IPL 2021: সিঙ্গাপুরের আনকোরা ব্যাটসম্যানকে RCB কেন দলে নিয়েছে? পরিসংখ্যান দেখলেই বুঝবেন
1 মিনিটে পড়ুন . Updated: 08 Sep 2021, 07:00 AM IST- চলতি বছরে ভয়ডরহীন টিম ডেভিডের ৬টি টুর্নামেন্টের পরিসংখ্যানে চোখ রাখুন।
ফিন অ্যালেনের পরিবর্তে বিরাট কোহলির আরসিবি আইপিএলের দ্বিতীয়ার্ধের জন্য দলে নিয়েছে সিঙ্গাপুরের আনকোরা ব্যাটসম্যান টিম ডেভিডকে, যিনি পার্টটাইম বোলার হিসেবে কয়েক ওভার হাত ঘুরিয়েও দিতে পারেন। ব্যাঙ্গালোর কোচ মাইক হেসনকে সিঙ্গাপুরের ক্রিকেটারের ভূয়সী প্রশংসাও করতে শোনা গিয়েছে।
হঠাৎ করে একজন আনকোরা ক্রিকেটারকে কেন দলে নিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেটা তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখলেই বোঝা যায়।
প্রথমসারির কোনও ক্রিকেট খেলিয়ে দেশের খেলোয়াড় না হলেও বিশ্বের অন্যতম সেরা সব ক্রিকেট লিগে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ডেভিড। লোয়ার মিডল অর্ডারে নেমে ঝড়ের গতিতে রান তুলতে পারেন বলেই তাঁর চাহিদা নেহাৎ কম নয়। ২০২১ সালে এখনও পর্যন্ত যে ৬টি টুর্নামেন্টে মাঠে নেমেছেন ডেভিড, দেখে নেওয়া যাক তাঁর পরিসংখ্যান।
১. বিগ ব্যাশ লিগের ১৪টি ইনিংসে ৩১.০০ গড়ে ২৭৯ রান সংগ্রহ করেছেন ডেভিড। স্ট্রাইক-রেট ১৫৩.২৯।
২. পাকিস্তান সুপার লিগের ৬টি ইনিংসে ৪৫.০০ গড়ে ১৮০ রান করেছেন ডেভিড। স্ট্রাইক-রেট ১৬৬.৬৬।
৩. টি-২০ ব্লাস্টের ২টি ইনিংসে ৪৫.০০ গড়ে ৪৫ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৩৬.৩৬।
৪. রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের ৮টি ইনিংসে ৬৮.০০ গড়ে ৩৪০ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৫০.৪৪।
৫. দ্য হান্ড্রেডের ১টি ইনিংসে মাঠে নেমে ১৫ রান করেন। স্ট্রাইক-রেট ২৫০.০০।
৬. চলতি সিপিএলে এখনও পর্যন্ত ৫টি ইনিংসে ৩৩.০০ গড়ে ১৩২ রান করেছেন ডেভিড। স্ট্রাইক-রেট ১৫৭.১৪।