
IPL 2021: আশঙ্কা সত্যি করে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স, নিশ্চিত করলেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক
১ মিনিটে পড়ুন . Updated: 25 Mar 2021, 11:17 AM IST- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান আইয়ার।
আইপিএল শুরুর আগে জোর ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। আশঙ্কা সত্যি করে গোটা আইপিএল মরশুম থেকেই ছিটকে গেলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কোনও আপডেট দেওয়া হয়নি। আইয়ারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল।
জিন্দাল টুইট করেন, ‘আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারের জন্য একেবারে বিধ্বস্ত ও বিষন্ন। দৃঢ় থেকো ক্যাপ্টেন। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। পূর্ণ বিশ্বাস রয়েছে যে, তুমি এর থেকেও শক্তিশালী হয়ে ফিরে আসবে। টি-২০ বিশ্বকাপে ভারতের তোমাকে দরকার।’
পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শ্রেয়স। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শ্রেয়সের কাঁধের হাড় আংশিক সরে গিয়েছে। যার অর্থ, চলতি সিরিজে তো বটেই, এমনকি আইপিএলের শুরুর দিকেও তাঁর মাঠে নামা অনিশ্চিত ছিল। পরে শোনা যায় আইয়ারের স্ক্যান রিপোর্টে গুরুতর চোট ধরা পড়েছে। ফলে তাঁর কাঁধে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ইএসপিএন-ক্রিকইনফোয় অবশ্য খবর যে, ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি দু'টি ওয়ান ডে ছাড়াও শ্রেয়স আইপিএলের প্রথমার্ধে মাঠে নামতে পারবেন না। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেন ঋষভ পন্ত।
এদিকে শ্রেয়স না থাকায় চলতি ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে যেতে পারেন সূর্যকুমার যাদব।