
IPL 2021 Auction: ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সবথেকে বেশি রান করা তারকাকে দলে নিতে নিলামে খচর হবে অন্তত ১ কোটি
১ মিনিটে পড়ুন . Updated: 10 Feb 2021, 09:13 PM IST- বিগ ব্যাশ লিগে ব্যাটে-বলে নজর কেড়েছেন অজি তারকা।
সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে দু'দলের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি রান সংগ্রহ করেছেন মার্নাস ল্যাবুশান। ৪ টেস্টের ৮ ইনিংসে ৫৩.২৫ গড়ে ৪২৬ রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি ২টি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টেস্টের পাশাপাশি ১৩টি ওয়ান ডে খেলেছেন মার্নাস। তবে এখনও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ খেলা হয়নি তাঁর। ঘরোয়া টি-২০ ক্রিকেটে অবশ্য মাঠে নামেন। বর্ডার-গাভাসকর ট্রফির পরে ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগের ৬টি ম্যাচে মাঠে নেমে ল্যাবুশান ১৭৬ রান করেছেন। উইকেট নিয়েছেন ১০টি।
এহেন ল্যাবুশানের এখনও ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলা হয়নি। এবার আইপিএল নিলামে তিনি নিজের নাম নথিভুক্ত করিয়েছেন ১ কোটি টাকার বেস প্রাইসে। সুতরাং, মার্নাসকে দলে নিতে হলে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ১ কোটি টাকা খরচ করতেই হবে।
ল্যাবুশান ছাড়া এবার আইপিএল নিলামে ১ কোটি টাকা বেস প্রাইসের তালিকায় রয়েছেন অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব, হনুমা বিহারী, শেলডন কটরেলরা।
এছাড়া নিলামে নিজেদের জন্য ন্যূনতম দেড় কোটি টাকা মূল্য নির্ধারণ করেছেন ডেভিড মালান, মুজিব উর রহমান, অ্যালেক্স ক্যারি, ন্যাথন কুল্টার-নাইল, ঝাই রিচার্ডসন, মিচেল সোয়েপসন, টম কারান, লুইস গ্রেগরি, অ্যালেক্স হেলস, অ্যাডাম লিথ, আদিল রশিদ, ডেভিড উইলিরা।