
IPL 2021 Auction: বিশ্বের সেরা T20 ব্যাটসম্যানকে দলে নিতে খরচ হবে অন্তত দেড় কোটি, আগ্রহ দেখাবে KKR?
১ মিনিটে পড়ুন . Updated: 08 Feb 2021, 12:24 PM IST- দেখে নিন ১.৫ কোটি ও ১ কোটি টাকার তালিকায় রয়েছেন কোন কোন ক্রিকেটার।
বিশ্বের সেরা আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানকে দলে নিতে গেলে আইপিএল নিলামে ন্যূনতম দেড় কোটি টাকা করচ করতে হবে কোনও ফ্র্যাঞ্চাইজিকে। কেননা, এই মুহূর্তে আইসিসির এক নম্বর টি-২০ ব্যাটসম্যান ডেভিড মালান আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন ১.৫ কোটি টাকার বেস প্রাইসে।
এর আগে কখনও আইপএল খেলেননি মালান। তবে বিগ ব্যাশের মতো প্রথম সারির টি-২০ লিগে অংশ নেন। তাঁকে নিয়ে এবার আইপিএলের মিনি নিলামে আগ্রহ থাকাই স্বাভাবিক। আকাশ চোপড়ার মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছেন যে, মর্গ্যানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স মালানকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে।
কেকেআর এবার ছেড়ে দিয়েছে ব্রিটিশ ওপেনার টম ব্যান্টনকে। তাঁর জায়গায় মালানকে নেওয়ার কথা ভাবা নাইট রাইডার্সের পক্ষে অস্বাভাবিক নয়।
মালান ছাড়াও নিলামে নিজেদের জন্য ন্যূনতম দেড় কোটি টাকা মূল্য নির্ধারণ করেছেন মুজিব উর রহমান, অ্যালেক্স ক্যারি, ন্যাথন কুল্টার-নাইল, ঝাই রিচার্ডসন, মিচেল সোয়েপসন, টম কারান, লুইস গ্রেগরি, অ্যালেক্স হেলস, অ্যাডাম লিথ, আদিল রশিদ, ডেভিড উইলিরা।
১ কোটি টাকা বেস প্রাইসের তালিকায় রয়েছেন অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব, হনুমা বিহারী, মার্নাস ল্যাবুশান, শেলডন কটরেলরা।