বায়ো বাবল ভেঙে পড়ায় আইপিএল মাঝপথে স্থগিত হওয়ার পর বিসিসিআই জানিয়েছিল যে, বিদেশি ক্রিকেটারদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। সব ক্রিকেটারকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার যথাযথ বন্দোবস্ত করবে তারা।
কথা রেখেছে বিসিসিআই। ইতিমধ্যেই প্রায় সমস্ত বিদেশি ক্রিকেটার নিজেদের দেশে ফিরে গিয়েছেন। শুধু দেশে পৌঁছে দিয়েই দায় সারেনি ভারতীয় বোর্ড, বরং আইপিএল খেলে দেশে ফেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিজেদের দেশে কোয়ারান্টাইনে থাকার খরচও বহন করছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমনটাই জানানো হয়েছে।
১০ দিন মলদ্বীপে থাকার পর ক্রিকেটার, কোচিং স্টাফ, ধারাভাষ্যকার মিলিয়ে ৩৮ সদস্যের অজি দলের বেশিরভাগ সদস্যই সোমবার দেশে ফিরেছেন। আপাতত সিডনিতে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে স্মিথ, কামিন্সদের। সিডনির কোয়ারান্টাইন পর্বের যাবতীয় খরচ বহন করবে বিসিসিআই। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলি।
সিডনি মর্নিং হেরাল্ডের তরফে হকলির কাছে জানতে চাওয়া হয়েছিল বাধ্যতামূলক কোয়ারান্টাইনের খচর ভারতীয় বোর্ড বহন করবে কিনা। উত্তকে নিক বলেন, ‘হ্যাঁ’। তিনি আরও বলেন, ‘বিসিসিআই শুরু থেকেই সকলকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা ওদের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখেছি। ভারতীয় বোর্ড অসাধারণ। ওরা নিজেদের কথা রেখেছে।’
নিক এও জানিয়েছেন যে, অজি ক্রিকেটাররাও বিসিসিআইয়ের দায়বদ্ধতায় খুশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।