গুজরাট টাইটানস আইপিএল নিলাম থেকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল ইংল্যান্ডের আগ্রাসী ওপেনার জেসন রয়কে। তবে টুর্নামেন্ট শুরুর আগে হঠাৎই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান ব্রিটিশ ওপেনার। স্বাভাবিকভাবেই গুজরাট টাইটানসের প্রাথমিক পরিকল্পনায় ধাক্কা লাগে টুর্নামেন্ট শুরুর আগেই।
সেই ধাক্কা সামলে জেসন রয়ের পরিবর্ত খুঁজে নিয়েছে আমদাবাদ ভিত্তিক আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি। তারা আফগানিস্তানের আগ্রাসী উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে দলে নিতে চলেছে বলে খবর।
গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় গুরবাজ নিজেই ইঙ্গিত দিয়েছেন এবিষয়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে জেসনের পরিবর্ত হিসেবে প্রথমবার আইপিএলে ঢুকে পড়ার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আফগান তারকা।
২০ বছর বয়সী রহমানুল্লাহ এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৯টি ওয়ান ডে ও ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া লিগ খেলে বেড়ান তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক-রেট দেড়শোর উপরে। এবার আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। যদিও তিনি অবিক্রিত থাকেন। অবশেষে প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সংসারে ঢুকে পড়তে চলেছেন গুরবাজ।