বাংলা নিউজ > ময়দান > IPL 2021: কবে চেন্নাই শিবিরে ফিরছেন রায়না? জানিয়ে দিল CSK

IPL 2021: কবে চেন্নাই শিবিরে ফিরছেন রায়না? জানিয়ে দিল CSK

স্ত্রী ও কন্যার সঙ্গে সুরেশ রায়না। ছবি- টুইটার।

মুম্বইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই সুপার কিংসের বেস ক্যাম্প।

গতবছর আইপিএলের আগে চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন সুরেশ রায়না। দলের সঙ্গে আমিরশাহি উড়ে গিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফেরেন তারকা অল-রাউন্ডার। গতবার আইপিএল থেকে সরে দাঁড়ালেও চেন্নাই সুপার কিংস এবছর ধরে রাখে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে।

ধোনিরা ইতিমধ্যেই দু'সপ্তাহ অনুশীলন সেরেছেন চিপকে। যদিও এখনও দলের সঙ্গে যোগ দেননি রায়না। অবশেষে জানা গেল কবে চেন্নাই শিবিরে ফিরতে চলেছেন তিনি। চেন্নাই সিইও কাসি বিশ্বনাথন InsideSport-কে জানান, ২৬ মার্চ চেন্নাইয়ের বায়ো-বাবলে ঢুকে পড়বেন রায়না।

বিশ্বনাথন এও জানিয়েছেন যে, ওই দিনই চেন্নাই ছেড়ে মুম্বইয়ে পৌঁছবে সিএসকে। তারা যেহেতু আইপিএল অভিযান শুরু করবে ওয়াংখেড়েতে, তাই আইপিএলের শুরু পর্যন্ত তাদের প্রস্তুতি শিবির বসবে মুম্বইয়েই।

বিশ্বনাথন বলেন, ‘এবার আমাদের বেস ক্যাম্প সরাতে হবে। ২৬ মার্চ আমাদের মুম্বইয়ে যাওয়ার কথা। আমরা ট্রাইডেন্ট হোটেলে থাকব। রায়না ২৬ মার্চ সরাসরি মুম্বইয়ে যোগ দেবে।’

এবছর ৯ এপ্রিল থেকে আইপিএল শুরু হবে। চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল। ওয়াংখেড়েতে ধোনিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

চেন্নাই সুপার কিংস ৯ মার্চ থেকে চিপকে প্রস্তুতি শুরু করে। প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন ধোনি, রায়াড়ু, রুতুরাজ, সাই কিশোর, নারায়ন জগদীশানরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন