
IPL 2021 Auction: ভাঙল অভিমান, শেষ মূহুর্তে আইপিএল নিলামে মুশফিকুর
১ মিনিটে পড়ুন . Updated: 18 Feb 2021, 01:50 PM IST- প্রাথমিকভাবে নিলাম থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।
শুভব্রত মুখার্জি
প্রথম আইপিএল থেকে ১৩তম সংস্করণ পর্যন্ত নিজের নাম নিলামে নথিভুক্ত করেও জায়গা পাননি বা বলা ভালো কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়নি। ফলে হতাশা বাড়ছিল। অভিমানে কয়েকদিন আগেই চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অবশেষে তাঁর অভিমান ভেঙেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের নিলাম বসছে চেন্নাইয়ে। শেষ মুহূর্তে এই নিলামে নাম নথিভুক্ত করে ফেলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বা বলা ভালো ভাগ্য রহিমের প্রতি সুপ্রসন্ন হয়েছে। ইংলিশ পেসার মার্ক উড নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে হঠাৎ করেই পড়ে পাওয়া ১৪ আনার মতন নিলামে উঠছে মুশফিকের নাম। মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের। তাঁর দাম ২ কোটি টাকা।
মুশফিকুর রহিম ছাড়াও নিলামে আছেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মহম্মদ সইফউদ্দিন।