
IPL 2021 Auction: পরবর্তী আন্দ্রে রাসেলের খোঁজ দিলেন গম্ভীর, KKR কি দলে নিতে ঝাঁপাবে?
১ মিনিটে পড়ুন . Updated: 17 Feb 2021, 12:49 PM IST- তরুণ অল-রাউন্ডারকে নিয়ে আইপিএল নিলামে টানাটানি হবে বলে ধারণা প্রাক্তন নাইট অধিনায়কের।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরবর্তী আন্দ্রে রাসেল হয়ে ওঠার ক্ষমতা রয়েছে নিউজিল্যান্ডের তরুণ অল-রাউন্ডার কাইল জেমিসনের মধ্যে। আইপিএল নিলামের আগে এমনই সম্ভাবনাময় তারকার হদিশ দিলেন গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট অধিনায়কের ধারণা, এবছর নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টানাটানি শুরু হতে পারে কিউয়ি তারকাকে নিয়ে।
গম্ভীর বলেন, ‘কাইল জেমিসন এই মুহূর্তে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নামই নয়, বরং ভবিষ্যতের সুপারস্টার হয়ে উঠতে চলেছে ও। সম্ভবত এটাই সঠিক নিলাম, যেখানে জেমিসনকে দনে নিয়ে তাঁকে ধরে রাখার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিরা। ও এমন একজন ক্রিকেটার, যাকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা যাবে। ও সাত ফুট লম্বা। ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে আবার লম্বা শট নিতে পারে। সম্ভবত ও পরবর্তী আন্দ্রে রাসেল তৈরি হচ্ছে।’
প্রাক্তন নাইট অধিনায়কের ধারণা, কিংস ইলেভেন পঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি জেমিসনকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে নিলামে। গম্ভীর আগেই জানিয়েছেন যে, কেকেআরের উচিত এবার নিলামে রাসেলের একজন পরিবর্ত খোঁজা। সেক্ষেত্রে কেকেআরও জেমিসনকে দলে নেওয়ার আগ্রহ দেখাতে পারে।
জেমিসন ছাড়াও এবার আইপিএল নিলামে নজর থাকবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শাকিব আল হাসান, জিমি নিশামদের দিকেও।