
IPL 2021: বিদেশিদের এত টাকা, ভারতীয় তারকা পেসারকে এত কম কেন? হতবাক গম্ভীর
১ মিনিটে পড়ুন . Updated: 21 Feb 2021, 08:26 PM IST- একসময় গম্ভীরের নেতৃত্বে খেলেছেন ভারতীয় তারকা।
কোনও কোনও বোলারের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তাঁদের জন্য একাধিক দল ঝাঁপিয়েছে। কিন্তু ভারতীয় তারকা উমেশ যাদবের জন্য সেরকম কিছুই হয়নি। স্রেফ বেস প্রাইসে দল পেয়েছেন। তাতে রীতিমতো চমকে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।
আইপিএল নিলাম চলাকালীন সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসে গম্ভীর বলেন, ‘উমেশ যাদবকে এক কোটি টাকা দিয়ে নেওয়ায় আমি একেবারে অবাক হয়ে গিয়েছি। খুব বেশি সংখ্যক জোরে বোলার নেই, যাঁরা (ঘণ্টায়) ১৩৫-১৫০ কিলোমিটার বেগে বল করেন। হ্যাঁ, অবশ্যই, ও কখনও কখনও গরম হয়ে যায় (পড়ুন ভালো বল করে)। কখনও কখনও ঠান্ডা হয়ে যায় (পড়ুন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে)। কিন্তু ও যখন গরম থাকে, ও প্রচণ্ড গরম হতে পারে। কিন্তু বেশি সংখ্যক দলে ওকে নিতে চায়নি।’
গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলেছিলেন উমেশ। কিন্তু মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় বিরাট কোহলির দল। একসময় কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) গম্ভীরের নেতৃত্বে খেলেছেন উমেশ। ফলে উমেশকে ভালোভাবেই চেনেন গম্ভীর। তিনি বলেন, 'দিল্লির জন্য ভালো হয়েছে। ইশান্ত শর্মা ফিট না থাকায় উমেশ যাদবের মতো কাউকে দরকার ছিল দিল্লির। যাঁর ওরকম অভিজ্ঞতা আছে। ওদের তুষার দেশপাণ্ডের মতো খেলোয়াড়দের নিয়ে বল করতে হচ্ছিল। যাঁর অতটাও অভিজ্ঞতা নেই। এখন ওরা উমেশ যাদবকে পেয়েছে। আশা করছি যে ও ওদের জন্য ভালো করবে।'
গম্ভীরের সঙ্গে সহমত পোষণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিষ নেহরা। তিনি বলেন, ‘এটায় কোনও দোষ নেই। যখন কাইল জেমিসনের কথা বলছেন, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডে হয়ে ভালো করেছে। পার্থের জন্য ঝাই রিচার্ডসন ভালো করেছে। কিন্তু উমেশ যাদবের মতো একজন ভারতীয় বোলার যখন মাত্র এক কোটি টাকায় কোনও দলে যাচ্ছেন এবং কিন্তু এই বিদেশি ও অপরীক্ষিতরা (এত টাকায় দল পাচ্ছে)।’