
IPL 2021 Auction: নিলামে শাহরুখ খানকেও দলে নেওয়া যাবে, KKR কি আগ্রহ দেখাবে?
১ মিনিটে পড়ুন . Updated: 13 Feb 2021, 01:46 PM IST- চূড়ান্ত তালিকায় নাম নেই সলমন খানের।
আসন্ন আইপিএল নিলামে শাহরুখ খানকেও দলে নেওয়া যাবে। ইনি কেকেআরের অন্যতম মালিক কিং খান নন। তামিলনাড়ুর ২৫ বছর বয়সী অল-রাউন্ডার এবার নিলামে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। ঘরোয়া ক্রিকেটারের কোটায় শাহরুখকে দলে নিতে হলে খরচ করতে হবে ন্যূনতম ২০ লক্ষ টাকা।
রাজস্থানের ২২ বছর বয়সী ব্যাটসম্যান সলমন খানের অবশ্য নিলামের জন্য প্রকাশ করা বিসিসিআইয়ের চূড়ান্ত তালিকায় নাম নেই।
শাহরুখ তামিলনাড়ুর হয়ে ৫টি ফার্স্ট ক্লাস ও ২০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ৩১টি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। এবার মুস্তাক আলি ট্রফি জয়ী তামিলনাড়ুর দলের সদস্য ছিলেন শাহরুখ। ক'দিন আগেই দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন তামিলনাড়ুর হয়ে কলকাতায় খেলে গিয়েছেন তিনি। দীনেশ কার্তিক কেকেআরের লিডিং গ্রুপে থাকায় নিলামে শাহরুখকে দলে নেওয়ার কথা ভাবতে পারে কেকেআর।
রোহিত শর্মাকে দলে নিতেও অবশ্য খুব বেশি খরচ হওয়ার কথা নয়। বিশেষ কেউ আগ্রহ না দেখালে মাত্র ২০ লক্ষ্য টাকা বেস প্রাইসেই তাঁকে দলে নিতে পারে যে কোনও ফ্র্যাঞ্চাইজি। যদিও ইনি মুম্বই ইন্ডিয়ান্স দলনায়ক হিটম্যান নন। হরিয়ানার উইকেটকিপার-ব্যাটসম্যান রোহিতের মূল্য ২০ লক্ষ টাকা।