
IPL 2021 Auction: KKR-এ প্রত্যাবর্তন ‘লাকি চার্মের’, শাকিবের হাত ধরে তৃতীয় IPL জয়ের স্বপ্ন কলকাতার
১ মিনিটে পড়ুন . Updated: 18 Feb 2021, 04:08 PM IST- ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন।
কলকাতা থেকেই শুরু হয়েছিল আইপিএল যাত্রা। মাঝের কয়েকটা বছর সানরাইজার্স হায়দরাবাদে কাটিয়ে আবারও ঘরে ফিরলেন বাংলাদেশের তারকা শাকিব-আল-হাসান। তাঁকে ৩.২ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
এবার আইপিএলে কেকেআরের ভালো মানের অলরাউন্ডার প্রয়োজন ছিল। ফলে শাকিবের জন্য যে নাইটরা ঝাঁপাবেন, তা আগে থেকেই স্পষ্ট ছিল। সেইমতো বৃহস্পতিবার নিলামে শাকিবের নাম উঠতেই বাংলাদেশের তারকার জন্য বিড করা হয়। দু'কোটি টাকা বেস প্রাইসে শুরুর পর পঞ্জাব কিংসও শাকিবের জন্য ঝাঁপায়। যদিও শেষ হাসি হাসে কেকেআর। ৩.২ কোটি টাকায় প্রাক্তন নাইটকে দলে নেয় শাহরুখ খানের দল। তাতে রীতিমতো উচ্ছ্বসিত নাইট ব্রিগেড। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘শাকিব আসছেন কলকাতা!’ সঙ্গে লেখা হয়, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’
২০১১ সালে কেকেআরের জার্সি গায়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন শাকিব। তারপর কলকাতায় সাতটা মরশুম কাটিয়েছিলেন। ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ২০১৮ সালে তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর। নিলামে তাঁকে কিনে নিয়েছিল সানরাইজার্স। সেই সংক্ষিপ্ত বিচ্ছেদের পর আবারও কেকেআরে ফিরলেন শাকিব। আইপিএল কেরিয়ারে ৬৩ ম্যাচে ৭৪৬ রান করেছেন। ৫৯ উইকেট নিয়েছেন। তবে মূল সমস্যা হল যে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগামী ১৯ মে'র পর সম্ভবত তিনি থাকবেন না। সেই বিষয়ে বাংলাদেশ বোর্ডের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তাই তাঁকে পুরো মরশুম পাওয়ার আশা ছাড়ছে না কেকেআর।
শাকিবকে দলে নেওয়ার সুবিধা :
১) দুর্দান্ত অলরাউন্ডার। এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ছন্দ দেখিয়েছেন। ব্যাট এবং বল হাতে কেকেআরের ভরসা হয়ে উঠতে পারেন।
২) আন্দ্রে রাসেলের পুরোপুরি বিকল্প নন। রাসেলের মতো পুরোপুরি পাওয়ার-হিটিং খেলেন না। তবে সুনীল নারিনের পরিবর্তে অনায়াসে খেলতে পারেন।