ছিল, তেমন একটি বিষয় একেবারেই প্রত্যাশিত দিকে গড়িয়েছে। শেষ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের নেট বোলার হিসেবে জায়গা পাওয়া কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে এবার নিলামের দিনেই কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্জুনকে তাঁর বেস প্রাইস ২০ লাখ টাকায় কিনতে সমর্থ হয়েছে মুম্বই। কারণ মুম্বই ছাড়া আর অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য বিড দেয়নি। মুম্বই ম্যানেজমেন্ট নিলামে অর্জুনকে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। আইপিএল নিলামে একদম শেষ নাম হিসেবে উঠেছিল অর্জুনের নাম।

অর্জুন আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করার পর থেকেই গুঞ্জন ছিল, তাঁকে স্কোয়াডে জায়গা করে দিতে চলেছে মুম্বই। বেশ কয়েক বছর ধরেই মুম্বইয়ের নেট বোলার হিসেবে আছেন অর্জুন। গত আইপিএলে সংযুক্ত আমিরশাহিতেও গিয়েছিলেন মুম্বই স্কোয়াডের সঙ্গে। ছিলেন বায়ো বাবলেও।

সাংবাদিক সম্মেলনে এমআইয়ের টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হয়েছিল অর্জুনকে নেওয়ার পিছনে স্ট্র্যাটেজির ব্যাপারে। কিংবদন্তির পুত্র হওয়ার ফলে অর্জুন আইপিএলে কতটা চাপে থাকবেন! এইধরনের চোখা চোখা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুম্বইয়ের ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর জাহির খান জানান, মুম্বই স্কোয়াডে থাকার যোগ্যতা অর্জুনকে পারফর্ম করেই প্রমাণ করতে হবে। এর পিছনে আর অন্য কোনও কারণ কাজ করবে না। তিনি বলেন, 'নেটে অর্জুনের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা আমার আছে। বোলিংয়ের বেশ কিছু দিক ওকে শিখিয়েছি। ও পরিশ্রমী ছাত্র। শেখার আগ্রহ রয়েছে। সচিন তেন্ডুলকার নামের চাপ সবসময় ওর সঙ্গে থাকবে। শেন বন্ড, মাহেলা জয়বর্ধনের মতো ব্যক্তিত্বরা থাকায় দলের পরিবেশ ওর জন্য সব সময়েই সহায়ক হবে।'

জাহির বলেন, 'বিষয়টা সহজভাবে দেখুন। একজন তরুণ ক্রিকেটার দলে এসেছে। তবে ওঁকে প্রমাণ দিয়ে ওর ভালো খেলার ক্ষমতা প্রমান করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে ও কেমন খেলবে সেটা এখন পুরোপুরি ওঁর হাতে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.