বাংলা নিউজ > ময়দান > IPL 2021 Auction: আজহারউদ্দিন থেকে ব্যারট - কোন ৬ আনক্যাপড ভারতীয় খেলোয়াড় IPL নিলামে ঝড় তুলতে পারেন?

IPL 2021 Auction: আজহারউদ্দিন থেকে ব্যারট - কোন ৬ আনক্যাপড ভারতীয় খেলোয়াড় IPL নিলামে ঝড় তুলতে পারেন?

হাতে পড়ে আছে আর মাত্র ৯৬ ঘণ্টা। তারপরই চেন্নাইয়ে বসতে চলেছে এবারের আইপিএলের মিনি নিলাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য় কেকেআর)

হাতে পড়ে আছে আর মাত্র ৯৬ ঘণ্টা।

হাতে পড়ে আছে আর মাত্র ৯৬ ঘণ্টা। তারপরই চেন্নাইয়ে বসতে চলেছে এবারের আইপিএলের মিনি নিলাম। সেখানে একাধিক দেশ এবং বিদেশের তারকাদের পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটের উঠতি খেলোয়াড়দের দিকেও নজর থাকবে আইপিএল ফ্যাঞ্জাইজিদের। 

একনজরে দেখে নিন কোন ছয় আনক্যাপড ভারতীয় খেলোয়াড়কে নিলামে বড় অঙ্ক দিয়ে কেনা হতে পারে -

১) অভি ব্যারট (বেস প্রাইজ ২০ লাখ) : এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু থেকেই ভালো ফর্মে ছিলেন। শেষপর্যন্ত পাঁচ ম্যাচে ২৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন। স্ট্রাইক রেটও দারুণ - ১৮৪.৯৬। হাঁকিয়েছেন ৩২ টি বাউন্ডারি এবং ১২ টি ছক্কা। তার মধ্যে গোয়ার বিরুদ্ধে ১২২ রান এবং বিদর্ভের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস খেলেছেন।

২) মহম্মদ আজারউদ্দিন (বেস প্রাইজ ২০ লাখ) : মুম্বইয়ের বিরুদ্ধে ৫৪ বলে অপরাজিত ১৩৭ রান। সেই ইনিংসের সৌজন্যে আইপিএলের আগে দেশের ক্রিকেট মহলে নিজের জায়গা করে নিয়েছেন কেরালার ব্যাটসম্যান। তবে সেই মারকাটারি ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সবমিলিয়ে পাঁচ ম্যাচে ২১৪ রান করেছেন। যা নিলামে কিছুটা তাঁর বিপক্ষে যেতে পারে।

৩) কেদার দেভধর (বেস প্রাইজ ২০ লাখ) : বিভিন্ন কারণে সহ-অধিনায়ক দীপক হুডা এবং অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া দল ছেড়ে যাওয়ার পর বরোদার অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন। সেখান থেকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আট ম্যাচে করেছেন ৩৪৯ রান। সেমিফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৯৯ রান করেছিলেন। ধারাবাহিকতা থাকলেও তাঁর স্ট্রাইক রেট (১১৩.৬৮) নিয়ে প্রশ্ন আছে।

৪) রাহুল গহলৌত (বেস প্রাইজ ২০ লাখ) : কেকেআরের ঠাসা মিডল-অর্ডারে জায়গা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে এবার এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকতার বিষয়টি বিবেচনা করে তিন নম্বর জায়গায় বিকল্প হিসেবে তাঁকে দলে নিতে পারে কেকেআর। এমনিতে সদ্য সমাপ্ত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ২৪৪ রান করেছেন। তিনি অর্ধশতরানও আছে ঝুলিতে। স্ট্রাইক রেট প্রায় ১৭৭।

৫) প্রেরক মানকড় (বেস প্রাইজ ২০ লাখ) : কেকেআরে ভারতীয় অলরাউন্ডারের ব্যাপক অভাব আছে। সেই শূন্যস্থান পূরণ করতে পারেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। পাঁচ ম্যাচে ২০৫ রান করেছেন। তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৮১.৪১। সেইসঙ্গে পাঁচ ম্যাচে ছ'উইকেট নিয়েছেন। বিদর্ভের বিরুদ্ধে ৪৮ রানে চার উইকেট নেন।

৬) বিষ্ণু সোলাঙ্কি (বেস প্রাইজ ২০ লাখ) : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুরুটা ভালো হয়নি। শেষপর্যন্ত চারটি ম্যাচে ৪০ রানের গণ্ডি পেরিয়েছেন। সঙ্গে দুটি অর্ধশতরান করেছেন। সবমিলিয়ে আট ম্যাচে ২৬৭ পান করেছেন। ফাইনালে কঠিন পিচে ৪৯ রান করেছেন বরোদার ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৩০-এর কাছাকাছি। কোয়ার্টার-ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ছয় মেরে জিতিয়েছিলেন। সেইসব ছাপিয়েও তাঁর হেলিকপ্টার শট জনপ্রিয় হয়ে উঠেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক মহানদীতে নৌকাডুবি! ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির পুলিশে চাকরি করেছি, আইন জানিনা ভাবাটা ভুল- অস্ত্র আইনে মামলা নিয়ে বললেন দেবাশিস হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ

Latest IPL News

IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.